Image
Bangla MCQ
4341. 'নিপাতনে সিদ্ধ সন্ধি' সম্পর্কে কোনটি সঠিক?
যে সন্ধি ব্যাকরণর কোনো নিয়ম মানে না
যে সন্ধি সকল বিষয় মানে
যে সন্ধি দুইটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়
কোনটিই নয়
4342. 'নায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
নে+অক
নো+অক
নৈ+অক
নঃ+অক
4343. 'প্রৌঢ়' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
প্র+উঢ়
প্র+উড়
প্রঃ+উঢ়
প্রো+উঢ়
4344. 'পশ্বাধম' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
পশু+অধম
পশ্ম+অধম
পশ+ধম
পশু+ধম
4345. 'ইত্যাকার' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ইতি+আকার
ইত্যা+কার
ইতি+কার
ইত+আকার
4346. 'অতীত' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
অতি+ইত
অতী+ত
অত+ইত
অত+ঈত
4347. সন্ধির নিয়মানুসারে ঈ+অ = ?
য্+অ
য্+ আ
আ+য্
অ+য্
4348. বাংলা সন্ধি কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
4349. 'শুদ্ধোদন' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
শুদ্ধ+উদন
শুদ্ধ-উদন
শুদ্ধ+ওদন
শুদ্+উদন
4350. 'বারীশ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বারী+ঈশ
বারি+ঈশ
বারী+ইশ
বারি+ইশ
4351. 'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
মহ+ওষধি
মহা+ওষধি
মহ+ঔষধি
মহা+ঔষধি
4352. সন্ধি বিচ্ছেদ করুন:
সূর্য+দয়
সূর্য+উদয়
সূর্যো+দয়
কোনাটিই না
4353. নিচের কোনটি 'অন্বেষণ' শব্দের সন্ধিবিচ্ছেদ?
অণু+এষণ
অনু+এষণ
অণু+এষন
অনু+এষন
4354. . 'নবোঢ়া' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
নব+উঢ়া
নবঃ+উঢ়া
নবো+উঢ়া
নব+উয়া
4355. 'গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
গিত+অঞ্জলি
গীত+অঞ্জলি
গীত+আঞ্জলি
গীতা+অঞ্জলি
4356. যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে-
স্বরসন্ধি
ব্যঞ্জন সন্ধি
নিপাতনে সিদ্ধ সন্ধি
বিসর্গ সন্ধি
4357. কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?
যদ্যপি
লবণ
গবাক্ষ
সংসার
4358. 'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি?
মহ+আর্ষি
মহা+ঋষি
মহা+অর্ষি
মহো+ঋষি
4359. 'স্বৈর' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
স্বর+ইর
স+ঈর
স্বীয়+ইর
স্ব+ঈর
4360. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
উপরের কোনোটিই নয়