Image
MCQ
61. ডিসি পাওয়ারের একক-
ওয়াট-সেকেন্ড
ওয়াট-ঘণ্টা
ওয়াট
ভোল্ট-অ্যাম্পিয়ার
62. এসআই পদ্ধতিতে রেজিস্টিভিটির একক-
ওহম-মিটার
ওহম-সেন্টিমিটার
ওহম-ইঞ্চি
ওহম-সারকুলার-মিল/ফুট
64. ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে একই থাকে-
চার্জ
ভোল্টেজ
ক্যাপাসিটি
এনার্জি লস
65. পরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?
10^20 টি
10^25 টি
10^27 টি
10^28 টি
67. R = 5Ω এবং C = 100µF বিশিষ্ট একটি R-C সিরিজ সার্কিটের টাইম কনস্ট্যান্ট হবে-
20μς
5 x 10^-4 S
0.005S
500S
68. তাপীয় শক্তির একক-
জুলস/সেকেন্ড
কিলোওয়াট/ঘণ্টা
ওয়াট-সেকেন্ড
ক্যালোরি
69. একটি ভেরিয়েবল ক্যাপাসিটর সেটি, যার ক্যাপাসিট্যান্স-
তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়
ভোল্টেজ প্রয়োগের সাথে পরিবর্তিত হয়
যান্ত্রিক উপায়ে পরিবর্তন করা যেতে পারে
ডাই-ইলেকট্রিক পরিবর্তন করে পরিবর্তন করা যেতে পারে
71. 30 k Ω -এর একটি রেজিস্টরের মধ্য দিয়ে 0.5 mA কারেন্ট প্রবাহিত হলে রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হবে-
60 x 10^-6V
150V
60V
15V
72. ক্যাপাসিটর --আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
ডাইনামিক চার্জ
কারেন্ট ইলেকট্রিসিটি
মলিকুল
স্ট্যাটিক চার্জ
73. যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস পায়, তবে সেটির রেজিস্ট্যান্সে কী তারতম্য ঘটবে?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
স্থির
শূন্য
75. ক্যাপাসিটর ডাই-ইলেকট্রিকের ভেতর --চাপের সাহায্যে শক্তি সঞ্চয় করে রাখে।
ডাইনামিক
ইলেকট্রোম্যাগনেটিক
ইলেকট্রোলাইটিক
ইলেকট্রোস্ট্যাটিক
77. দুটি কনটাক্টের মাঝখানে স্পার্কিং হ্রাস করা যেতে পারে-- ঢুকিয়ে।
কনটাক্টের সাথে প্যারালেলে একটি ক্যাপাসিটর
লাইনে একটি ইন্ডাক্টর
কনটাক্টের সাথে সিরিজে একটি ক্যাপাসিটর
লাইনে একটি রেজিস্ট্যান্স
78. নিম্নের কোন ধরনের ক্যাপাসিটর পোলারাইজড হয়?
ইলেকট্রোলাইটিক
পেপার
সিরামিক
মাইলার
80. 45V-এর একটি ব্যাটারির আড়াআড়িতে একটি রেজিস্টর সংযোগ করলে 1 mA কারেন্ট প্রবাহিত হয়। রেজিস্টরটির রেজিস্ট্যান্স-
4.5 Ω
45ΚΩ
4.5 ΚΩ
450ΚΩ