MCQ
341. ভূপৃষ্ঠে Transmitter ও receiver station নিয়োগ কোন frequency band- satellite-এর সায়ে communicate করে?
HF band
Microwave frequency band
VHF band
UHF band
342. একটি সিনক্রোনাস মোটর একটি-
পরিবর্তনশীল পাওয়ার ফ্যাক্টর মোটর
পরিবর্তনশীল স্পিড মোটর
সিংগেল ফেজ মোটর
কোনোটিই নয়
343. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ভর করে-
হান্টিং রোধ করা
উইন্ডেজ লস কমানো
সিনক্রোনিজম অর্জন করা
সার্বিক লস কমানো
344. একটি আন্ডার এক্সাইটেড অল্টারনেটর উত্তরমালা সরবরাহ করে-
ল্যাগিং VAR
লিডিং VAR
নো-অ্যাক্টিভ পাওয়ার
নো-রিয়্যাক্টিভ পাওয়ার
345. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ভর করে-
শুধুমাত্র লোড কারেন্টের উপর
শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টরের উপর
লোড কারেন্ট ও পাওয়ার ফ্যাক্টর উভয়ের উপর
শুধুমাত্র টার্মিনাল ভোল্টেজের উপর
346. একটি Satellite TV মানে হচ্ছে একটি TV receiver, যা-
Close circuit TV system-এ ব্যবহৃত হয়
TV broadcast station থেকে প্রেরিত signal গ্রহণ করে
একটি ডিশ অ্যান্টেনাবিশিষ্ট এবং একটা satellite থেকে সরাসরি signal গ্রহণ করতে পারে
উপরের কোনোটিই নয়
347. TV system- Video signal-এর frequency প্রায়-
4GHz
4MHz
40GHz
4KHz
348. যখন কিছুসংখ্যক অল্টারনেটর প্যারালেলে চলে, তখন প্রতিটির পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা হয়-
লোডের পাওয়ার ফ্যাক্টর দ্বারা
প্রাইম মুভারের ড্রাইভিং টর্ক দ্বারা
ফেজ সিকুয়েন্স দ্বারা
এর ফিল্ড এক্সটাইশেন দ্বারা
349. একটি 50Hz সিনক্রোনাস মোটর 200 rpm-এ চলে। রোটরে স্যালিয়েন্ট-পোলের সংখ্যা-
৪টি
16টি
30টি
36টি
350. একটি সিনক্রোনাস ক্যাপাসিটর হলো একটি ওভার এক্সাইটেড মোটর, যখন চলে-
নো-লোডে
ফুল লোডে
হাফ লোডে
এক-চতুর্থাংশ লোডে
351. TV video signal তৈরি করতে হলে একটি Picture frame-এর প্রতিটি horizontal line-কে যে সময়ে scan করতে হয়, তা হলো-
১৫৬২৫ মাইক্রোসেকেন্ড
১/২৫ মাইক্রোসেকেন্ড
৬৪ মাইক্রোসেকেন্ড
৬২৫ সেকেন্ড
352. একটি Closed circuit TV system-এ-
কোনো অ্যান্টেনার প্রয়োজন হয় না
কোনো receiving অ্যান্টেনার প্রয়োজন হয় না
কোনো transmitting অ্যান্টেনার প্রয়োজন হয় না
উপরের কোনোটিই নয়
353. TV বা radio system-4 audio signal নিম্নোক্ত frequency range-এ হয়-
20Hz থেকে 20kHz
20kHz থেকে 2GHz
20kHz থেকে 2MHz
20MHz থেকে 200MHz
354. প্যারালেলে সংযুক্ত অল্টারনেটরসমূহের বাস-বারের ভোল্টেজ যুগপৎভাবে বৃদ্ধি করা যায় যদি সকল অল্টারনেটরের-
ফিল্ড এক্সাইটেশন হ্রাস করা যায়
ফিল্ড এক্সাইটেশন বৃদ্ধি করা যায়
প্রাইম মুভারের ইনপুট বৃদ্ধি করা যায়
প্রাইম মুভারের ইনপুট হ্রাস করা যায়
355. TV broadcast system-এ video এবং audio signal radiate করা হয়-
একটি Modulation technique ব্যবহার করে
দুটি ভিন্ন ভিন্ন অ্যান্টেনা ব্যবহার করে
একই Carrier frequency ব্যবহার করে
একই অ্যান্টেনা ব্যবহার করে
356. 120f 120x50 P=N= 200 = যদি একটি সিনক্রোনাস মোটরের সাপ্লাই ফ্রিকুয়েন্সি 60c/s হয়, তবে রোটর অবশ্যই ঘুরবে-
25 c/s-এ
50 c/s-এ
60 c/s-এ
100 c/s-এ
357. হান্টের প্রবণতা দেখায় না সেই সকল অল্টারনেটরের, যারা চলে-
ডিজেল ইঞ্জিনের সাহায্যে
ওয়াটার টারবাইনের সাহায্যে
গ্যাস টারবাইনের সাহায্যে
স্টিম টারবাইনের সাহায্যে
358. প্যারালেল অপারেশনে থাকা অল্টারনেটর- সমূহের একটির এক্সাইটেশন যদি কমানো হয়, তবে এর-
পাওয়ার ফ্যাক্টর অধিক লিডিং হবে
পাওয়ার ফ্যাক্টর অধিক ল্যাগিং হবে
আউটপুট kW-এ পরিবর্তন হবে
আউটপুট LW অপরিবর্তিত থাকবে
359. সিনক্রোনাস মোটরের রোটর হলো-
স্যালিয়েন্ট পোল টাইপ।
নন-স্যালিয়েন্ট পোল টাইপ
ডি.সি. মোটরের আর্মেচারের অনুরূপ
স্কুইরেল কেজ টাইপ
360. একটি ডেল্টা কানেক্টেড অল্টারনেটরের দুটি টার্মিনালের ডি.সি. আর্মেচার রেজিস্ট্যান্স 12 হলে প্রতি ফেজ ডি.সি. রেজিস্ট্যান্স হবে- .
0.33 Ω
1 Ω
1.5 Ω
3 Ω