Image
MCQ
902. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
দুল্ + অনা
দোল্ + অনা
দোল্ + না
দোলনা + আ
903. 'চোখের বালি' বাগধারাটির অর্থ কী?
চোখে বালি যার
চক্ষুশূল
খুব প্রিয়
চশমখোর
904. 'শ্যামল ছায়া' উপন্যাসটি কার রচনা?
জসীমউদ্‌দীন
আল মাহমুদ
হুমায়ূন আহমেদ
আবু ইসহাক
905. 'মধুমালতী' কাব্যগ্রন্থ কার রচনা?
গরীবুল্লাহ
সৈয়দ সুলতান
সৈয়দ হামজা
জৈনুদ্দীন
907. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অংশু
জ্যোতি
ভাতি
অনল
908. 'Fiction' শব্দটির পরিভাষা হচ্ছে?
সারমর্ম
নথি
সারকথা
কথাসাহিত্য
909. জসীমউদদীনের কাব্য কোনটি?
মা যে জননী কান্দে
ময়নামতির চর
সোনালী কাবিন
রাত্রি শেষ
910. 'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'-কার?
উপসর্গ
সমাস
সন্ধি
কারক
911. 'হুলিয়া' কবিতার কবি কে?
আবুল হাসান
শামসুর রাহমান
হুমায়ূন কবির
নির্মলেন্দু গুণ
912. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দগুলোকে কয়ভাবে ভাগ করা হয়েছে?
তিন
পাঁচ
চার
দুই
913. 'অত্যন্ত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
অত্য + অন্ত
অতি + স্ত
অতি + অন্ত্য
অতি + অন্ত
914. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
সোনার তরী
নৈবেদ্য
গীতাঞ্জলি
চিত্রা
915. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্যারীচাঁদ মিত্র
920. 'বিদিত'-এর বিপরীত শব্দ কোনটি?
অজ্ঞাত
বিদীর্ণ
গৃহীত
বিসর্জন