EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
241. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক
Iron oxide
Alumia
silica
Lime
243. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
245. প্লেন টেবিল সার্ভের জন্য কমপক্ষে কতগুলো স্টেশন আবশ্যক-
1
2
3
4
247. সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট কোনটি-
Tensile strength
Fineness.
Compressive strength
setting time
ব্যাখ্যা: তথ্য: সিমেন্টের যেকোন property নির্ণয় করার জন্য করা প্রথম পরীক্ষাটি consistency test যা ২৭ থেকে ২৯ এর মধ্যে থাকে। সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট হলো setting time Compressive strength। কনক্রিন্ট এবং মার্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। Tensile strength হলো রডের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট। সঠিক উত্তর: (d)
249. The brick laid with its length parallel to the face of the wall is called a (দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে-)
stretcher
course
closer
header
ব্যাখ্যা: তথ্য: প্রাচীরের মুখের সমান্তরাল দৈর্ঘ্যের সাথে স্থাপিত ইটটি স্ট্রেচার নামে পরিচিত।
250. ১০০ ঘণফুট গাথুনিতে প্রয়োজনীয় ইটের সংখ্যা
500
1000
1200
1500
251. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
flow index
Plasticity index
shrinkage index
liquidity index
ব্যাখ্যা: তথ্য: প্লাস্টিকতা সূচক মাটির নমুনা মুকনো ওজনের শতাংশে প্রকাশ করা হয়। এটি আদ্রতার পরিসরের আকার দেখায় যেখানে মাটি প্লাস্টিক থাকে। সাধারণভাবে প্লাস্টিকতা সূচক শুধুমাত্র উপস্থিত কাদামাটির পরিমানের উপর নির্ভর করে। লিকিইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে plasticity index বলে। উত্তর: (b)
252. ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয়।
সার্পোটে
মাঝখানে
প্রাপ্ত হতে ১/৪ দূরে
প্রাপ্ত হতে১/৩দূরে
253. D পুরুত্ব বিশিষ্ট একটি slap এর main reinforcement এর সর্বোচ্চ spacing -
1d
2d
3d
4d
254. বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে-
underpinning
shoring
scaffolding
jacking
ব্যাখ্যা: বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে শোরিং।
255. 40 grade reinfocement- এর অর্থ কী?
Ld = 40 inch
fy = 40 ksi
fy = 40 ksi
fs = 40 ksi
ব্যাখ্যা: Answer: (c) fy = 40 ksi
256. জলছাদে চুন সুরকী খোয়ার অনুপাত-
1:2:4
1:3:6
2:2:6
2:2:7
257. ACI Code অনুযায়ী slab এর minimum thickness কত-
L/12
Perimeter/180
4 inch
5 inch
ব্যাখ্যা: তথ্য: ACI Code অনুযায়ী slab এর minimum thickness 4 inch বা ৯ সেমি এর কম হবে না। সঠিক উত্তর: (b) 4 inch
258. ACI Code অনুযায়ী Reinforced concrete beam এ steel reinforcement এর minimum clear cover কত-
1 inch
1.5 inch
3/4 inch
2 inch
ব্যাখ্যা: তথ্য: কোড অনুযায়ী কনক্রিটের নূন্যতম কভারিং নিম্নরূপ: ১. স্ল্যাব এবং দেয়ালের জন্য মুক্ত কভারিং সেমি = ইঞ্চি ২. বীম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কভারিং = সেমি = ১.৫ ইঞ্চি। সঠিক উত্তর: (c) 1.5 inch
259. গান্টার্স চেইন যথোপযুক্ত ব্যবহার করা যায় এই সার্ভেতে
Topographical survey
Revitional survey (আর এস)
Cadastral Survey (সি.এস)
Boundary survey
260. দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab এর প্রত্যেক span-এ center এর নিকট সর্বোচ্চ bending moment হবে-
WL²/8
WL²/10
WL²/2
WL²/12
ব্যাখ্যা: তথ্য: প্রশ্ন দেখে নিশ্চই ভয় পেয়েছেন। এ গুলোকে বলে গুগলি টাইপের প্রশ্ন। মূল ব্যাপার হলো- দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab কে বলে আংশিক অবিচ্ছিন্ন বীম। যার প্রত্যেক WL span এ সর্ব্বোচ্চ bending moment = হবে WL²/10. সঠিক উত্তর: B নোট: দুটি না বলে যদি ৩টি স্প্যান বলতো তবে পুরোপুরি অবিচ্ছিন্ন বীম হিসাবে সর্ব্বোচ্চ moment WL²/12 হতো।