MCQ
701. 'কাঁটা হেরি ক্ষান্ত কেন... তুলিতে'
কুসুম
পুষ্প
কমল
গোলাপ
702. পাখি সব করে রব রাতি পোহাইল" পঙ্ক্তির রচয়িতা-
রামনারায়ণ তর্করত্ন
বিহারীলাল চক্রবর্তী
কৃষ্ণচন্দ্র মজুমদার
মদনমোহন তর্কালঙ্কার
703. মোদের গরব, মোদের আশা / আ মরি বাংলা ভাষা।" এর রচয়িতা-
রামনিধি গুপ্ত
অতুলপ্রসাদ সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
704. "ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।" এই স্মরণীয় চরণটি লিখেছেন-
সিকান্দার আবু জাফর
সুকান্ত ভট্টাচার্য
সুভাষ মুখোপাধ্যায়
সৈয়দ শামসুল হক
705. 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'- এই কবিতাটির রচয়িতা কে?
জহির রায়হান
মাহবুব উল আলম
শামসুর রাহমান
সৈয়দ শামসুল হক
706. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?" কার লেখা?
কৃষ্ণচন্দ্র মজুমদার
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কামিনী রায়
যতীন্দ্রমোহন বাগচী
707. কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।" উল্লিখিত কবিতাংশটি কোন কবিতার অংশ?
স্বাধীনতা তুমি
দুর্মর
শহীদ স্মরণে
বাংলা আমার
708. 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।'- এই পঙ্ক্তি দুটির স্রষ্টার নাম?
রোকেয়া সাখাওয়াত
কুসুমকুমারী দাশ
কামিনী রায়
মহাশ্বেতা দেবী
709. যে বইতে যাযাবর বলেছেন, "আধুনিক সভ্যতা বেগ, নিয়েছে আবেগ।" তার নাম দিয়েছে ?
বৃষ্টিপাত
জামপাত
কৃষ্টিপাত
দৃষ্টিপাত
710. মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?
১৮২২-১৮৭৩
১৮২৪-১৮৭৫
১৮২৪-১৮৭৩
১৮২৫-১৮৮০
711. মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি?
১৮১৪ সাল
১৮২৪ সাল
১৮৩৪ সাল
১৮৪৪ সাল
712. 'যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরি-যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।'- এই অমর চরণ দুটি কে লিখেছেন?
শামসুর রাহমান
অন্নদাশঙ্কর রায়
জসীমউদ্দীন
নির্মলেন্দু গুণ
713. যে জন দিবসে মনের হরষে, জ্বালায় মোমের বাতি।" এই পড়ক্তিটি কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
চণ্ডীদাস
রবীন্দ্রনাথ ঠাকুর
কামিনী রায়
714. "স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে"- এ শ্লোকের রচয়িতা কে?
ভর্তৃহরি
স্বামী সদানন্দ
চাণক্য পণ্ডিত
স্বামী দয়ানন্দ
715. "জন্মই আমার আজন্ম পাপ।" উক্তিটি কার?
শামসুল হক
তসলিমা নাসরিন
কবির চৌধুরী
দাউদ হায়দার
716. বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই।" এ পড়ক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে?
আলাওল
আবদুল হাকিম
রামনিধি গুপ্ত
কায়কোবাদ
717. "শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির।" এ অংশটুকুর মূল প্রতিপাদ্য?
প্রতিদান
অকৃতজ্ঞতা
প্রত্যুপকার
অসহিষ্ণুতা
718. "বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ।" কোন কবির কবিতায় আছে?
রজনীকান্ত সেন
বেগম সুফিয়া কামাল
যতীন্দ্রনাথ বাগচী
যতীন্দ্রমোহন বাগচী
719. "এখানে যারা প্রাণ দিয়েছে। রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে / সেখানে আমি কাঁদতে আসিনি।" এর রচয়িতা-
জহির রায়হান
শামসুর রাহমান
মাহবুবুল আলম চৌধুরী
গাফফার চৌধুরী
720. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।" এই পঙক্তি দুটির রচয়িতা-
রামনারায়ণ তর্করত্ন
বিহারীলাল চক্রবর্তী
মদনমোহন তর্কালঙ্কার
কৃষ্ণচন্দ্র মজুমদার