Bangla MCQ
3861. শুদ্ধ শব্দ কোনটি?
ঐক্যমত
খৃষ্টাব্দ
অচিন্ত্যনীয়
লক্ষণীয়
3862. কোন বানানটি শুদ্ধ?
ততকালিণ
তথকালীণ
তৎকালীন
ততকালীণ
3863. কোনটি শুদ্ধ?
গবেসণা
গবেষনা
গবেষণা
গবেশণা
3864. বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?।
এশিয়াটিক সোসাইটি
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমি
শিল্পকলা একাডেমি
3865. কোন বানানটি সঠিক?
বিভূতিভূষণ
বিভূতিভূষণ
বিভূতিভূষণ
বিভূতিভূষন
3866. চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে?
কাঁধ
আঁকাবাঁকা
সাঁকো
সাতাঁর
3867. নিচের কোন শব্দটি শুদ্ধ?
বিদ্রুপ
দারিদ্রতা
গড্ডালিকা
সম্ভবপর
3868. কোনটি ভুল বানানযুক্ত?
ব্রাহ্মণ
পিণাক
দুর্নীতি
ত্রিনয়ণ
3869. নিচের যে গুচ্ছে অপ্রমিত বানান রয়েছে-
পিপীলিকা, ধস্ত
ঝঞ্ঝা, অবাঞ্ছিত
উপর্যুক্ত, উর্ধ্ব
স্বত্ত্ব, কনকাঞ্জলী
3870. কোন বানানটি অশুদ্ধ?
সমীচীন
জিগীষা
কৃষিজীবী
দন্ড
3871. শুদ্ধ বানান কোনটি?
গীতাঞ্জলী
গিতাঞ্জলী
গীতাঞ্জলি
গিতাঞ্জলি
3872. নিচের কোন শব্দটি শুদ্ধ?
উর্ধ্ব
অত্যান্ত
উচিৎ
কোনোটিই নয়
3873. নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
গীতাঞ্জলি
অতিথি
সমীচীন
কৌতুহল
3874. বিসর্গ সন্ধির ব্যতিক্রম উদাহরণ কোনটি?
প্রাতঃ+কাল
অতঃ+এব
অহঃ+নিশা
অন্তঃ+করণ
3875. কোন বানানটি সঠিক?।
নশট
ওষ্ঠ
কৃশক
কণ্টক
3876. কোনটি শুদ্ধ?
নিরপরাধী
নিরোপরাধী
নিরপরাধি
নিরপরাধ
3877. কোন বানানটি শুদ্ধ?
ইতিপূর্বে
এতাপূর্বে
ইতঃপূর্বে
ইতপূর্বে
3878. কোন বানানটি শুদ্ধ?
ঔষধ
অষুধ
ঔষুধ
ওষুধ
3879. একটি মাত্র শব্দ শুদ্ধভাবে লেখা কোনটি?
আকাঙ্খা
সৌজন্যতা
কল্যাণীয়ামু
কারণ
3880. কোন বানানটি শুদ্ধ?
সজ্ঞা
সংগা
সংজ্ঞা
সংঙ্গা