Bangla MCQ
3801. নিচের কোন বানানটি শুদ্ধ?
স্বাধীকার
বিবাদমান
তরুচ্ছায়া
ভূবন
3802. 'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর'- এখানে 'হারায়' কোন ধাতু?
প্রযোজক ধাতু
ভাববাচ্যের ধাতু
সংযোগমূলক ধাতু
নাম ধাতু
3803. শুদ্ধ বানান কোনটি?
কাহিনী
কাহীনি
কাহীনী
কাহিনি
3804. কোন ধাতুগুলো মূলত এক-
সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
সমধাতু ও প্রযোজক ধাতু
3805. কোনটি শুদ্ধ বানান?
নিরহংকারী
নিরহংকার
নিরহংকারি
নিঃহংকারী
3806. কোনটি শুদ্ধ বানান?
পোষ্ট
বস্তুঃত
অন্তস্থ
বামুন
3807. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
সংস্কৃত
দেশি
খাঁটি বাংলা
বিদেশি
3808. সঠিক বানান কোনটি?
প্রতিযোগিতা
পুরস্কার
মুমূর্ষু
সবগুলোই
3809. প্রকৃতি বলতে কি বোঝায়?
ধাতুর মূল
শব্দের মূল
প্রত্যয়যুক্ত শব্দ
শব্দ ও ধাতুর মূল
3810. কোনটি বাংলা ধাতু?
কাট্
কৃ
মাগ্
গম্
3811. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
বিভক্তি
কারক
ধাতু
প্রত্যয়
3812. ধাতু কয় প্রকার?
এক
দুই
তিন
চার
3813. শুদ্ধ বানান কোনটি?
ভাগীরথী
ভাগীরথি
ভাগিরথী
ভাগীরোগী
3814. শব্দ ও ধাতুর মূলকে কি বলে?
বিভক্তি
ধাতু
প্রকৃতি
কারক
3815. যে ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয়-
সাধিত ধাতু
মৌলিক ধাতু
যৌগিক ধাতু
সংযোগমূলক ধাতু
3816. বাংলা ভাষায় ব্যবহৃত '-আল' প্রত্যয় যে রূপ থেকে বিবর্তিত হয়েছে-
আল্
আলুষ
আল্যু
আলুচ্
3817. কোন বানানটি শুদ্ধ?
প্রতিযোগিতা
প্রতিযগিতা
প্রতীযোগীতা
প্রতিযোগীতা
3818. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে-
প্রকৃতি
ধাতু
মৌলিক শব্দ
প্রত্যয়
3819. কোনটি নাম ধাতুর উদাহরণ?
দেখায়
পড়াচ্ছি
মুচড়ানো
শোনায়
3820. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।' বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই