MCQ
1801. 'নিঃসহায়'- শব্দটি কোন সমাস?
অব্যয়ীভাব
অলুক দ্বন্দ্ব
বহুব্রীহি
ষষ্ঠী তৎপুরুষ
1802. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
জনশ্রুতি
অনমনীয়
খাসমহল
তপোবন
1803. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাস সাধিত?
দ্বিচক্র
চৌরাস্তা
ধোয়ামোছা
বুদ্ধিজীবী
1804. 'সুগন্ধি' কি ধরনের সমাস?
তৎপুরুষ
দ্বন্দ্ব
বহুব্রীহি
কর্মধারয়
1805. বহুব্রীহি সমাস কয় প্রকার?
আট প্রকার
ছয় প্রকার
দশ প্রকার
তিন প্রকার
1806. বহুব্রীহি সমাস কয় প্রকার?
সাত প্রকার
ছয় প্রকার
আট প্রকার
তিন প্রকার
1807. 'রক্তারক্তি' এই সমাসবদ্ধ পদ বা সমস্তপদের ব্যাসবাক্য-
রক্ত দ্বারা রঞ্জিত
রক্তের প্রবাহ
পরস্পরের রক্তপাত
বহুলোকের রক্তপাত
1808. 'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি?
কৃত যে বিদ্য
কৃত যে বিদ্যা
কৃত বিদ্যা যার
কৃত হয়েছে যার বিদ্যা
1809. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
দোতলা
আশীবিষ
কানাকানি
অজানা
1810. কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
চুলাচুলি
সিংহাসন
চৌরাস্তা
বীণাপাণি
1811. নিচের যেটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়-
অন্তরীপ
দ্বীপ
অপয়া
অনুতাপ
1812. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-
১৮১৮ সালে
১৮২৬ সালে
১৮৮৫ সালে
১৮০০ সালে
1813. 'দ্বীপ' এর ব্যাসবাক্য?
চার দিকে জল যার
দুদিকে আবদ্ধ জল যার
দুদিকে অপ যার
দ্বীপের মত
1814. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয়?
১৮১৬, ১০ মার্চ
১৮০১, ৫ মার্চ
১৮০০, ৪ মে
১৮২১, ৪ জুন
1815. 'অল্পপ্রাণ' যে সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
1816. 'কানে-কলম' কোন সমাসের উদাহরণ?
উপপদ তৎপুরুষ
অলুক দ্বন্দ্ব
প্রত্যয়ান্ত বহুব্রীহি
অলুক বহুব্রীহি
1817. 'শশাঙ্ক' শব্দের ব্যাসবাক্য কী হবে?
কশশের অঙ্ক
অঙ্কের শশ
অঙ্কে শশ যার
শশ অঙ্ক যার
1818. 'ব্রীহি' শব্দের অর্থ-
বৃহৎ
ধান
সুশ্রী
হাতির ডাক
1819. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
লর্ড ওয়েলেস্লি
লর্ড কর্নওয়ালিস
উইলিয়াম কেরী
ক্লার্ক মার্শম্যান
1820. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?
মেনিমুখো
হাতে খড়ি
বেতার
বিড়ালচোখি