Image
MCQ
1001. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
এম. মনসুর আলী
এ.এইচ.এম কামারুজ্জামান
1002. নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
রাশিয়া
ফ্রান্স
জার্মানি
চীন
1005. নিচের কোন দেশটি BRICS-এর অন্তর্ভুক্ত নয়?
জাপান
ব্রাজিল
রাশিয়া
চীন
1006. কোন নদীটি ভারতের বরাক নদী থেকে উৎপন্ন হয়েছে?
যাদুকাটা নদী
ডাউকী নদী
হালদা নদী
সুরমা নদী
1007. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯১১ সালে
১৯১৮ সালে
১৯২১ সালে
১৭২৪ সালে
1008. 'লিও টলস্টয়' কোন দেশের সাহিত্যিক ছিলেন?
মার্কিন যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড
জার্মানি
রাশিয়া
1010. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
৮টি
৯টি
১০টি
১১টি
1011. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
১০ জানুয়ারি, ১৯৭২
৭ জানুয়ারি, ১৯৭২
৮ জানুয়ারি, ১৯৭২
৯ জানুয়ারি, ১৯৭২
1012. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর?
৫ বছর
৪ বছর
৩ বছর
৬ বছর
1013. 'মানাগুয়া' কোন দেশের রাজধানী?
পানামা
অ্যালসালভেদর
নিকারাগুয়া
ব্রাজিল
1014. ইন্টারপোলের (Interpol) সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
বেলজিয়াম
ফ্রান্স
যুক্তরাজ্য
ইটালি
1015. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
ভারত
ভুটান
রাশিয়া
নেপাল
1016. অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
স্টিভ জবস
বিল গেইটস
মার্ক জুকারবার্গ
ল্যারি সেজ
1017. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
প্রথম ভাগ
দ্বিতীয় ভাগ
তৃতীয় ভাগ
চতুর্থ ভাগ
1018. ন্যাটোর (NATO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস
জেনেভা
লন্ডন
প্যারিস
1020. কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ডিলিট ডিগ্রি' প্রদান করেছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়