Bangla MCQ
1141. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমন করেন?
১৯৭২ সালের ১৪ আগস্ট
১৯৭৪ সালের ০২ জানুয়ারি
১৯৭৬ সালের ২৯ আগস্ট
১৯৭৭ সালের ২১ ফেব্রুয়ারি
1142. 'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা-
অমিয় চক্রবর্তী।
বিহারীলাল চক্রবর্তী
কাজী নজরুল ইসলাম
চিত্তরঞ্জন দাস
1143. 'রাজমিস্ত্রী' শব্দের ব্যাসবাক্য-
রাজার মিস্ত্রী
রাজ যে মিস্ত্রী
মিস্ত্রীর রাজা
মিস্ত্রী যার রাজা
1144. ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কী?
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
1145. নিচের কোনটি 'নঞ' তৎপুরুষ সমাসের উদাহরণ?
নৃতত্ত্ব
আলুনি
নাকে খত
দায়ে ঠেকা
1146. "কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা।" উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
মোহিতলাল মজুমদার
1147. “হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ, খ্রীস্টের সম্মান কণ্টক-মুকুট শোভা।" কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ?
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
ফররুখ আহমদ
1148. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
কানাডা
ভারত
1149. "নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।" পঙ্ক্তিটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল
1150. "চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক" বলেছেন-
কবি ইকবাল
গোলাম মোস্তফা
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
1151. বিভক্তি লোপ পায় কোন সমাসে?
অলুক সমাসে
বহুব্রীহি সমাসে
কর্মধারয় সমাসে
তৎপুরুষ সমাসে
1152. 'আজি সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি কোন কাব্যের?
বিষের বাঁশী
অগ্নিবীণা
দোলন-চাঁপা
ফণি-মনসা
1153. "দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নীচে ফেলে।" পঙ্ক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
আহসান হাবীব
সত্যেন্দ্রনাথ দত্ত
সুফিয়া কামাল
1154. 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।' চরণটি কোন কবিতার?
ধূমকেতু
শিখা
বারাঙ্গনা
বিদ্রোহী
1155. 'আমি হব সকাল বেলার পাখি'- কবিতাটি কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
জসীমউদ্দীন
1156. "বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।" কবিতাংশটি কোন কবির লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল
1157. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
গ্রামছাড়া
গাছপাকা
ধানক্ষেত
গরুরগাড়ি
1158. "বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।” এই কবিতাংশটুকুর কবি কে?
বেনজীর আহমেদ
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
শামসুর রাহমান
1159. 'বর্ণচোরা' কোন ধরনের সমাস?
অলুক তৎপুরুষ
নঞ তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
1160. কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
অগ্নিবীণা
মৃত্যুক্ষুধা
বিষের বাঁশী
পূবের হাওয়া