MCQ
221. Manometer দিয়ে নির্ণয় করা হয়-
Velocity of fluid
Atmospheric pressure
Different of pressure between two points in a pipe.
Pressure in venturimeter
222. Coarse aggregate এর ক্ষেত্রে los angies test নিচের কোনটি নির্ণয়ের জন্য করা হয়?
Crushing strength
impact value
Abrasion value
Soundness
223. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক-
Iron oxide
silika
Alumina
Lime
224. RCC beam stirrup কেনো দেয়া হয়?
Flexural stress নেয়ার জন্য
concrete -কে ধরে রাখার জন্য
shear stress নেয়ার জন্য
শুধুমাএ main reinforcement -কে যথাস্থানে রাখার জন্য
225. সিমেন্টর final setting time কত?
১ ঘন্টা
৪ ঘন্টা
৮ ঘন্টা
১০ ঘন্টা
226. Timber seasoning করা হয় কেন?
Timber এর ওজন বৃদ্ধি করার জন্য
Timber এর Strength বৃদ্ধির জন্য
ওপরের সবগুলো
উপরের কোনটি নয়
227. Concrete mix-এর ক্ষেত্রে slump value বৃদ্ধি পেলে concrete এর workability-
বৃদ্ধি পাবে
কমে যাবে
অপরিবর্তীত থাকে
ওপরের কোনটি নয়
228. রেললাইনের স্লিপারের কাজ কী?
support the rails
keep rails at correct gauge
distribute load to the ballast
all of them
229. Portiand Cement এর প্রধান দুটি উপাদান হচ্ছে-
আয়রন অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড
অ্যালুমিনা ও ম্যাগনেসিয়াম অক্সাইড
ক্যালসিয়াম অক্সাইড ও সিলিকা
উপরের কোনটি নয়
230. বাংলাদেশের বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ-
৫০০০ মিমি
১,০০০ মিমি
২,০০০মিমি
৫০০ মিমি
231. সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের Unite weight হচ্ছে-
৭০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট
232. ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে-
ক্যালসিয়াম
এলুমিনা
সিলিকা
ম্যাগনেসিয়াম
233. সিমেন্টের কোন পরীক্ষায় Vicat Apparatus ব্যবহার করা হয় ?
Initial setting time
Normal consistency
Final setting time
ওপরের সবগুলো
234. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে-
সিলিকা ও অ্যালুমিনা
সোডিয়াম ও আয়রন
আয়রন ও সিলিকা
ম্যাগনেসিয়াম ও সোডিয়াম
235. Slum test এর জন্য ব্যবহৃত moudle এর হলো-
১০ সে.মি
৩০ সে.মি
২০ সে.মি
কোনটিই নয়
236. Whole circle bearing system এ s 25° 15' E এর মান হবে-
115°15′
154°45'
205°15′
334°45'
237. চারটি Matarial A, B, C. এবং D এর CBR যথাক্রমে ৩০% ১৫%, ৪০%, ২৫% হলে সবচেয়ে শক্ত (Hardest materials) হবে-
A
B
C
D
238. PWD Specification অনুযায়ী মসলা বিহীন ইটের আকার কত?
24.2cm x11.4cm x 7cm
25.4cmx 12.7cmx 7.6cm
24 cm ×11cmx 7cm
None of these
239. বরফ পানিতে ভাসে, কারণ বরফের তুলনায় পানির-
তাপমাত্রা বেশি
ঘনত্ব বেশি
ঘনত্ব কম
দ্রবণীয়তা বেশি
240. Ordinary Portland cement - এর initial setting time কত?
৩০ মিনিট
১ঘন্টা
৪ ঘণ্টা
১০ ঘণ্টা