MCQ
1281. সুধারাম বাংলাদেশের কোন জেলার পূর্বনাম?
যশোর
বরিশাল
নোয়াখালী
দিনাজপুর
1282. একটি বিমের উপর Uniformly distributed load থাকলে তার Bending Moment diagram এর আকৃতি কীরূপ হবে?
Linear
Cubic
Parabolic
কোনোটি নয়
1283. ব্রিটেনের রানী যুক্তরাজ্য বা তার নিজ দেশ ব্যতীত অন্য কোন দেশের রানী হিসেবে বিবেচিত হন?
ডেনমার্ক
ফ্রান্স
কানাডা
স্পেন
1284. বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী কবে পালিত হবে?
২০২১
২০২০
২০২৪
২০২৫
1285. বরেন্দ্র এলাকা বলতে বর্তমানে কোন অঞ্চলকে বুঝায়?
কুমিল্লা
পাবনা
রাজশাহী
খুলনা
1286. কোন Survey method এ Field observation এবং Plotting একই সাথে করা হয়?
Plane Table Survey
Chain Survey
Tacheometry Survey
Compass Survey
1287. 'অস্ট্রেলিয়া' শব্দের অর্থ কী?
এশিয়ার উত্তরাঞ্চল
ইউরোপের পশ্চিমাঞ্চল
ইউরোপের পূর্বাঞ্চল
এশিয়ার দক্ষিণাঞ্চল
1288. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী?
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
1289. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
নবাব সিরাজউদ্দৌলা
নবান আলীবর্দী খাঁ
ফখরুদ্দিন মোবারক শাহ
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি
1290. পূর্বের USSR-এর পক্ষে কোন রাষ্ট্র 'ভেটো' ক্ষমতার অধিকারী?
ইউক্রেইন
তাজাকিস্তান
আজারবাইজান
রাশিয়া
1291. 'The Tree without roots' উপন্যাসটি কোন বিষয়ের উপর লেখা হয়েছে?
সাম্রাজ্যবাদ
স্লেভারি বা ক্রীতদাস প্রথা
ধর্মীয় বিষয়ে
সমঅধিকার বিষয়ে
1292. এখানে কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
ইসরাইল
পাকিস্তান
তাইওয়ান
ইরাক
1293. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তোলেন?
সাইরাস
নেবুচাদনেজার
রামেসিস
দারিয়ুস
1294. একটি কক্ষের মেঝে ও ছাদের তলদেশে Staff reading যথাক্রমে 0.995m ও-3.04m। কক্ষের উচ্চতা কত?
3.985m
2.095m
4.035m
3.513m
1295. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
Comperssion
Tension
Bending
কোনোটি নয়
1296. আমেরিকাকে এশিয়া হতে পৃথক করেছে কোন প্রণালি?
ফ্লোরিডা
বসফরাস
পক
বেরিং
1297. ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
১৯৭৯
১৯৮২
১৯৮১
১৯৮০
1298. থুরাল কোন দেশের পার্লামেন্টের নাম?
নরওয়ে
মঙ্গোলিয়া
নেদারল্যান্ড
সার্বিয়া
1299. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কী পরিমাণ বিদ্যুৎ উপন্ন হবে?
১২০০ মেগাওয়াট
২৪০০ মেগাওয়াট
১০০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
1300. আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদী দেশ হিসেবে সর্ব শীর্ষে রয়েছে?
ফ্রান্স
ইউকে
বেলজিয়াম
স্পেন