Image
MCQ
161. কোনো পরিবাহীর প্রবাহমাত্রা তিনগুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে?
৪ গুণ
৯ গুণ
৬ গুণ
২ গুণ
163. যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে এর কারেন্ট বহন ক্ষমতা-
চতুর্গুণ বৃদ্ধি পায়
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেকে হ্রাস পায়
এক-চতুর্থাংশে হ্রাস পায়
164. কন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা বাড়ানো যায় কীভাবে?
তাপমাত্রা কমিয়ে
তাপমাত্রা বাড়িয়ে
অনুকম্পন কমিয়ে
অনুকম্পন বাড়িয়ে
166. ওহমের সূত্র প্রয়োগ করা যায় না-
ডিসি সার্কিটে
উচ্চ কারেন্টে
ক্ষুদ্র রেজিস্টরে
সেমিকন্ডাক্টরে
167. নিম্নের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী-
তামা
নাইক্রোম
অ্যালুমিনিয়াম
ম্যাঙ্গানিজ
168. নিচের কোন ইনসুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পিভিসি
পেপার
পোর্সেলিন
169. 6 Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384 Ω
785 Ω
48Ω
14 Ω
170. বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা কোন কপারের সর্বোচ্চ?
Induction hardened
Hard drawn
Pure annealed
With silicon traces
171. 'শক' শব্দের অর্থ কোনটি?
বিদ্যুতের আকস্মিক আঘাত
শোক-দুঃখের আকস্মিক আঘাত
উভয়টি
কোনোটিই নয়
172. R ব্যাসার্ধবিশিষ্ট একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভিতর বৈদ্যুতিক ক্ষেত্রের মান হবে-
অসীম
R এর সমানুপাতিক
শূন্য
R^2 এর সমানুপাতিক
175. 50 ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বাল্ব ১০ ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?
500
5
50
0.5
176. কোনটির উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে না?
দৈর্ঘ্যের উপর
তাপমাত্রার উপর
প্রস্থচ্ছেদের উপর
বিভব পার্থক্যের উপর
178. একটি 440V-এর হিটার 110V-এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
অর্ধেক
দ্বিগুণ
এক-চতুর্থাংশ
একই পরিমাপ
179. আদর্শমানের বিদ্যুৎ নিরোধী কয়েল প্রস্তুত করতে কোনটি ব্যবহৃত হয়?
কপার
প্লাটিনাম
নাইক্রোম
ম্যাঙ্গানিন
180. 100 watt-এর 5টি বাতি প্রতিদিন 6 ঘণ্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 2.50 টাকা হলে মাসের বিদ্যুৎ বিল কত?
210 টাকা
225 টাকা
230 টাকা
240 টাকা