MCQ
1041. A first class brick should have a minimum crushing strength of (প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং, স্ট্রেস্থ–
7MN/m²
10.5MN/m²
12.5MN/m²
14MN/m²
ব্যাখ্যা: Explained: crushing strength (বিচূর্ণন শক্তি)। ইটের চাপ শক্তি নির্ণয়ের জন্য এ পরীক্ষা করা হয়। এ পরীক্ষা ৬ থেকে ৮টি পর্যায়ক্রমে সাজিয়ে কম্পেশন টেষ্ট মেশিনের সাহায্যে (Universal Testing machine) চাপ প্রয়োগ করা হয়। চাপ প্রয়োগ করার সময় ইটের বিচুর্ণন শক্তি নির্ণয় করা হয়।
বিভিন্ন প্রকার ইটের ক্রাসিং স্ট্রেস্থ এর মান:
১ম শ্রেণির ইট =10.5MN/m²=10.5N/mm²
২য় শ্রেণির ইট =7.5MN/m²-7.5N/mm²
৩য় শ্রেণির ইট =3.5MN/mm² 3.5N/mm²
1042. নিচের কোনটি ভালো ইটের বৈশিষ্ট্য?
ইট কিছুটা over burnt হলে
ইটের ওজন ৬ পাউন্ড হলে
আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে
কোনটিই নয়
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: উত্তম রুপে পোড়ানো সুষম আকার ও সমবর্ণ বিশিষ্ট ইটকে এক নম্বর ইট-(First Class Brick) বলে। এর রং গাঢ় লাল ও তলগুলো তুলনামুলকভাবে মসৃণ হয় এবং কোথাও কোন চিড়, ফাট বা বৃষ্টির দাগ থাকে না। এতে নক দিয়ে আঁচড় কাটা যায় না।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. একটি উত্তম ইট পানিতে ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষণ করে ১/৬.
2.বাংলাদেশে প্রচলিত ইটের ওজন -3.125 Kg.
3. প্রচলিত ইটের আকার 9.5"x4.5"×2.75",
4. ইটে পানি শোষনের পরিমাণ 20%
5. ১ম শ্রেণির ইটের বিচুর্ণন শক্তি হবে 400 to 700 ton/m2.
6. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে- 2.5%
7. সাধারণত ইট কত ঘন্টা ভিজিয়ে রাখা হয়- 24.
8. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ের পরীক্ষা কয়টি-৫
9. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘন্টা- ১০
1043. The Final setting time of Ordinary Porland Cement should not be more than-- [সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের চূড়ান্ত ঘনীভবনের সময় সর্বোচ্চ]--
5 hours
7.5 hours
10 hours
12.5 hours
ব্যাখ্যা: উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Ordinary Portland Cement এর Initial Setting Time minimum কত minutes হয়-30 minutes.
2. Ordinary Portland Cement এর Final Setting Time minimum কত minutes হয়- 10 hours.
1044. দেশীয় ইটের আদর্শ আকার কত ইঞ্চি?
9.5" x 4.5" x 2.75”
9.5" x 4.5" x 3.75"
9.5" x 5.5” x 2.75”
8.5” x 5.5" x 2.75”
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: প্রমাণ সাইজের ইটের মাপ, মসলা বিহীন = 9.5" x4.5” x 2.75"=
24.2 cm x11.4 cm x 7 cm"
মসলাসহ ইটের মাপ = 10"×5"×3"
25.4 cm x 12.7 cm x 7.6 cm
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. PWD অনুসারে হাতে তৈরি ইটের সাইজ কত- 9.5"x4.5"x2.75".
2. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত আশ পানি শোষণ করে 1/6,
3. ইট সাধারণত কত ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখা হয়- ২৪
4. ১ম শ্রেণির ইটের বিচূর্ণন শক্তি হবে 400-700 ton/m^2.
5. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে- ২.৫%।
6. একটি ১ম শ্রেণির ইটের ওজন সাধারণত কত হয়- ৩,১২৫ কেজি।
7. ১ম শ্রেণির ইটের মাপ -240mmx112mmx70mm/ 9.5"x4.5"x2.75".
৪. সাধারণত কত উচ্চতা থেকে ইটকে টি আকারে ছেড়ে দেওয়া হয়- 1.5 m
1045. The main purpose of timber seasoning is –
to make Timber caonter
To make Timber fire resistant
To remove moisture at uniform rate
none of the above
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: কাঠের কোষ ও কোষ প্রাচীরে অবস্থিত পলরস ও জলীয়কণা যে প্রক্রিয়ায় অপসারণ করে তাকে কাঠের সিজনিং বা ঋতু সংকরণ বলে। সিজনিং বিভিন্ন উপায়ে অর্জন করা যেতে পারে, তবে লক্ষ্য হল শুকানোর সময় (সিজনিং ডিগ্রেড) কাঠের ক্ষতি রোধ করার জন্য টুকরোটির মাধ্যমে সমান হারে (uniform rate) জল অপসারণ করা।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. A steel plate db is sandwiched rigidly between two timber joists each Dx B/2 in section. The steel will be (where Young's modulus of steel is m times that of the timber).-BL3+ mb-13)/61]
2. If S and H are strength and hardness index of a timber at 12% moisture content, the composite sleeper index, is- (S+10H)/20
3. in which of the following directions, the strength of timber is maximum? - Farallel to grains
4. The horizontal timber piece provided at the apex of a roof truss which supports the common rafter is called Ridge board
1046. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের একমাত্র কৃত্তিম হ্রদ তৈরী করা
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা।
Civil MCQ
হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
hydrology and water resource engineering mcq
ব্যাখ্যা: কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়।
1047. EIA কী?
environmental impact assessment
engineering impact assessment
economic impact assessment
elongated impact assessment
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: যে কোন উন্নয়নমূলক প্রকল্প, পরিকল্পনা ও প্রোগ্রাম পরিবেশ ও আর্থসামাজিকতার উপর ক্ষতিকর বা উপকারী প্রভাব ফেলে। এই সমস্ত বিষয়গুলো ধারাবাহিক ভাবে চিহ্নিত করাকে পরিবেশগত প্রভাব নিরুপন বা environment Impact assessment (EIA) বলে। UNEP এনভাইরনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) কে সংঙ্গায়িত করে একটি টুল হিসাবে যা সিদ্ধান্ত নেওয়ার আগে একটি প্রকল্পের পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব সনাক্ত করতে ব্যবহৃত হয়।
উত্তর সহ কয়েকটি অনুরূল শুরুত্বপূর্ণ প্রশ্ন
ASTM এর পূর্ণরূপ কী- American Society for testing and materials.
ACI means- American Concrete Institute.
AASHO means- American Association of State Higway Officials.
AREA means- American Railway Engineering Association.
BNBC means- Bangladesh National Building Code.
BCI-British Concrete Institute.
WSD means- Working Stress Design.
USD means- Ultimate Strength Design.
1048. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয় ?
SiO2
MgO
CaO
AIO3
ব্যাখ্যা: Explained:- সিমেন্টের উপাদানগুলো হচ্ছে- CaO, SiO₂, MgO, Al₂O3, SO3,FC₂O₂ উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয় -Alo3. 2. Cement এ চুনের পরিমাণ কত- 63%, 3. Cement এ সিলিকার পরিমাণ কত- 22%. 4. Cement এ জিপসামের পরিমাণ কত-3% 5. Cement এ সেটিং টাইম মন্থর বারে কোনটি- জিপসাম।
1049. What is the minimum temperature for burning of bricks?
300°C-500°C
700°C-1000°C
500°C-700°C
1000°C-1200°C
ব্যাখ্যা: Explained: When bricks are fired in a kiln or clamp a ceramic bond should be formed. Depending on the type of clay, this happens at temperatures between 900°C and 1200°C. উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. A concrete structure is set on fire and the temperature raises to 1000°C. The strength of concrete as compared to original strength reduces to -20% 2. The temperature reinforcement in the vertical slab of a T-shaped R.C. retaining wall is - Frovided more on front face than on inner fac 3. Pick up the correct statement from the following: An increase in water content must be accompanied by an increase in cementntent, Angular and rough aggregates reduce the workability of the concrete The slwny of the rete mix decreases duz to an increase temperature 4. High temperature - Decreased the strength of concreat. 5.The value of the cuefficient of compressibility for Water at ordinary pressure and temperature in kg/cm is equal to -21,000
1050. A good quality of stone absorbs water less than- (একটি ভালো মানের পাথর... এর কম পানি শোষন করবে)
5%
10%
15%
20%
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: ওভেন ড্রাইড, ঠান্ডা নমুনা পাথর কক্ষ তাপমাত্রায় ২৪ ঘন্টা ভিজিয়ে রাখা হয়। একটি ভালো মানের নির্মাণ পাথর একদিন পানিতে নিমজ্জিত করলে তার নিজস্ব ওজনের ৫% এর বেশি পানি শোষন করবে না।
উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Pick up the correct statement in case of water supply.-Pipes laid in trenches and pipes fixed to walls are measured separately. Cutting through walls and floors are included with the item. Pipes are classified according to their sizes and quality
2. Pick up the correct statement from the following: The quality of water governs the strength of concrete, 10% cxcess of water reduces the strength of concrete by 15%, 30% cxcess of water reduces the Strength of encritte by 30%
3. The strength and quality of concrete, depend upon:- Grading of aggregaten, Surface area of Agregates, Shape of aggregates
4. Quality of water is said to be good if it is-Fret from suspended matter. Colourless, Frez from pathogente ergmiom
5. The factor to be considered for the source of city water supply, is Quantity and quality of the available water, Elevation of the source of water, General terrain intervening the area
1051. When first class brick is sunk 24 hours in water how much water will absorbed of its weight?
1/3
1/6
1/4
1/7
ব্যাখ্যা: Explained: A first class brick shall not absorb more than th 1/6 of its dry weight when inunersed in water for 24 hours. The water absorption capacity for the first class bricks should be under 20%. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. To obtain good bonding in brick masonry - First class bricks are used, Vertical joints in alternate urses are kept in plumb line. Eats are used where necessary 2. The type of pointing in which upper side of mortar joints is kept about 12 mm inside the face of the masonry and bottom is kept flushed with face of wall, is-Struck pointing 3. The wedge shaped bricks forming an arch ring. are called- Voussoirs 4. The maximum total settlement for isolated foundations on clayey soils should be limited to - 65 mm 5. The foundation which consists of a thick reinforced cement slab covering whole area to support heavy concentrated structural loads, is known as -Raft footing
1052. In brick field, pugmill is used for- (ইটের ক্ষেত্রে, পর্ণমিল। ব্যবহৃত হয়-)
preparation of clay
drying of bricks
burning of bricks
moulding of bricks
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: পারমিল একটি গোলাকার লোহার পাত্র বিশেষ। এর আকৃতি তলাবিহিন বালতির ন্যায়। বর্তমানে বিভিন্ন আকৃতির পাগমিল পাওয়া যায়। ইটের মাটিতে প্লাস্টিসিটি প্রদানের লক্ষে যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে টেম্পারিং বলে যা পরবর্তী প্রক্রিয়ার জন্য মাটিতে উপযুক্ত করে। এটি সাধারণত পাণ মিলে করা হয়। এই হিসাবে সঠিক উত্তর হতে পারে Temperign brick earth। কিন্তু প্রদত্ব অপশনে এটা অনুপস্থিত।
1053. কাঠের সিজনিং কেন করা হয়?
সৌন্দর্যের জন্য
স্থায়ীত্ব বৃদ্ধি করার জন্য
ফাটল রোধের জন্য
শক্ত করার জন্য
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: কাঠের সিজনিং করার কারণ :
increase durability (স্থায়ীত্বতা বৃদ্ধি)
Increase Stiffness(অনমনীয়তা বৃদ্ধি)
Increase in weight (ওজন হ্রাস)
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. কাঠের সিজনিং করার কারণ -Decreasing Moisture.
কাঠের Seasoning এর উদ্দেশ্য কী জলীয় বাষ্প হ্রাস করা, ছত্রাকের আক্রমণ প্রতিহত করা, কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা।
3. ভেজা কাঠে সাধারণত শতকরা কত অংশ পানি থাকে -40% to 60%.
৫. কাঠের সিজনিং করে সাধারণত শতকরা কত অংশ পানি রাখা হয়- ৮% থেকে ১৪%।
৬. টিম্বারের আর্দ্রতা 5% হলে এর শক্তি কতগুণ বৃদ্ধি পায় - ৩ গুণ।
1054. Surface tension-এর একক কোনটি?
N
N/m
N/m²
N/m²
ব্যাখ্যা: Explained:- বলের একক N। চাপের একক N/m² আপেক্ষিক ঘনত্বের একক N/m3 উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Surface Tension এর একক কোনটি- N/m. 2. কোন ধর্মের কারণে পানির ফোটা গোলাকৃতির হয় পৃষ্ঠটান। 3. যে তাপমাত্রায় কোনো একটি তরলের পৃষ্ঠটান শূন্য হয়, তাকে বলে সংকট তাপমাত্রা। 4. কোন তরলের পৃষ্ঠশক্তি সংখ্যাগতভাবে কোনটির সমান- পৃষ্ঠটান। 5. পৃষ্ঠটানের একক কোনটি-N/m.
1055. কোনটি দিয়ে প্রবাহ (discharge) পরিমাপ করা হয়?
current meter
anemometer
pitot tube
Venturi meter
ব্যাখ্যা: Explained: current meter দ্বারা স্রোতের বেগ নির্ণয় করা হয়। pilot tube দ্বারা কোনো পাইপের নির্দিষ্ট সেকশনের বেগ পরিমাপ করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোনটি দিয়ে প্রবাহ (discharge) পরিমাপ করা হয়- Venturi meter. 2. Vacuum pressure কী বলে-- suction pressure. 3. একটি নন্ধুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় -বেগ 4. Piezometer tube দিয়ে পানির কী পরিমাপ করা হয়- Head of liquid.
1056. Which is final setting time of ordinary Portland cement? সাধারণ পোর্টল্যান্ড সিমেনেটর চূড়ান্ত ঘনীভবন সময় কত?
Note more than 10 hrs
Not more than 6 hrs
Not more than 8 hrs
Not more than 5 hrs
ব্যাখ্যা: উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Ordinary Portland Cement এর Final Setting Time minimum কত minutes হয়- 10 hours.
2. The main ingredients of Portland cement are- Lime & Silica.
7. Portland cement এ Cao এর পরিমাণ- 6.3%
4.Portland cement এ SIO2 এর পরিমাণ- 22%.
5. Portland cement Al2O3= 7%, Fe2O3=3%, MgO-2%, SO2=2%, Alkalies =1%.
1057. স্টিল বিমের সেকশন নিচের ফোন আকৃতির হতে পারে?
F
H
M
O
ব্যাখ্যা: Explained:সাধারণত H.L.L. হয়ে থাকে। 1. স্টিল বিষের সেকশন নিচের কোন আকৃতির হতে পারে- H 2. নিচের কোনটি আরসিসি বিমের উপাদান- সবগুলো। 3. RCC - Reinforced Cement Concrete. 4. RCC এর কোন উপাদানটি coarse aggregate - Stone. 5. RCC এর কোনটি helping materials- water. 6. RCC এর কোনটি binding materials -cement.
1058. সিমেন্ট গুদামজাত করলে স্কুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
১৫ ব্যাগ
২০ ব্যাগ
কোনটি নয়
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: নোট:- গুদামজাত করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সিমেন্টের ব্যাগ সরাসরি মাটির উপর না রেখে শুষ্ক জায়গায় (সাধারণত মাটি থেকে ৬ ইঞ্চি উপরে) রাখতে হবে যাতে খুব সহজে পানির সংস্পর্শে না আসতে পারে এবং পাশের ব্যাগের সাথে একেবারে লাগিয়ে পরের ব্যাগগুলো রাখতে হবে যেন দুই ব্যাগের মাঝের পথ দিয়ে কোনভাবে বায়ু চলাচল না করতে পারে।
1059. নিচের কোন আকৃতির Soil particle কে Fine Aggregate বলে?
4.75 mm
below 4.76 mm
6.75 mm
above 6.75 mm
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
engineering materials mcq
ব্যাখ্যা: Explained: এমিগেটের আকার ASTM অনুযায়ী মূলত ব্রিটিশ স্টান্ডার্ড চালুনি দ্বারা পরিমাপ করা হয়। এই সকল চালুনি দ্বারা এগ্রিগেটের এফ এম নির্ণয় করা হয়।75 mm-4.75 mm পর্যন্ত coarse Aggregate এবং 4.75mm -0.15 mm পর্যন্ত Fine Aggregate হিসাবে বিবেচনা করে এর এফ এম নির্ণয় করা হয়। অর্থাৎ ফাইন এগ্রিগেটের সর্বোচ্চ আকার 4.75 mm.
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1.CBR test এ Soil particle এর maximum size -20 mm.
2.Pycnometer System এ Soil Particle এর size maximum -2 mm.
3. Soil particle এর effective size এর notation কী- D10.
1060. which on is the FM of sylet sand (নিচের কোনটি সিলেট বালি FM) ?
2.01
2.87
2.5
2.65
ব্যাখ্যা: Explained: House building and research institute (HBRI) -অনুসারে সিলেট বালির সূক্ষতা গুণাংকের মান ২.৩ হতে ২.৯ হয়ে থাকে তবে, সাধারণত সিলেট বালির সূক্ষতা গুণাংকের মান ২.৫ ধরা হয়।