Image
MCQ
2442. R ব্যাসার্ধবিশিষ্ট একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভিতর বৈদ্যুতিক ক্ষেত্রের মান হবে-
অসীম
R এর সমানুপাতিক
শূন্য
R^2 এর সমানুপাতিক
2445. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উন্নত মুদ্রণযন্ত্র
অনুবাদক প্রোগ্রাম
কোনোটিই নয়
2446. 'শক' শব্দের অর্থ কোনটি?
বিদ্যুতের আকস্মিক আঘাত
শোক-দুঃখের আকস্মিক আঘাত
উভয়টি
কোনোটিই নয়
2449. নিচের কোন ইনসুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পিভিসি
পেপার
পোর্সেলিন
2450. কোনো পরিবাহীর প্রবাহমাত্রা তিনগুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে?
৪ গুণ
৯ গুণ
৬ গুণ
২ গুণ
2451. Supercomputer, mainframe-এর চেয়ে-
কম শক্তিশালী
বেশি শক্তিশালী
সমান শক্তিসম্পন্ন
কোনোটিই সত্য নয়
2453. আদর্শমানের বিদ্যুৎ নিরোধী কয়েল প্রস্তুত করতে কোনটি ব্যবহৃত হয়?
কপার
প্লাটিনাম
নাইক্রোম
ম্যাঙ্গানিন
2454. একটা তারের রোধক 3 ohm এবং প্রবাহ 5A; সেটির প্রবাহ 2 গুণ বৃদ্ধি পেলে তারের লস কতগুণ বৃদ্ধি পাবে?
1 গুণ
4 গুণ
3 গুণ
None
2455. কন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা বাড়ানো যায় কীভাবে?
তাপমাত্রা কমিয়ে
তাপমাত্রা বাড়িয়ে
অনুকম্পন কমিয়ে
অনুকম্পন বাড়িয়ে
2456. 50 ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বাল্ব ১০ ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?
500
5
50
0.5
2457. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট-আওয়ারে
ওয়াটে
ভোল্টে
কিলোওয়াট-আওয়ারে
2458. 100 watt-এর 5টি বাতি প্রতিদিন 6 ঘণ্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 2.50 টাকা হলে মাসের বিদ্যুৎ বিল কত?
210 টাকা
225 টাকা
230 টাকা
240 টাকা
2460. পুনঃপুন যোগের মাধ্যমে গুণের উপায় উদ্ভাবন করেন-
লাইবনিৎস
প্যাস্কেল
শিকার্ড
এডা