Image
Bangla MCQ
4661. কোনটি 'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ নয়?
বিটপী
কলাপী
পল্লবী
অটবি
4662. 'বৃক্ষ' এর সমার্থক শব্দ কোনটি?
অবনি
কলাপী
বিটপী
নীরধি
4663. 'বিটপী' শব্দের সমার্থক শব্দ নয়?
তরু
দ্রুম
তৃণ
4664. 'ভ্রমর' অর্থে কোনটি শুদ্ধ নয়?
মধুময়
মৌমাছি
ভোমরা
মধুলেহ
4665. 'অনিল' শব্দের অর্থ কী?
কোকিল
বাতাস
কারো নাম
যা নীল নয়
4666. 'সমীর' শব্দের অর্থ কী?
বাতাস
কুয়াশা
উত্তরীয়
সমুদ্র
4667. সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন-
বুধ, বিজ্ঞ, মনীষী
অটবী, বিপিন, মারুত
অশনি, কুলিন, প্রসূন
নগ, নাগ, অদ্রি
4668. 'অটবি' এর প্রতিশব্দ কোনটি?
বন
কূল
নদী
স্থির
4669. কোনটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ নয়?
নীরদ
সমীর
পবন
বাতাস
4670. 'বাতাস' এর সমার্থক শব্দ নয়-
বায়ু
অনিল
প্রসূন
পবন
4671. . 'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বারি
অলি
বলাহক
বাত
4672. 'বায়ু' শব্দের অর্থ-
পাবক
ভানু
সমীরণ
প্রভা
4673. কোনটি 'বন' এর প্রতিশব্দ নয়?
সরোজ
বনানী
বিপিন
অটবি
4674. 'প্রসূন' এর প্রতিশব্দ হলো
পুষ্প
পল্লী
ফল
ভ্রমর
4675. 'মরণত' শব্দের অর্থ কী?
মরণভূমি
মরীচিকা
মরণময় স্থান
বায়ু
4676. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
অনিল
মারুত
পবন
পাবক
4677. 'পাথর' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
নগ
মণি
পাষাণ
অশা
4678. 'বৃক্ষ' এর সমার্থক শব্দ নির্ণয় কর।
বায়স
গুলা
তরু
কোনোটিই নয়
4679. 'পুষ্প' এর সমার্থক শব্দ নয়-
প্রসূন
কুসুম
অবনি
ফুল
4680. কোনটি 'বন' শব্দের প্রতিশব্দ নয়?
বিটপী
কানন
অটবি
গহন