MCQ
2501. একটি ১০০ nF Capacitor-এর সাথে ১০ nF-এর একটি Capacitor parallel সংযোগ করলে Equivalent capacitance হবে-
৯.০৯ nF
১০০ nF
১১০ nF
কোনোটিই নয়
2502. একটি Ideal Voltage Source-এ নিচের কোনটি থাকে?
Large value of emf
Small value of emf
Zero source resistance
Infinite source rsistance
2503. ১ বাইটে বিটের সংখ্যা কত?
৮
১৬
১
৩২
2504. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
2505. ক্লাস 'ডি' অ্যামপ্লিফায়ারের কর্মদক্ষতা-
25%
50%
90%
60%
2506. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
2507. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
2508. ২২০০, ১০০W একটি বাতির রোধ কত হবে?
৪.৮৪Ω
৪৮.৪Ω
৪৮৪Ω
৪৮৪০Ω
2509. OSI মডেলে স্তর কয়টি?
৪টি
৫টি
৬টি
৭টি
2510. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
2511. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
2512. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
2513. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
2514. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC
2515. DC কারেন্টের Frequency-
ইনফিনিটি
50Hz
শূন্য
কোনোটিই নয়
2516. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
2517. IC উদ্ভাবন করেন-
জে এস কিলবি
রবার্ট হুক
আবাকাস
জন ওয়াটসন
2518. Magnetomotive Force (MMF)-এর একক কোনটি?
Tesla
Weber
Ampere-turn
Electron-volt
2519. স্ট্যাবিলিটি ফ্যাক্টরের আদর্শ মান--
200
1
100
500
2520. কম্পিউটার ভাইরাস হলো-
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনোও যন্ত্রাংশ সার্কিট ঢিলা হওয়া