EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21041. প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো-
মালামাল সংগ্রহ করা
জনশক্তি সংগ্রহ কর
অর্থের সংস্থান করা
কাজের পরিমাপ ও প্রকৃতি নির্ধারণ করা
21042. গৃহস্থালি কাজে প্রতিজনে প্রতিদিন পানির পরিমাপ
30 litre
45 litre
35 litre
40 litre
21043. নির্মাণকাজের সময় নিরাপদ নয় এরূপ কাঠামোকে বা পার্শ্ববর্তী মাটি রক্ষার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে বলে-
underpnning
scaffolding
shoring
jacking
21045. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া? [BPSC-22]
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেলপথের চওড়াগুলো হলো- ১। ব্রড গেজ- ১৬৭৬ মিমি ২। মিটার গেজ- ১০০০ মিমি ৩। ন্যারো গেজ- ৭৬২ মিমি
21046. থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কোন গুণটি অবশ্যই থাকা উচিত
অগ্নিরোধক
শব্দ প্রতিরোধক
তাপ প্রতিরোধক
আর্দ্রতা প্রতিরোধক
21048. Round spikes are not used for fixing --- rails on wooden sleepers.
flat footed
double headed
bull headed
all of these
21050. সচরাচর কংক্রিট স্থানান্তর পদ্ধতি হলো-
স্টিল প্যান
হুইল বার
ক্যাবল ওয়ে
স্কিপ
21051. যে আকারের aggregate কংক্রিটে সবচেয়ে বেশি void সৃষ্টি করে, তা হলো-
irregular
angular
rounded
flaky
21053. কেন্দ্রাতিগ অনুপাত রেলসড়কে কত? [BBA-23]
১/৪
১/৮
১/৬
১/১০
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ রেলসড়কে কেন্দ্রাতিগ অনুপাত = 1/8 সড়কপথে কেন্দ্রাতিগ অনুপাত = 1/4
21054. ঢালাইয়ের পর column-এর খাড়া side-এর formwork কত দিন পর খোলা যায়?
১ থেকে ২ দিন
২৮ দিন
১৪ দিন
৭ দিন
21055. প্লানিং এবং শিডিউল-এর সীমাবদ্ধতাকে দূরীকরণে ব্যবহৃত হয়-
বার চার্ট মাইল
ফ্লোচার্ট
CPM নেটওয়ার্ক
স্টোন চার্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা: CPM = Critical Path Method.
21056. Slump test-এ Concrete-এর প্রতিটি স্ত রকে কীভাবে Compact করা হয়?
5/8" dia রড দিয়ে ২০ বার
5/4" dia রড দিয়ে ২০ বার
5/8" dia রড দিয়ে ২৫ বার
5/8" dia রড দিয়ে ৩২ বার
21057. দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
ব্যাখ্যা: ওয়ালের আড়াআড়ি ইটের গাঁথুনিকে হেডার এবং ওয়ালের সমান্তরালে ইটের গাঁথুনিকে স্ট্রেচার বলে।
21058. রঙের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়-
তার্পিন
রঞ্জক
তিসির তৈল
রেডলেড
21059. Superelevation on curves is provided by means of-
cant-board
spirit level
straight edge
all of these
21060. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত? [BPSC-22]
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সে-সব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রস্থ ১৬৭৬ মিলিমিটার।