Bangla MCQ
1361. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত
ভাষাতত্ত্বাবিদ
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজ সংস্কারক
1362. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য?
যৌগিক
সরল
মিশ্র
জটিল
1363. কোনটি তৎপুরুষ সমাস?
কালি-কলম
মধুমাখা
দশানন
মাতাপিতা
1364. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
কলে ছাঁটা
মাথায় ছাতা
গায়ে হলুদ
হাতে কলমে
1365. 'বিশ্বকবি' সমাস কি হবে?
বিশ্বরূপ কবি
যিনি বিশ্বের কবি
বিশ্ব ও কবি
বিশ্বের কবি
1366. 'এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না'- এটি কোন শ্রেণির বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
1367. মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে?
বাক্যে
পদে
শব্দে
ধ্বনিতে
1368. 'খেচর' কোন সমাস?
কর্মধারয়
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
দ্বন্দ্ব
1369. 'নয় কাঁড়া - আকাঁড়া' কোন সমাস?
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বন্দ্ব
নঞ তৎপুরুষ
1370. বাংলা ভাষার অভিধান রচনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন?
১৯৪৯ সালে
১৯৬০ সালে
১৯৫০ সালে
১৯৫৮ সালে
1371. 'মধ্যাহ্ন' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
1372. 'অনুচিত' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
1373. 'বাণী শিক্তয়াহ ও জওয়াব-ই-শিয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
আবুল কালাম শামসুদ্দীন
কাজী আবদুল ওদুদ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ইব্রাহিম খাঁ
1374. 'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
দ্বিগু
1375. 'অনাদর' কোন সমাস?
কর্মধারয়
নঞ তৎপুরুষ
বহুব্রীহি
দ্বিগু
1376. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
1377. 'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
৩য়া তৎপুরুষ
৪র্থী তৎপুরুষ
৫মী তৎপুরুষ
৭মী তৎপুরুষ
1378. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
গমনাগমন (গমন ও আগমন)
নদীমাতৃক (নদী মাতা যার)
বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
1379. জটিল বাক্যের অন্য নাম কী?
মিশ্র বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
প্রধান খণ্ড বাক্য
1380. বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে-
ড. মুহাম্মদ এনামুল হক
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবুল ফজল