MCQ
221. ইউপিএস (UPS)-এর ব্যাকআপ সময় কীসের উপর নির্ভরশীল?
ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার
ব্যাটারির বিদ্যমান চার্জ
লোড
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: UPS-এর ব্যাক-আপ সময় নির্ভর করে কয়েকটি বিষয়ের ব্যাটারির সাইজ (ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার) উপর। সেগুলো হলো- লোডের ধরন (লোড কম না বেশি) ব্যাটারির চার্জের পরিমাণ।
222. একটি Chopper সার্কিট মূলত-
ডিসি থেকে এসি কনভার্টার
এসি থেকে ডিসি কনভার্টার।
ডিসি থেকে ডিসি কনভার্টার
কোনোটিই নয়
223. ট্রানজিস্টর মূলত কী হিসাবে ব্যবহৃত হয়?
অ্যামপ্লিফায়ার
অসিলেটর
ভোল্টেজ রেগুলেটর
রেক্টিফায়ার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রানজিস্টর মূলত অ্যামপ্লিফায়ার এবং সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
224. জামেনিয়াম P-N জাংশন ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল-
0.07V
0.7V
0.3V
1.3V
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: জার্মেনিয়াম PN জাংশন ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ ০.3V এবং সিলিকন-এর ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ 0.7V।
225. PNP এবং NPN ট্রানজিস্টরের প্রতীকের অ্যামিটারে ব্যবহৃত তীর চিহ্নটি নির্দেশ করে-
ইলেকট্রন প্রবাহের দিক
কারেন্ট প্রবাহের দিক
ভোল্টেজের দিক
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যামিটার দ্বারা কারেন্টের মান দ্বারা ভোল্টেজ পরিমাপ করা যায়। পরিমাণ করে। ভোল্টমিটার
226. অর্ধপরিবাহী ডায়োডকে কী বলা হয় --
রেকটিফায়ার
ট্রানজিস্টর
অ্যামপ্লিফায়ার
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: PN জাংশনকে অর্ধ-পরিবাহী ডায়োড বলে এবং এই ডায়োডগুলো হাফ-ওয়েভ রেক্টিফায়ার হিসেবে আচরণ করে।
227. সিলিকন P-N জাংশন ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল-
0.03V
0.07V
0.3V
0.7V
228. একটি ১০ মিনিট ফুল লোড ব্যাকআপ বিশিষ্ট ইউপিএস, হাফ লোডে আনুমানিক ব্যাকআপ সময় হবে-
৫মিনিট
১০ মিনিট
২০ মিনিট
৪০ মিনিট
229. লাল (Infrared) আলো প্রদানকারী এলইডি তৈরি করা হয়-
Ge দ্বারা
GaAs দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
230. পরিবাহীতে ভ্যালেন্স ইলেকট্রন থাকে-
4টির বেশি
4টি
4টির কম
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা:ধাতব মৌলসমূহ সাধারণত বিদ্যুৎ পরিবাহী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। এসব ধাতব মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে। টি বা ২টি বা ওটি ইলেকট্রন থাকে। ফলে এরা সহজেই। টি বা ২টি বা এটি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং বিদ্যুৎ পরিবহন করে। সুতরাং, এসব মৌলের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা এটির কম হয়। অর্থাৎ, সর্বশেষ স্তরে ইলেকট্রনের সংখ্যা 4টির কম।
231. এলইডি-এর ভোল্টেজ ড্রপ সাধারণত-
1V
2.5V
2V
3V
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ LED ফরওয়ার্ড ভোল্টেজের মান 1.2V হতে 2.5V পর্যন্ত।
LED Colour Voltage drop 20(mA)
RED 1.8V
Orange 2V
Yellow 2.3V
Green 3.5V
Blue 3.6V
White 4V
232. ফুল-ওয়েভ রেক্টিফায়েড ভোল্টেজ এবং কারেন্ট রিপ্ল ফ্যাক্টর-
0.44
0.46
0.48
0.50
233. এলইডি থেকে লাল অথবা হলুদ আলো পাওয়া যায়, যদি তা তৈরি হয়-
GaAs দ্বারা
Ge দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: GaP দ্বারা তৈরি LED থেকে লাল, সবুজ এবং হলুদ আলো পাওয়া যায়। GaAs→ ইনফ্রারেড GaAs P→ লাল এবং কমলা।
234. P-N জাংশন ডায়োডের অ্যানোড ও ক্যাথোড নির্ণয়ে ব্যবহৃত হয়-
অ্যামিটার
ভোল্টমিটার
ওয়াটমিটার
ওহমমিটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: PN Junction diode- Anode Cathode নিরূপণে মাল্টিমিটার ব্যবহার করা হয়। মাল্টিমিটারের নব ওহমমিটারে সিলেক্ট করে লাল ও কালো প্রোব দিয়ে Diode-এর দুই প্রান্তে ধরে Diode-এর Anode Cathode নিরূপণ করা হয়।
235. ডায়োড ব্রিজ রেকটিফায়ারের ইনপুট এবং আউটপুট ফ্রিকুয়েন্সির অনুপাত হচ্ছে--
১:১
১:২
২:১
১:৪
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফুল-ওয়েভ রেক্টিফায়ারের ইনপুটে পজিটিভ হাফ-সাইকেল এবং নেগেটিভ হাফ-সাইকেল একত্রে একটি সাইকেল হলেও আউটপুটে প্রতিটি হাফ-সাইকেল আলাদা আলাদা পূর্ণ সাইকেল তৈরি করে বলে এতে সাইকেল সংখ্যা হবে ২টি। তাই ফ্রিকুয়েন্সির অনুপাত হবে ১:২।
236. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরিতে কোনটি প্রয়োজন?
ডায়োড
ট্রান্সফর্মার
ক্যাপাসিটর
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিসি পাওয়ার সাপ্লাইয়ে ট্রান্সফর্মারের সাহায্যে ইনপুট ভোল্টেজকে স্টেপ ডাউন করে কয়েকটি ডায়োড ব্যবহার করে রেক্টিফায়ারের সাহায্যে AC হতে DC-তে পরিণত করা হয়। উক্ত DC-কে ক্যাপাসিটর ব্যবহার করে ফিল্টারিং করে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা হয়।
237. ডায়োডের বা P-N জাংশনের ব্যারিয়ার পটেনশিয়াল বাধা প্রদান করে শুধুমাত্র-
P স্তরের হোলসমূহকে
N স্তরের ইলেকট্রনসমূহকে
উভয় স্তরের মেজরিটি ক্যারিয়াসমূহকে'
উভয় স্তরের মাইনরিটি ক্যারিয়ারসমূহকে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: P-N জাংশনের ব্যারিয়ার পটেনশিয়াল উভয়স্তরের মেজোরিটি ক্যারিয়ারসমূহকে বাধা প্রদান করে।
238. P-টাইপ সেমিকন্ডাক্টর প্রস্তুত করতে প্রয়োজন হয়-
দ্বিযোজী ভেজাল মৌল
ত্রিযোজী ভেজাল মৌল
চতুর্যোজী ভেজাল মৌল
পঞ্চযোজী ভেজাল মৌল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের (Silicon, Germanium) সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল (Gallium, Indium, Aluminium ইত্যাদি) মিশ্রিত করা হয়।
239. একটি SCR কখন কারেন্ট প্রবাহিত হতে দেয় না?
ফরওয়ার্ড ভোল্টেজ ব্রেক-ওভার ভোল্টেজের চেয়ে ছোট হলে
কারেন্টের মান হোল্ডিং কারেন্টের নিচে নেমে গেলে
গেট পালস না থাকলে
সবগুলোই সঠিক
240. NPN জাংশনে P-কে বলা হয়--
কারেক্টর
ড্রেইন
বেইস
গেট