MCQ
2461. Primary memory-এর Speed auxiliary memory- এর চেয়ে-
কম
বেশি
সমান
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Primary memory-তে ডাটা ধারণক্ষমতা স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের হতে পারে, যেমন- RAM, ROM, Auxiliary memory মেমরিতে ডাটা স্থায়ীভাবে ধারণ করে, যেমন- CD, Hard disk, Pen drive etc. Primary memory-এর Speed auxiliary memory-এর চেয়ে বেশি।
2462. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
কোনোটিই সত্য নয়
2463. RAM কথাটি হলো-
Red Access Memory
Random Access Memory
Random Access Multiplexer
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: RAM হলো মেইন মেমরির অংশবিশেষ। RAM- এর অর্থ হলো Random Access Memory। এটি একটি অস্থায়ী মেমরি। ইনপুট ডিভাইস হতে আগত সমস্ত তথ্য বা ডাটা সর্বপ্রথম RAM-এ জমা হয়। RAM-এ যে-কোনো ধরনের তথ্য বা ডাটা সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করা যায়।
2464. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
প্রিন্টার
মাউস
মডেম
প্লটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: মডেম শব্দটি Modulator-এর 'Mo' এবং Demodulator-এর 'dem' থেকে এসেছে। এককথায় যে যন্ত্র বা ডিভাইস অন্য কোনো সিস্টেম বা কম্পিউটারকে Internet-এর সাথে যুক্ত করে তাকে মডেম বলে।
2465. লগারিদমের প্রবর্তন করেন-
নিউটন
প্রসপার একার্ট
জন মাউসলি
জন নেপিয়ার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ১৬১৪ সালে e-কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। অমূলদ সংখ্যা। e একটি = 2.71828
2466. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
আইবিএম-৩৬০ সিরিজ
আইবিএম-১৬২০ সিরিজ
আইবিএম-১৬০০ সিরিজ
আইবিএম-৪৩০০ সিরিজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকাতে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্ত ান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines-IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার।
2467. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ট্রানজিস্টর
আইসি
মাইক্রোপ্রসেসর
বায়ুশূন্য ভাল্ভ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: একটি ভ্যাকুয়াম টিউব, যা ইলেকট্রন টিউব নামে পরিচিত, যা প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক। এটি দশমিক পদ্ধতিতে কাজ করে।
2468. কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
MAN
LAN
CAN
WAN
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: কম্পিউটার নেটওয়ার্ক ৪ প্রকার, যথা-
(i) LAN, (ii) PAN, (iii) MAN, (iv) WAN.
2469. পঞ্চম প্রজন্ম কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
বৃহৎ সহায়ক স্মৃতি
কৃত্রিম বুদ্ধিমত্তা
প্যারালাল প্রসেসিং
বহনযোগ্যতা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তিকরে ৫ম প্রজন্মের কম্পিউটার তৈরি করা হয়েছে, যাতে Parallel processing and superconductor ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তবে পরিণত করতে সহায়তা করে।
2470. বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা কোন কপারের সর্বোচ্চ?
Induction hardened
Hard drawn
Pure annealed
With silicon traces
2471. ওহমের সূত্র প্রয়োগ করা যায় না-
ডিসি সার্কিটে
উচ্চ কারেন্টে
ক্ষুদ্র রেজিস্টরে
সেমিকন্ডাক্টরে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওহমের সূত্রের সীমাবদ্ধতাঃ
(1) তাপমাত্রা পরিবর্তনে ওহমের সূত্র প্রযোজ্য নয়।
(ii) AC-তে ব্যবহৃত হয় না।
(iii) জটিল নেটওয়ার্কে ব্যবহৃত হয় না (ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল)
(iv) পরিবাহীর রোধের পরিবর্তনে এই সূত্র প্রযোজ্য নয়
(v) ইলেকট্রনিক্স ডিভাইস সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম), ডায়োডে ব্যবহৃত হয় না।
2472. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
মাউস
স্ক্যানার
বাস
ইনফরমেশন সুপার হাইওয়ে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: বাস প্রধানত দুই প্রকার, যথা-
(i) System bus, (ii) Expansion bus.
Address bus
Data bus
Control bus
2473. বৈদ্যুতিক কারেন্ট, সমান-
Q1 Amp.
VQ Amp.
Q/t Amp.
V/t Amp.
2474. নিম্নের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী-
তামা
নাইক্রোম
অ্যালুমিনিয়াম
ম্যাঙ্গানিজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিদ্যুৎ কুপরিবাহী বা অর্ধপরিবাহী যার মধ্যদিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। যেমন- ম্যাঙ্গানিজ বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু তাপ পরিবাহী।বিদ্যুৎ পরিবাহীঃ তামা, অ্যালুমিনিয়াম, নাইক্রোম।
2475. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
মাদারবোর্ড
লজিক ইউনিট
মনিটর
কন্ট্রোল ইউনিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: মাদারবোর্ডকে কম্পিউটারের মূল সার্কিট বোর্ড বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়।
2476. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
ইউনিভ্যাক
এনিয়াক
পিডিপি
এডস্যাক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Universal Aromatic Computer (UNIVAC)-ই হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত কম্পিউটার। আমেরিকার জেনারেল ইলেক্ট্রনিক্স কর্পোরেশন ১৯৫১ সালে UNIVAC-1 নামে বাণিজ্যিকভাবে কম্পিউটার বাজারজাত করে। পরবর্তীতে IBM কোম্পানি ১৯৫৩ সালে উক্ত কম্পিউটার IBM-650 মডেল হিসেবে বাজারজাত করে।
2477. কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ফ্লপি ডিস্ক
মেমরি
সিপিইউ
মনিটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: CPU-এর পূর্ণরূপ Central Processing Unit, যার মাধ্যমে গাণিতিক এবং যুক্তি কার্য সম্পন্ন করা হয়।
2478. Computer-এর প্রধান Memory, Microprocessor- এর ভেতরে থাকে, কথাটি-
সত্য
মিথ্যা
দুটোই হতে পারে
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: প্রধান মেমরি সাধারণত RAM এবং ROM দিয়ে তৈরি, যা কম্পিউটারের CPU-এর ভিতরে মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।
2479. যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে এর কারেন্ট বহন ক্ষমতা-
চতুর্গুণ বৃদ্ধি পায়
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেকে হ্রাস পায়
এক-চতুর্থাংশে হ্রাস পায়
2480. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: কোনোটিই সত্য নয়