MCQ
641. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এবং সিগন্যালের ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক হয় তার নাম কী?
Proportional Control
Integral Control
Derivative Control
All of them
642. পিএলসি-তে কিছুসংখ্যক সাধারণভাবে (8, 16 বা 32) ইন্টারনাল রিলের একটি গ্রুপকে একত্রে কী বলে?
রেজিস্টার
কাউন্টার
টাইমার
কম্পারেটর
643. Which one is used to close a running document?
alt + W
ctrl+S
ctrl + A
none
644. PID কন্ট্রোলার নিচের কোথায় ব্যবহৃত হয়?
ইন্ডাস্ট্রিয়াল ওভেন
প্লাস্টিক ইনজেকশন মেশিনারি
প্যাকিং ইন্ডাস্ট্রি
উপরের সবগুলো
645. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এবং সিগন্যালের ডেরিভেটিভ-এর সাথে সমানুপাতিক হয়, তার নাম কী?
Integral Control
Derivative Control
Proportional Control
None of them
646. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রোপরশনাল ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ কন্ট্রোলারের আউটপুট যোগ করে পাওয়া যায়, তার নাম কী?
ডেরিভেটিভ কন্ট্রোলার
PID কন্ট্রোলার
ইন্টিগ্রাল কন্ট্রোলার
কোনোটিই নয়
647. টোকেন পাসিং পদ্ধতিটি নিচের কোন টপোলজিতে ব্যবহার করা হয়?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
কোনোটিই নয়
648. যে কাউন্টার শূন্যমান থেকে গণনা আরম্ভ করে পূর্ব- নির্ধারিত মান পর্যন্ত গণনা করে, তার নাম কী?
আপ-কাউন্টার
ডাউন কাউন্টার
আপ-ডাউন কাউন্টার
কোনোটিই নয়
649. পিএলসি-তে কত প্রকার কাউন্টার ব্যবহৃত হয়?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
650. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রসেস ভেরিয়েবলের প্রকৃত মান এবং সেট মানের মধ্যে এররের সমানুপাতিক হয়, তার নাম কী?
Proportional Control
Integral Control
Derivative Control
None of them
651. পিএলসি-তে শিফট রেজিস্টারের উপাদান কয়টি?
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
652. যে কাউন্টার পূর্বনির্ধারিত মান থেকে গণনা আরম্ভ করে শূন্যমান পর্যন্ত আসে, তার নাম কী?
আপ-কাউন্টার
ডাউন-কাউন্টার
আপ-ডাউন কাউন্টার
কোনোটিই নয়
653. পিএলসি-তে একাধিক সংখ্যক সাধারণভাবে 8. 16 বা 32 ইন্টারনাল রিলের একটি গ্রুপ, যা সংরক্ষিত বিটগুলোকে এক রিলে থেকে অন্য রিলেতে স্থানান্তর করে, তার নাম কী?
শিফট রেজিস্টার
কাউন্টার
টাইমার
কম্পারেটর
654. IEC-এর পূর্ণনাম নিচের কোনটি?
International Electric Commission
International Electrotechnical Commission
Internal Electrotechnical Co-operation
None of them
655. In a memory-mapped I/O system, which one is not present?
LDA
IN
ADD
OUT
656. দূরবর্তী পিএলসি ও ফিল্ড ডিভাইস হতে ডাটা গ্রহণ এবং দূরবর্তী পিএলসি-তে ডাটা প্রেরণ করার জন্য কোন নেটওয়ার্ক ইন্টারফেস সার্কিট ব্যবহার করা হয়?
কমিউনিকেশন নেটওয়ার্ক
নেটওয়ার্ক টপোলজি
কমিউনিকেশন মডিউল
কোনোটিই নয়
657. নেটওয়ার্ক টপোলজি কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
কোনোটিই নয়
658. নিচের কোনটি অনেক ব্যবহারকারীর মধ্যে আন্তঃসংযোগ | (Interconnection) স্থাপন করে?
নেটওয়ার্ক টপোলজি
কমিউনিকেশন মডিউল
(ক) এবং(খ) উভয়েই
কোনোটিই নয়
659. যে টাইমার একটি নির্দিষ্ট সময় পর টার্ন-অফ হয় অর্থাৎ টার্ন-অফ হওয়ার পূর্বে একটি নির্ধারিত সময় পর্যন্ত টার্ন- অন থাকে, তার নাম কী?
অন-ডিলে টাইমার
অফ-ডিলে টাইমার
ক্যাসকেড টাইমার
কোনোটিই নয়
660. Which one can be used for read?
RAM
ROM
Both (a) & (b)
none