MCQ
701. সিমেট্রিক্যাল ফন্টে প্রতি ফেজে কোণের মান কত থাকে?
100°
120°
130 °
126°
702. ফিউজের প্রি-আর্কিং টাইম কত?
1 sec
0.75 sec
0.5 sec
0.001 sec
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: শর্ট সার্কিট সংঘটিত হওয়ার সময় থেকে কাট অফ মানে আসতে যে সময় লাগে, তাকে প্রি-আর্কিং টাইম বলে। এর মান প্রায় 0.001 সেকেন্ড।
703. ড্রপ আউট ফিউজ কোথায় ব্যবহৃত হয়?
11KV
400kV
220kV
132kV
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিস্ট্রিবিউশন নাইনের ট্রান্সফরমার প্রটেকশনে ড্রপ আউট ফিউজ ব্যবহার করা হয়।
704. কোনটি ফল্টের কারণ?
লাইটনিং চার্জ
হোল্ডার নষ্ট হলে
বাল্ব ফিউজ হলে
ফিউজ পুড়ে গেলে
705. HRC ফিউজের ফিলিং পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয়?
কোয়ার্টজ পাউডার
কাঠের গুঁড়া
বালি
লবণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: HRC ফিউজে ফিলিং পদার্থ হিসাবে কোয়ার্টজ পাউডার, মার্বেলের গুঁড়া, চক, প্লাস্টার অব প্যারিস ইত্যাদি ব্যবহার করা হয়।
706. CCL, ফিউজ-এ উচ্চমানের রোধ অংশ যুক্ত থাকে কেন?
শর্টসার্কিট কারেন্ট হ্রাস করার জন্য
শর্টসার্কিট ভোল্টেজ হ্রাস করার জন্য
Inductance বৃদ্ধির জন্য
Capacitance বৃদ্ধির জন্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ফন্টের সময় যাতে শর্ট সার্কিট কারেন্ট হ্রাস পায়, তাই ফিউজ এলিমেন্টের প্যারালালে একটি উচ্চমানের রেজিস্ট্যান্স সংযোজন করা থাকে।
707. লো-অয়েল ব্রেকারে কয়টি চেম্বার থাকে?
2টি
3টি
4 টি
5 টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্মল-আফল সার্কিট ব্রেকারে চেম্বার ২টি। যথা- (১) সার্কিট ব্রেকিং চেম্বার, (ii) সাপোর্টিং চেম্বার।
708. HRC ফিউজে কেমন তার ব্যবহৃত হয়?
তামার তার
রুপার তার
লোহার তার
স্টিলের তার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: HRC ফিউজে সাধারণত রূপার তার ফিউজ এলিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়।
709. High voltage ACB-এর ব্রেকিং ক্যাপাসিটি কত?
100MVA
500MVA
200MVA
1000MVA
710. সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়ে গঠিত হয়-
বাসবার
সার্কিট ব্রেকার
রিলে
বাস কাপলার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাসকাপলার মূলত সার্কিট ব্রেকার ও আইসোলেটর সমন্বয়ে ন গঠিত। বাসকাপলারের চারপাশে আগুনের হাত থেকে নিরাপত্তার জন্য ফায়ার প্রুফ ওয়াল থাকে।
711. কোন ধরনের Memory device-এর Accession speed সর্বোচ্চ?
RAM
Hard disk
HD floppy disk
CD
712. PC-তে ব্যবহৃত সর্বাপেক্ষা দ্রুত Processor RAM হচ্ছে-
80486 DX
Pentium
80386
None
713. Low voltage ACB-এর ব্রেকিং ক্যাপাসিটি কত?
10MVA
13MVA
11 MVA
15MVA
714. পাওয়ার সিস্টেমে কী কী ধরনের রিয়্যাক্টর ব্যবহৃত হয়?
সিরিজ রিয়্যাক্টর
শান্ট রিয়্যাক্টর
পিটারশন কয়েল
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার সিস্টেমে যেসব রিয়্যাক্টর ব্যবহৃত হয়- (১) কারেন্ট লিমিটিং রিয়্যাক্টর বা সিরিজ রিয়্যাক্টর (ii) আর্ক সাপ্রেশন কয়েল বা পিটারশন কয়েল (iii) শান্ট রিয়্যাক্টর।
715. ফিউজ কীরূপ যন্ত্র?
নিয়ন্ত্রণ যন্ত্র
রক্ষণ যন্ত্র
নিরাপত্তা যন্ত্র
বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র
716. ফিউজের অপারেটিং টাইম কত?
1 sec
0.5 sec
0.001 sec
0.002 sec
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিউজের অপারেটিং টাইম সাধারণত 0.002 সেকেন্ড এবং সার্কিট ব্রেকারের অপারেটিং টাইম সাধারণত 0.2 সেকেন্ড।
717. কোনটি সুইচ গিয়ার?
তার
হোল্ডার
ফিউজ
বাল্ব
718. ভালো সুইচগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইসসমূহের কয়টি গুণাবলি থাকা আবশ্যক?
৫টি
৭টি
৬টি
৮টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন mcq
Switch gear and protection mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা : ১। সনাক্তকরণ, ২। সংবেদনশীলতা, ৩। বিশ্বস্ততা, ৪। উচ্চগতি, ৫। স্থায়িত্বতা, ৬। সরলতা।
719. SF6 CB-এর Current Range কত?
60kA
40kA
50kA
100kA
720. SF6 CB-এর Voltage Range কত।
50-60kV
50-70kV
50-65kV
50-80kV