Image
MCQ
121. ১ ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট ১ সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ তাপ সৃষ্টি হবে --
০.২৪ ক্যালরি
২.৪ ক্যালরি
২৪ ক্যালরি
২৪০ ক্যালরি
122. বৈদ্যুতিক মিটারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
১ কিলোওয়াট
১ ওয়াট
১ ওয়াট-আওয়ার
১ কিলোওয়াট-আওয়ার
123. কোনো চৌম্বকক্ষেত্রে একটি আধান গতিশীল হলে সেটি যে বল লাভ করে তার মান নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না?
আধানের পরিমাণ
চৌম্বকক্ষেত্রের মান
আধানের বেগ
আধানের প্রকৃতি
124. তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতার কী ঘটে?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
কোনোটিই নয়
126. সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর-
কেন্দ্রে
সমতল তলে
অবতল তলে
উত্তল তলে
127. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
তামা
রুপা
সোনা
কার্বন
128. ১ বৈদ্যুতিক ইউনিট = ?
১ ওয়াট-সেকেন্ড
১ ওয়াট-ঘণ্টা
১ কিলোওয়াট-সেকেন্ড
১ কিলোওয়াট-ঘণ্টা
129. অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না-
ট্রান্সফরমারে
লাউডস্পিকারে
বৈদ্যুতিক ঘণ্টায়
রিলে সুইচ
130. ৭৫ রোধের একটি তামার তারের আয়তনকে অপরিবর্তিত রেখে তিনগুণ লম্বা করলে তারটির রোধ কত হবে?
81 Ω
24Ω
27 Ω
21 Ω
131. কোনো সার্কিটের ভোল্টেজ দ্বিগুণ ও রেজিস্ট্যান্স অর্ধেক করা হলে তাদের মধ্যকার কারেন্টের মান কত হবে?
দ্বিগুণ
ছয়গুণ
চারগুণ
আটগুণ
133. কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম?
গ্যালিলিও
ম্যাক্সওয়েল
ম্যাক্সপ্লাঙ্ক
আইনস্টাইন
134. নিচের কোন সূত্র দ্বারা তড়িৎপ্রবাহের দিক নির্ণয় করা হয়?
ফ্যারাডের সূত্র
লেঞ্জ এর সূত্র
ফ্লেমিং এর ডান হাত সূত্র
ফ্লেমিং এর বাম হাত সূত্র
136. রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
উপাদান ল
তড়িৎপ্রবাহ
দৈর্ঘ্য
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফ
137. বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
140. ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কীসের সংখ্যা বুঝায়?
ইলেকট্রন ও প্রোটন
প্রোটন ও নিউট্রন
নিউট্রন ও ইলেকট্রন
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন