Bangla MCQ
1001. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।" পঙ্ক্তিটি কোন কবির রচনা?
কাজী নজরুল ইসলাম
কবি জসীমউদদীন
আবদুল কাদির
সুফিয়া কামাল
1002. 'ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধ আজ জাগে।' বিখ্যাত এই পঙ্ক্তিদ্বয়ের রচয়িতা কে?
বন্দে আলী মিয়া
জসীমউদ্দীন
গোলাম মোস্তফা
কে জি মোস্তফা
1003. রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত-
প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
গাজী শামসুর রহমান
মুহম্মদ আবদুল হাই
সৈয়দ মুজতবা আলী
1004. কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রূপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
রাখালী
নকশী কাঁথার মাঠ
বালুচর
ধানক্ষেত
1005. 'সূচয়নী' কোন ধরনের গ্রন্থ?
গল্পগুচ্ছ
রচনাসমগ্র
কবিতা সংকলন
আত্মজীবনীমূলক
1006. জসীমউদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
মাটির কান্না
বালুচর
ধানক্ষেত
রাখালী
1007. 'দেশে-বিদেশে' কোন শ্রেণির রচনা?
আত্মজীবনী
ভৌগোলিক বিবরণ
ভ্রমণকাহিনী
শিক্ষাবিষয়ক
1008. নিচের কোন কবি লোকসাহিত্য সংগ্রাহক ছিলেন?
কাজী নজরুল ইসলাম
সমর সেন
আবুল হোসেন
জসীমউদদীন
1009. পল্লী কবি জসীমউদ্দীন রচিত নাটক কোনটি?
ডালিম কুমার
বেদের মেয়ে
হাসু
বোবা কাহিনী
1010. 'দেশে-বিদেশে' বইটির লেখক কে?
মুনীর চৌধুরী
মুজতবা আলী
শামসুল হক
আবদুল কাদির
1011. 'চাচা কাহিনী'র লেখক কে?
সৈয়দ শামসুল হক
শওকত ওসমান
সৈয়দ মুজতবা আলী
আবুল মনসুর আহমদ
1012. কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন-
আবু সায়ীদ আইয়ুব
জসীমউদ্দীন
সৈয়দ মুজতবা আলী
আহসান হাবীব
1013. 'নকশী কাঁথার মাঠ' কাব্যের নায়িকার নাম কী?
মধুমালা
সাজু
রূপাই
দুলী
1014. 'রূপাই' জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র?
সোজন বাদিয়ার ঘাট
নক্সী কাঁথার মাঠ
রাখালী
বালুচর
1015. 'ঠাকুর বাড়ির আঙিনায়' কার আত্মকথামূলক রচনা?
জসীমউদ্দীন
মৃণালিনী দেবী
রবীন্দ্রনাথ ঠাকুর
শওকত ওসমান
1016. জসীম উদদীনের রচনা কোনটি?
যাদের দেখেছি
কাল নিরবধি
পথে-প্রবাসে
ভবিষ্যতের বাঙালী
1017. গাঁর চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশীর সুরে,/ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুঁরে।' চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত-
নকশী কাঁথার মাঠ
চক্রবাক
মহুয়া
দেওয়ানা মদিনা
1018. কোনটি জসীম উদ্দীনের রচনা?
ছায়ানট
কালের কলস
এক পয়সার বাঁশি
গড্ডলিকা
1019. 'আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায়.....' পঙক্তিটির কার?
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
তুলসী দাস
1020. বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।" পঙ্ক্তিটির রচয়িতা কে?
জসীমউদ্দীন
সত্যেন্দ্রনাথ দত্ত
আবদুল কাদির
নবীনচন্দ্র সেন