2567. Ready mix concrete-এ slump বেশি রাখা হয়-
Strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Concrete pump করে ব্যবহার করার জন্য
Concrete-এর জমাটবাঁধা রোধ করার জন্য
ব্যাখ্যা: উপযুক্ত স্থানে স্থাপিত ফ্যাক্টরি বা ব্যাকিং প্লান্টে প্রস্তুতকৃত কংক্রিট রেডি-মিক্স কংক্রিট। ট্রাক মাউন্টেড-ই ট্রানজিট মিক্সচার এর মাধ্যমে কার্যস্থানে কংক্রিট পাঠানো হয়। রেডি মিক্স কংক্রিট তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়, যাতে করে কংক্রিটের মিশ্রণ সহজে শুকিয়ে না যায়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় বিধায় এর Slump বা নতি
বেশি রাখা হয়।