21287. সড়ক নির্মাণে অ্যাগ্রিগেটগুলোর কাঠিন্য মান জানার জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা: এগ্রিগেটসমূহের গুণাগুণ ও উপযুক্ততা জানার জন্য নিম্নলিখিত পরীক্ষাগুলো করা হয়-
(i) Abrasion Test: কাঠিন্যতা মান জানার জন্য।
(ii) Aurition Text: কাঠিন্যতা ও ঘাত সহনীয়তা জানার জন্য।
(iii) Los Angeles Abrasion Test কাঠিন্যতা ও খাত সহনীয়তা জানার জন্য।
(iv) Crushing Text: পাথরের ব্লকের চাপশক্তি জানার জন্য।
(v) Impact Test: ঘাত সহনীয়তা জানার জন্য।
(vi) Soundness Test: স্থায়িত্বশীলতার জানার জন্য।
(vii) Shape Test: এগ্রিগেটের বিভিন্ন আকৃতি যেমন চ্যাপ্টা সূচক, দৈর্ঘ্য সূচক, কোণ সূচক ইত্যাদি পরীক্ষা করা হয়।