MCQ
1821. 'বটতলার পুঁথি' বলতে কী বুঝায়?
বটতলা নামক স্থানে রচিত কাব্য
মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পাণ্ডুলিপি
দোভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্য
অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
1822. 'গলায় গামছা যার'- এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?
নিপাতন বহুব্রীহি
অলুক বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
1823. সমাস নির্ণয় কর: 'দশ আনন যার-দশানন'।
দ্বন্দ্ব
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
1824. 'জীবনস্মৃত' এর ব্যাসবাক্য কোনটি?
জীবিত কিন্তু মৃত
জীবিত থেকেও যে মৃত
মৃতের ন্যায় জীবিত
যে জীবিত সেই মৃত
1825. 'পণ্ডিতমূর্খ' পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
পণ্ডিত হয়েও যিনি মূর্খ
পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
জ্ঞান থাকতেও যিনি মূর্খ
পাণ্ডিত্যে যিনি মূর্খ
1826. তরজা হলো-
এক প্রকার সাহিত্য প্রার্থনা সংগীত বিশেষ
কবিগান জাতীয়
লোকসংগীত
পাঁচালির বিবর্তিত রূপ
1827. 'চৌচালা' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
দ্বিগু
তৎপুরুষ
কর্মধারয়
1828. 'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
শেখ ফয়জুল্লাহ
মীর মোহাম্মদ শফী
আলাওল
ফকির গরীবুল্লাহ
1829. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
ভারতচন্দ্র রায়
সৈয়দ হামজা
দৌলত কাজী
আবদুল হাকিম
1830. 'অবক্ষয়' যুগের কবি কে?
শাহ মুহম্মদ সগীর
রামনিধি গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সৈয়দ হামজা
1831. কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
দশানন
সিংহাসন
চৌরাস্তা
চাঁদবদন
1832. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
দাশরথি রায়
ফকির গরীবুল্লাহ
রামনিধি গুপ্ত
রামরাম বসু
1833. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
রামনিধি গুপ্ত
এন্টনি ফিরিঙ্গি
দাশরথি রায়
রামপ্রসাদ সেন
1834. 'চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ' = 'চন্দ্রমুখ'। এটি কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
তৎপুরুষ
মধ্যপদলোপী বহুব্রীহি
1835. আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কী?
জারিগান
গজল
গম্ভীরা গান
টপ্পা গান
1836. 'আমীর হামজা' কাব্য রচনা করেন কে?
আলাওল
সৈয়দ হামজা
ফকির গরীবুল্লাহ
রেজাউদ্দৌলা
1837. পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ?
বাংলা
হিন্দি
ফারসি
মিশ্র
1838. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি-
সৈয়দ সুলতান
হায়াত মাহমুদ
সৈয়দ হামজা
ফকির গরীবুল্লাহ
1839. কোনটি বহুব্রীহি সমাস?
সুপুরুষ
দশানন
সাদাকালো
চৌরাস্তা
1840. নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা।"- পংক্তিটির রচয়িতা কে?
আবদুল হাকিম
অতুল প্রসাদ সেন
রামনিধি গুপ্ত
শেখ ফজলুল করিম