ব্যাখ্যা: ব্যাখ্যা: কার্বঃ রাস্তার ফুটপাত, পার্কিং ইত্যাদিকে পেভমেন্ট হতে আলাদা করার জন্য এদের সাথে পেভমেন্টের সংযোগস্থল বরাবর যে স্বল্প উঁচু দেয়াল নির্মাণ করা হয়, তাকে কার্ব বলে।
কার্ব তিন প্রকার, যথা-
(i) প্রতিবন্ধক ব্যরিয়াম কার্ব।
(ii) নিচু বা মাউন্টেবল কার্য।
(iii) নিমজ্জিত কার্ব।