Image
MCQ
21001. কংক্রিটে ব্যবহৃত পানিতে লবণের সর্বোচ্চ মাত্রা-
2.5%
1.5%
3.5%
4.5%
21002. ৭ দিনে সাধারণ সিমেন্টের চাপে পীড়ন হওয়া উচিত-
200 kg/cm²
210 kg/cm²
220 kg/cm²
225 kg/cm²
21003. সিমেন্ট মসলা দ্বারা গাঁথুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা উচিত নয়?
0.5m
1m
1.5m
2m
21004. একটি গাড়ি ঘণ্টায় ৮০ কিমি পরিকল্পিত বেগে চললে থামার ন্যূনতম দর্শন দূরত্ব কত হবে? [BWDB-21]
১০০ মি.
৮০ মি.
১০৬ মি.
১২০ মি.
21005. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল বার-এর পীড়ন
70 kg/cm²
80 kg/cm²
90 kg/cm²
100 kg/cm²
21007. সাধারণত সর্বোচ্চ কত আকারের অ্যাগ্রিগেট ব্যবহৃত হয়?
15mm
20mm
25mm
30mm
21008. ভিত্তির প্রধান কাজ-
লোডের তীব্রতা হ্রাস করা
সমতল পৃষ্ঠ প্রদান করা
লোড স্থানান্তরের মাধ্যম হিসেবে কাজ করা
মাটির সরণ প্রতিরোধ করা
21009. ভালো কংক্রিটের জন্য বালির কত অংশ সিলেট বালি ব্যবহার করা হয়?
2/3
1/3
1/2
1/4
21010. ব্লাক কটন সয়েলের ক্ষেত্রে কাঠামোর ভিত্তি প্রদান করা হয়-
পায়ার ভিত্তি
ইনভার্টেড আর্চ ফুটিং
ব্যাফট ভিত্তি
টিম্বার গ্রিলেজ ভিত্তি
21011. সড়ক ডিজাইনের ক্ষেত্রে সাধারণত কত ধরনের বাঁক ব্যবহৃত হয়? [BB-21]
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
21012. ইটের খোয়া পানিতে ভিজালে 24 ঘণ্টা পর এর ওজন সর্বোচ্চ কত ভাগ বৃদ্ধি পেলে তা পরিহার করা উচিত?
5%
7%
8%
10%
21013. প্লিস্থ প্রটেকশনের অভেদ্য স্তরের প্রস্থ সাধারণত হওয়া উচিত,
50-80cm
60-90cm
70-100cm
80-120cm
21014. রেলসড়কের পার্শ্বঢাল কত? [DMLC-21]
১:১ বা ১:১.৫
১:৩ বা ১:১.৫
১: ২ বা ১: ২.৫
১:১ বা ১:২
21015. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত ওয়্যার-এর ব্যাস-
1-3mm
8-10mm
1.5-8mm
8.5-15mm
21016. বিটুমিনের গ্রেড কোন Test-এর মাধ্যমে নির্ণয় করা হয়? [MOEF-19, BB-21]
Permeability
Flash point
Penetration
Specific gravity
21017. একটি Highway road-এর Maximum super- elevation কত? [DM-2019, BB-21]
6.7%
10%
7.5%
12.5%
21018. কংক্রিটে অ্যাগ্রিগেট থাকে মোট আয়তনের কত শতাংশ-
50%
65%
75%
70%
21019. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল ওয়্যার-এর সর্বোচ্চ টান পীড়ন-
140 kg/cm²
150 kg/cm²
160 kg/cm²
180 kg/cm²
21020. পানির নিচে খননের জন্য নিচের কোন এক্সক্যাভারটি সবচেয়ে উপযোগী? [BGFCL-21]
ড্র্যাগ লাইন
হো
ক্ল্যাম শেল
ডিপার শোভেল
কোনোটিই নয়