Image
Questions
5001. কোনটি তৎসম শব্দ? (বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ০১)
চা
কান
চেয়ার
ধর্ম
5002. 'কাজটি শেষ করার জন্য সে আদা-কাঁচকলা খেয়ে নেমেছে।' বাক্যটি কী হারিয়েছে? সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: ২০০০
আকাঙ্ক্ষা
পদক্রম
আসত্তি
যোগ্যতা
5003. যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? (পিটিআই এর শিক্ষক: ১৯)
জলজ
সহজ
জলদ
বনজ
5004. 'প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে'। বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক। ১৮
প্রিয়ংবদা যথার্থ কহে নাই
প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
কোনোটিই নয়
5005. 'সন্দেশ' কোন শ্রেণির শব্দ/ 'সন্দেশ' অর্থগত দিক থেকে কোন শ্রেণির শব্দ? (পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক: ১৬)
মৌলিক
রূঢ়ি
যৌগিক
যোগরূঢ়
5006. কোনটি সাধিত শব্দ নয়? (৩২তম বিসিএস)
পানসা
গোলাপ
মানব
একাঙ্ক
5007. চাঁদ+মুখ কোন ধরনের শব্দ? (পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা: ০৬)
মৌলিক শব্দ
যোগরূঢ় শব্দ
সাধিত শব্দ
যৌগিক শব্দ
5008. সুহৃদ কী ধরনের শব্দ? (১১তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৪)
মৌলিক
যোগরূঢ়
রূঢ়ি
যৌগিক
5009. 'ভাল ফলের চেষ্টা কর'। এটি কোন ধরনের বাক্য? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮/
ইচ্ছাবোধক
অনুজ্ঞাবাচক
নির্দেশাত্মক
বিস্ময়বোধক
5010. 'খোদা তোমার মঙ্গল করুন' কী অর্থে ব্যবহার করা হয়েছে? অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১১)
উপকার
প্রার্থনা
বিধান
কোনোটিই নয়
5011. 'বল বীর বল উন্নত মম শির।' বাক্যটি কী? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৯/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। ০৫।
ইচ্ছাসূচক
বিস্ময়বোধক
আদেশসূচক
প্রশ্নসূচক
5012. 'গাড়িঘোড়া চড়লে লেখাপড়া কর'। এই সরল বাক্যটির যৌগিকরূপ কোনটি? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সিলেট): ০৫)
লেখাপড়া কর, তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া কর, গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া করে যেই, গাড়িঘোড়া চড়ে সেই
গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া
5013. 'পড়া শেষে খেলতে যাবো' এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত? সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। ১৩/
স্পৃহা
অভ্যাস
আসত্তি
অভিপ্রায়
5014. 'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে' বাক্যটিকে বাক্যে রূপান্তর করলে হয়- (৩৬তম বিসিএস)
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
5015. কোনটি যোগরূঢ় শব্দ? (১৬তম প্রভাষক নিবন্ধন। ১৯)
পঙ্কজ
প্রবীণ
সন্দেশ
গায়ক
5016. 'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'। নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। ১১)
তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
তাদের ভুলটা দেরিতে ভাঙে
অচিরেই তাদের ভুল ভাঙে
5017. . নিচের কোনটি নেতিবাচক বাক্য? /বাংলাদেশ সহকারী কর্ম-কমিশন এর সহকারী পরিচালক: ০৬/
হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল
হৈম তাহার অর্থ বুঝিল না
হৈম কি তাহার অর্থ বুঝিল না
হৈম তাহার অর্থ বুঝিল!
5018. কোনটি রূঢ়ি শব্দ? [সোনালী ব্যাংক অফিসার (মুক্তিযোদ্ধা): ১৯]
জলধি
কর্তব্য
মধুর
প্রবীণ
5019. যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? (সিজিডিএফ এর অডিটর: ১৯)
যৌগিক শব্দ
রূঢ়ি শব্দি
যোগরূঢ় শব্দ
মৌলিক শব্দ
5020. কোনটি মৌলিক শব্দ? (৩৭তম বিসিএস)
ফুলেল
হাতল
গোলাপ
ধাতব