EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
661. কতকগুলো চিত্র সংকেতের মাধ্যমে গঠিত একটি সুনির্দিষ্ট কাঠামো, যা একটি নির্দিষ্ট ইনফরমেশন বহন করে, তার নাম কী?
টেক্সচারাল ল্যাংগুয়েজ
গ্রাফিক্যাল ল্যাংগুয়েজ
ল্যাডার ডায়াগ্রাম ল্যাংগুয়েজ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ল্যাডার ডায়াগ্রাম দুটি উল্লম্ব (vertical) লাইনের সমন্বয়ে গঠিত ল্যাডার ডায়াগ্রাম আঁকতে যে দুটি লাইন ব্যবহার করা হয় তাকে Power rail বলে।
662. BIOS দিয়ে কী বুঝানো হয়?
Basic Input/Output System
Basic Interrupt/Output System
Basic Interrupt/Outcome System
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: BIOS মানে Basic input output system। এর মধ্যে কিছু bformation save করা থাকে। এই information-গুলোর মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে, কম্পিউটারের সঙ্গে যুক্ত Component/peripherul-গুলোর Instruction flow-গুলোকে কীভাবে Control করতে হবে।
663. পিএলসি-এর অভ্যন্তরে কিছু উপাদান থাকে, যেগুলো ডাটা ধরে রাখতে পারে এবং রিলের মতো কাজ করে, তার নাম কী?
Master Control Relay
Internal Relay
Battery-backed Relay
None of them
664. নিচের কোন প্রোগ্রামটি মেইন প্রোগ্রাম থেকে আলাদা এবং একটি নির্দিষ্ট কার্যক্রমকে সম্পন্ন করে?
Comparator instruction
Subroutine instruction
Call instruction
Jump instruction
ব্যাখ্যা: Subroutine instruction হলো কোনো মেইন প্রোগ্রাম থেকে আলাদা এবং যা একটি নির্দিষ্ট কার্যক্রমকে সম্পন্ন করে।
665. সাবরুটিন শেষে মেইন প্রোগ্রাম-এ ফিরে আসার জন্য নিচের কোন ইনস্ট্রাকশনটি ব্যবহৃত হয়?
Jump instruction
Call instruction
RET instruction
None of them
ব্যাখ্যা: Subroutine শেষে মেইন প্রোগ্রাম-এ ফিরে আসার জন্য RET instruction ব্যবহৃত হয়।
666. পাওয়ার রেল (Power rail) এর মাঝখানে অনুভূমিক লাইনে বর্তনী সংযুক্ত করা হয়। এই অনুভূমিক লাইনকে কী বলে?
Rung
Power rail
Latching
All of them
ব্যাখ্যা: পিএলসি-এর অভ্যন্তরে কিছু উপাদান থাকে, যে গুলো ডাটা ধরে রাখিতে পারে এবং রিলের মতো কাজ করে তাকে internal Relay বলে।
667. প্রোগ্রামের নিয়ন্ত্রণ এক স্থান হতে অন্যস্থানে ২৭ স্থানান্তর করার জন্য কোন ধরনের instruction ব্যবহৃত হয়?
Jump instruction
Call instruction
Comparator instruction
কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রোগ্রামের নিয়ন্ত্রণ এক স্থান হতে অন্যস্থানে স্থানান্তর করার জন্য Jump instruction ব্যবহৃত হয়।
668. যে ইলেকট্রনিক ডিভাইস বা বর্তনীর মাধ্যমে বৈদ্যুতিক পালস গননা করা হয়, তার নাম কী?
Timer
Counter
Register
Comparator
ব্যাখ্যা: যে ইলেকট্রনিক ডিভাইস বা বর্তনীর মাধ্যমে বৈদ্যুতিক পালস গণনা করা হয়, তাকে Counter বলে।
669. ডাটা মেমরিতে সংরক্ষিত ইনফরমেশনকে কী বলে?
Data ফাইল
এক্সিকিউশন মেমরি
অ্যাপ্লিকেশন মেমরি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ডাটা মেমরিতে সংরক্ষিত ইনফরমেশনকে ডাটা ফাইল বলে।
670. ইন্টারনাল রিলের মধ্যে যার মাধ্যমে অনেকগুলো আউটপুট সম্বলিত প্লান্টের ল্যাডার ডায়াগ্রামের সম্পূর্ণ অংশ টার্ন-অন বা টার্ন-অফ করা যায়, তার নাম কী?
Master Control Relay
Battery-backed Relay
One-shot operation
Set-Reset Operation
ব্যাখ্যা: ইন্টারনাল রিলের মধ্যে থাকে যার মাধ্যমে অনেকগুলো আউটপুট সম্বলিত প্ল্যান্টের ল্যাডার ডায়াগ্রামের সম্পূর্ণ অংশ টার্ন-অন বা টার্ন-অফ উত্তমালা করা যায়, যার নাম Master Control Relay
671. PLC-তে মেমরিকে কয়টি ভাগে ভাগ করা হয়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ভাগে
ব্যাখ্যা: PLC Memory Consists of two types-(i) RAM: (i) Rom
672. সাবরুটিনকে Call up করার জন্য নিচের কোন ইনস্ট্রাকশনটি ব্যবহৃত হয়?
RET instruction
Comparator instruction
Call instruction
Jump instruction
ব্যাখ্যা: Subroutine কে Call up করার Call instruction টি ব্যবহৃত হয়।
673. PLC সিস্টেমে চেকিং এবং ইন্টারনাল কাউন্টার ও টাইমার-এর মান হালনাগাদ করাকে কী বলে?
ডাটা ফাইল
স্ক্যান
ভাটা মেমরি
অ্যাপ্লিকেশন মেমরি
ব্যাখ্যা: PLC সিস্টেমে চেকিং এবং ইন্টারনাল কাউন্টার ও টাইমার- এর মান আপডেট করাকে স্ক্যান বলে।
675. পিএলসি-তে নিচের কোন ডিভাইসটি বিল্ট-ইন ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
টাইমার
কাউন্টার
রেজিস্টার
কোনোটিই নয়
ব্যাখ্যা: একটি টাইমার হলো একটি PLC ইনস্ট্রাকশন যা একটি ইভেন্টের পরে অতিবাহিত সময়ের পরিমাণ পরিমাপ করে। এই ডিভাইসটি PLC বিস্ট-ইন থাকে।
676. Plant সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে নিচের কোন Relay বাবহৃত হয়?
Battery-backed Relay
Master Control Relay
Internal Relay
All of them
ব্যাখ্যা: Plant সঠিকভাবে নিয়ন্ত্রণ ও backed Relay ব্যবহার করা হয়। PLC ব্যবহার করার সময় যদি পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে সমস্ত রিলে বন্ধ হয়ে যাবে, তাই শক্তি পুনরুদ্ধার করার জন্য Battery-backed Relay ব্যবহার করা হয়।
677. জাম্প ইনস্ট্রাকশন কত প্রকারের হয়ে থাকে?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: Jump instruction ২ প্রকার যথা- (1) Un-Conditional Jump Inatractions (1) Conditional Jump Instructiona
678. সিমেন্স ইন্টারনাল রিলেকে কী নামে অভিহিত করেছে?
Limit switches
Solenoid
Flag
Timer
ব্যাখ্যা: সিমেন্স ইন্টারনাল Relay কে Flag নামে অভিহিত করেছে।
679. প্রোগ্রাম এক্সিকিউশনের ধারাবাহিক প্রক্রিয়াকে সাধারণত কী বলা হয়?
Sequencing
Timing
Counting
None of them
ব্যাখ্যা: প্রোগ্রাম এক্সিকিউশনের ধারাবাহিক প্রক্রিয়াকে সাধারণত Sequencing বলে।
680. ল্যাডার ডায়াগ্রাম দুটি উল্লম্ব (Vertical) লাইনের সমন্বয়ে গঠিত। এ লাইনকে কী বলে?
রাং (Rung)
পাওয়ার রেল (Power rail)
ল্যাচিং (Latching)
None of them
ব্যাখ্যা: পাওয়ার রেলের মাজখানে অনুভূমিক লাইনে বর্তনী সংযুক্ত করা হয়। এই অনুভূমিক লাইনকে Rang বলে। এই লাইনের মধ্যে ইনপুট/আউটপুট থাকে।