Image
MCQ
1201. 'বিধি' এর বিপরীত শব্দ কোনটি? রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার:১৯/
নিয়ম
অনিয়ম
প্রথা
নিষেধ
1202. 'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
সর্বঙ্গ + ঈন
সর্ব + অঙ্গীন
সর্ব + ঙ্গীন
সর্বাঙ্গ + ঈন
1203. 'জোছনা' কোন শ্রেণির শব্দ?
যৌগিক
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
1204. 'দ্যুলোক' শব্দের বিপরীত শব্দ কোনটি? তিতাস গ্যাস কো. লি. ডেপুটি ইঞ্জিনিয়ার। ১১/
ভূলোক
লোক
কালো
দিবালোক
1205. 'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ- বন অধিদপ্তরের বন প্রহরী: ২৩/ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট: ১৯/
বিপন্ন
আসন্ন
প্রতিপন্ন
বিষণ্ণ
1206. 'নিমগ্ন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার (আইটি): ১৬/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩)
উদাসীন
জাগরিত
অপকর্ষ
নিস্তেজ
1207. . 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
জয়ের ইচ্ছা
হত্যার ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
শোনার ইচ্ছা
1208. 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ কোনটি? এনএসআই এর ডেসপাচ রাইডার। ২১/ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০০
প্রফুল্ল
বিশুদ্ধ
পঙ্কিল
কোনোটিই নয়
1209. 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
টিকটিকি
তেলেপোকা
উইপোকা
মাকড়সা
1210. . কোনটি শুদ্ধ বানান?
প্রজ্বল
প্রোজ্জল
প্রোজ্জ্বল
প্রোজ্জ্বল
1211. 'দেউড়ি' শব্দের বিপরীত শব্দ- রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩/
বাতায়ন
গবাক্ষ
অলিন্দ
খিড়কি
1212. . 'দুষ্কৃতি' এর বিপরীতার্থক শব্দ কী? (প্রাথমিক প্রধান শিক্ষক। ০৯/
সৎ
ধার্মিক
সদয়
সুকৃতি
1213. 'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি? (৮ম বিজেএস: ১৩।
প্রীতীচী
প্রতীচী
প্রতিচী
প্রীতিচি
1214. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
খ্রিস্টধর্ম
প্যাগনিজম
জৈনধর্ম
বৌদ্ধধর্ম
1215. 'বিনীত' এর বিপরীতার্থক শব্দ কী? পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১১/ বাংলাদেশ কৃষি ব্যাংক সহকারী অফিসার: ০৭]
অবিনীত
দুর্বিনীত
অভদ্র
অবিনত
1216. 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২/ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী: ২১/
বিষণ্ণ
বিষাদ
প্রচ্ছন্ন
নিন্দিত
1217. 'প্রচ্ছন্ন' শব্দের বিপরীতার্থক শব্দ- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২/বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন অফিসার: ১১।
ব্যক্ত
আগমন
বিষণ্ণ
আরম্ভ
1218. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি
1219. 'তুরা' এর বিপরীত শব্দ- (জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৬/
বিলম্ব
তাৎক্ষণিক
তাড়াতাড়ি
অপেক্ষা
1220. 'বিরক্ত' শব্দের বিপরীত অর্থ কী? (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ১৫/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২]
আদর
অন্ত
অনুরক্ত
অনুজ