EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1082. কাচ তৈরীর প্রধান উপাদান কোনাটা?
সোডা
লাইম
বালি
সব
1083. ক্লে সিমেন্ট কোন ধরনের নির্মাণ কাজে ব্যবহৃত হয়?
সমুদ্র এলাকার স্থাপনা
বাধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এলিভেশন
ব্যাখ্যা: Explained: বিভিন্ন প্রকার সিমেন্টের ব্যবহার। কালাব সিমেন্ট: মোজাইক বা সৌন্দর্য্য বৃদ্ধির কাজে। অ্যালুমিনাস সিমেন্ট: ২৪ ঘণ্টায় ৭৫% শক্তি অর্জনের জন্য। ক্লে সিমেন্ট: সামুদ্রিক নির্মাণ কাজে। এয়ার এনট্রেইনিং সিমেন্ট: বরফ আচ্ছাদিত স্থানে। পাজোলান সিমেন্ট: অগ্নী নির্বাপক কাজে।
1084. The flow in a pipe is neither laminar nor turbulent when Reynold number is-
Less than 2000
Between 2000 and 2800
More than 2800
None of these
1085. The Newton's law of resistance is based on the assumption that the--
Planes of the body are completely smooth
Space around the body is completely filled with the fluid
Fluid particles do not exert any influence on one another
All of the above
1086. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘন্টা?
১২
১০
১৪
ব্যাখ্যা: Explained:- সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে প্রাথমিক সেটিং টাইম ৩০ মিনিটের কম হয় এবং ফাইনাল সেটিং টাইম ১২ ঘন্টার বেশি নয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ণ প্রশ্ন 1. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ের পরীক্ষা কয়টি ৫। 2. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘণ্টা ১০০
1087. কাঠে কার্বনের পরিমান কত?
৩৯%
৫৯%
৪৯%
৬৯%
ব্যাখ্যা: Explained: শুকনো আর্দ্রতামুক্ত কাঠে প্রায় ৪৮-৫০ % কার্বন, ৩৮- ৪২% অক্সিজেন, ৬-৭% হাইড্রোজেন ও অল্পে পরিমাণে অন্যান্য উপাদান থাকে।
1088. The force exerted by a moving fluid on an immersed body is directly proportional to the rate of change of momentum due to the presence of the body. This statement is called---
Newton's law of motion
Newton's law of
Possess surface tension
all the above properties
1089. ইটের স্থায়ীত্বতা বৃদ্ধির জন্য কোন উপাদান ব্যবহার করা হয়-
সোডা
বালি
লাইম
সব
ব্যাখ্যা: Explained: ইটের মাটি (Brick Clay): ইট তৈরী বা মৃৎশিল্পে ব্যবহার উপযোগী মাটি। সাধারণত লৌহ, ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান ধারণকারী অশোধিত মাটিকে ইটের মাটি বলা হয়া। ইটের মাটির প্রধান প্রধান রাসায়রিক উপাদানসমূহ হচ্ছে। সিলিকা, অ্যালুমিনা, লৌহ অক্সাইড, ম্যাগনেশিয়া, চুন ও ক্ষার। এসব উপাদানের সামান্যতম হেরফের উৎপাদিত সামগ্রীর গুণাগুণের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইটের মাটিতে অল্প পরিমাণে সূক্ষ গুড়ো চুন থাকতে হবে। এটি সিলিকাকে (প্রয়োজনীয় অংশের) ১৬৫০° সেন্টিগ্রেড ফার্নেস তাপমাত্রায় গলতে সক্ষম করে এবং টেকসই ইট তৈরি হয়।
1090. নিচের কোনটি আরসিসি বিমের উপাদান নয়?
সিমেন্ট
খোয়া
বালি
সবগুলো
ব্যাখ্যা: Explained:- আরসিসি বিমের উপাদাগুলো হচ্ছে- সিমেন্ট, বালি, খোয়া, জিআই তার, পাথর ইত্যাদি।
1091. নিচের কোনটি Toxic ক্ষমতা সম্পন্ন?
পিচ
অ্যাক্ষান্ট
বিটুমিন
সবগুলো
ব্যাখ্যা: Explained: উপরের সবগুলো উপাদান Toxic ক্ষমতা সম্পন্ন।
1092. The point in the immersed body through which the resultant pressure of the liquid may be taken to act is known as--
Meta center
Center of pressure
Center of buoyancy
Center of gravity
1093. নিচের কোনটি পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
টার
অ্যাঙ্কান্ট
বিটুমিন
ইমালশন
ব্যাখ্যা: Explained, টার হল কাঠের একটি উপজাত, আলকাতরা বা টার এবং বিটুমিন উভয়ই দেখতে একই রকম এবং পেভমেন্টের জন্য ব্যবহৃত হয়। আবার, অপরিশোধিত টারকে পানিশুন্য করে আংশিক পাতন করলে পিচ পাওয়া যায়। এতে মুক্ত কার্বন থাকে এবং এটা বাধনী গুণ সম্পন্ন।
1094. নিচের কোনটি ক্ষমতা সম্পূর্ণ নয়ান দেয় ?
পিচ
অ্যাসফান্ট
বিটুমিন
টক্সিক
ব্যাখ্যা: Explained: পিচ, অ্যাসফাল্ট, বিটুমিন বাইন্ডিং গুন সম্পূর্ণ হলেও টক্সিক বা বিষের কোন বাইন্ডিং গুন নেই।
1096. প্রথম শ্রেণীর ইটে সিলিকার শতকরা পরিমাণ কতো?
৪৫%
৫০%
৬০%
৬৫%
ব্যাখ্যা: নোট: ইটে সিলিকার শতকরা পরিমাণ ৫৫%।
1097. For manometer, a better liquid combination is one having---
Higher surface tension
Lower surface tension
Surface tension is no criterion
High density and viscosity
1098. Fluid is a substance that---
Always expands until it fills any container
Has the same shear stress at a point regardless of its motion
Cannot remain at rest under action of any shear force
Cannot be subjected to shear forces
1099. ক্লে সিমেন্ট ব্যবহার করা হয়-
সামুদ্রিক নির্মাণ কাজে
কালভার্ট নির্মাণে
বাধ নির্মাণে
সেতু নির্মাণে
ব্যাখ্যা: Explained: ক্লে সিমেন্ট সাধারণত সামুদ্রিক নির্মান কাজে ব্যবহার করা হয়।
1100. কাঁচ তৈরির প্রধান উপাদান কোনটি?
সোডা
বালি
ম্যাগনেসিয়াম
সব গুলোই
ব্যাখ্যা: Explained ; কাঁচের প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকন (sio₂)। কাঁচতৈরিতে যে মূল তিনটি উপাদান প্রয়োজন হয় সেগুলো হল কোয়ার্টিজ (সিলিকা )সোডা এবং চুন। যখন এগুলোই মিশ্রণকে ১২০০ডিগ্রি সেন্টিগ্রেডে উরপ্ত করা হয়, তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষনাৎ যদি ঠান্ডা করা যায় তাহলে কাঁচের জন্য হয়।