MCQ
201. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
Ductility
Plasticity
Resilience
Elasticity
Job Preparation
Civil Department
Civil MCQ
থিউরি অব স্ট্রাকচার
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -2004
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ductility =
Maximum elongation of gauge length Original gauge length
যা টেনসাইল টেস্টে percentage of elongation এর মাধ্যমে প্রকাশকরা হয়। সঠিক উত্তর: (a)
202. আয়তাকার কলমের টাই রডের মন্ত্রবর্তী দূরত্বের সর্বোচ্চ সীমা-
খাড়া রডের ব্যাসের ১৬ গুন
টাই রডের ব্যাসের ৪৮ গুন
কলামের পার্শ্ব ম্যাপের ন্যূনতমটি
উপরের তিনটির মধ্যে ন্যূনতমটি
203. A slab needs to be designed as one way slab if-
It is square in shape
Its width is less than its lengths
its thickness exceeds 6 ions
its length is more than twice its width
204. ভূমিকম্পের ঝুঁকি কোন জেলায় সবচেয়ে বেশি?
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
সিলেট
ব্যাখ্যা: নোট: জোন-৪: সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম- এর ভূমিকম্প প্রবণতা বেশি। উত্তর: ঘ
205. এক ম্যাগা প্যাসকেল বল সমান কত পিএসআই?
১০ পিএসআই
২৭ পিএসআই
১০০ পিএসআই
১৪৫ পিএসআই
206. একটি পাচ টন ক্ষমতার ট্রাকে অনুমোদিতভাবে কত ব্যাগ সিমেন্ট বহন করা যাবে?
২০০ ব্যাগ
১০০ ব্যাগ
১৫০ ব্যাগ
৭৫ ব্যাগ
207. Ferro cement এক প্রকার -
সাধারন সিমেন্ট
লৌহ
বিশেষ সিমেন্ট
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: ফেরোসমেন্ট বা ফেরো সিমেন্ট হল রিইনফোর্সড মর্টার বা প্লাস্টার ব্যবহার করে নির্মাণের একটি পদ্ধতি যা ধাতব জাল বা ধাতব ফাইবার এর উপর প্রয়োগ করা হয়। প্রশ্ন ও প্রদত্ত অপশনের কোনটির সাথে মিল না থাকায় সঠিক উত্তর: ঘ
208. একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং এই বাহুর সমান্তরিকের ক্ষেত্রফল -
80
40
20
60
209. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
ব্যাখ্যা: তথ্য: একটি Simply supported uniformly loaded
beam এর সর্বোচ্চ শিয়ার ফোর্স উৎপন্ন হবে প্রান্তদ্বয়ের এবং সর্বোচ্চ বেল্ডিং মোমেন্ট উৎপন্ন হবে মাঝখানে। উত্তর: ক
210. 60 grade steel এর minimum yield strength কত?
72500 psi
55000 psi
60000 psi
40000 psi
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৬০ গ্রেড স্টিল (মেট্রিক গ্রেড ২৮০): ৬০ গ্রেড স্টিল বলতে বুঝায় স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ psi একে গ্রেড বলে। অন্যভাবে, এই স্টিল ৬০,০০০ psi টেনশন রেজিস্ট করতে পারে।
211. সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে ক্লিনকার এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ -
setting time বৃদ্ধি করা
setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
কন্সট্রাকশন প্রসেস
এস্টিমেটিং এন্ড কস্টিং
ব্যাখ্যা: তথ্য: জিপসাম সিমেন্টের সেটিং একশন মন্থর করে বা সেটিং টাইম
বৃদ্ধি করে। উত্তর: ক
212. RCC Footing এর নিচে ন্যূনতম কত কভারিং দিতে হবে। [DM SAE 2019]
40 mm
65 mm
50 mm
75mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: কভারিং (Covering): রডের বাইরের পৃষ্ঠ থেকে কনক্রিটের পৃষ্ঠ পর্যন্ত কনক্রিটের যে আবরণ তাকে কভারিং (Covering:) বলে। একে ফায়ার প্রুফিং ও বলে। ACI কোড অনুযায়ী কনক্রিটের ন্যূনতম কভারিং নিম্নরুপ: ১. মাটির নিচের কাজে শাটারিং ব্যবহার করলে মুক্ত কভারিং = 6.5 সেমি = 65 mm = ২.৫ ইঞ্চি ২. মাটির সংস্পর্শে থাকলে মুক্ত কভারিং= 7.5 সেমি- ৭৫ মিমি = ৩ ইঞ্চি।
সঠিক উত্তর: (d)
214. The main object of providing a camber is -
to make the road surface impervious
to make the road surface durable
to drain off rain water from road surface, as quickly as possible
all of the above
ব্যাখ্যা: তথ্য: বৃস্টির পানি যত দ্রুত সম্ভব নিষ্কাশনের জন্য ক্যাম্বার প্রদান করা হয়। উত্তর: (c)
215. কনক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত বেশি হলে ঘটবে?
দ্রুত জমাট বাঁধলে
শক্তি কম হলে
শক্তি বেশি হলে
স্থায়ীত্ব বাড়বে
ব্যাখ্যা: তথ্য: পানি সিমেন্টঅনুপাত একটা ভগ্নাংশ সংখ্যা। এ অনুপাত কংক্রিটের শক্তির উল্টানুপাতিক। অর্থাৎ অনুপাতের মান যত কম হবে কংক্রিটের শক্তি তত বৃদ্ধি পাবে। সদ্য মিশ্রিত কংক্রিটের অবশ্য কার্যকারিতা থাকতে হবে। কারন পানি বেশি হলে ঢালাই করার সময় মোটা দানা উপাদান নিচে পড়ে যায় এবং উপরে সিমেন্ট গোলা ভেসে থাকে। আবার পানির পরিমান খুব কম হলে মিশ্রণ নাড়াচাড়া ও ঢালাই করা অসুবিধাজনক হয়। রাসায়নিক বিক্রিয়া ব্যাহত এবং কংক্রিটের ভিতর ফাকা থেকে যায়। ফলে হ্যানিকম্ব বা মধু চক্রিকার সৃষ্টি করে। উভয় অবস্থায় কংক্রিট দুর্বল হয়। সাধারনত পানির ওজন সিমেন্টর ওজনের অর্ধেক হলে চলে। তবে বিশেষ শক্তির কংক্রিটের জন্য অনুপাতও ভিন্ন হয়। যেমন:১:১:২ অনুপাতের কংক্রিটের জন্য পানি সিমেন্ট অনুপাত প্রায় ০.৪৫। ১:১.৫:৩ অনুপাতের জন্য ০.৫০ এবং ১:২:৪ অনুপাতের কংক্রিটের জন্য ০.৫৫-০.৬৬ হয়ে থাকে। উত্তর: খ
216. একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি অপরিহার্য?
ক্ষেত্রফল ও গভীরতা
কংন্টর ম্যাপ
দৈর্ঘ্য ও প্রস্থ
মাঝ বরাবর ব্যবচ্ছেদ চিত্র
ব্যাখ্যা: তথ্য: একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে, দৈর্ঘ্য ও প্রন্থ দেওয়া থাকলে সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। বাট, ক্ষেত্রফল ও গভীরতা দেওয়া থাকলে আয়তন নির্ণয় সম্ভব।
উত্তর:ক
217. Schmidt Rebound Hammer দিয়ে concrete এর কী Test করা হয়?
Testing strength
Flexural strength
Modulus of Elasticity
Non- destructive test
ব্যাখ্যা: তথ্য: অ-ধ্বংসাত্মক পরীক্ষা (NID=Non-destructive test) হল একটি পরীক্ষা এবং বিশ্লেষণ কৌশল যা শিল্প দ্বারা ব্যবহৃত উপাদান কাঠামো বা সিস্টেমের বৈশিষ্ট্যগত পার্থক্যের জন্য ব্য ঢালাই ত্রুটি এবং বিচ্ছিন্নতার জন্য মূল অংশের ক্ষতি না করে মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয়।
Schmidt Hammer, যা একটি সুইস হাতুড়ি বা একটি রিবাউন্ড
হাতুরি বা কংক্রিট হাতুড়ি পরীক্ষা নামেও পরিচিত, একটি যন্ত্র যা কংক্রিট বা শিলার স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বা শক্তি, পৃষ্টের কঠোরতা এবং penetration resistance পরিমাপ করে। এটি আবিষ্কার করেন সুইস প্রকৌশলী Ernst Schmidt। সঠিক উত্তর:ঘ
218. একটি ক্যানটিলিভার বীমের উপর সমভাবে বিস্তৃত লোড প্রতি একক দৈর্ঘ্যের হলে, বীমটির সর্বোচ্চ ভ্রামক হবে -
WL²/4
WL²/2
WL²/8
WL³/12
219. ৪ ইঞ্চি পুরুতে আর সি সি স্লাব প্রতি বর্গফুটের ওজন হবে-
১৫০ পাউন্ড
৫০ পাউন্ড
১০০ পাউন্ড
উপরের কোনটিই নয়
220. একটি ছয়তালা বিশিষ্ট ভবনের নিচতলায় পানির পাইপ কী পরিমান চাপ বহন করতে পারে?
১০০০ পি এস আই
২০০০ পি এস আই
৩০০০ পি এস আই
৪০০০ পি এস আই