MCQ
1241. উচ্চতাপীয় দক্ষতাবিশিষ্ট নিম্নের কোন স্টিম প্রাইম মুভারে ব্যবহৃত হয়ে থাকে?
সুপারহিটেড স্টিম
ড্রাই স্টিম
ওয়েট স্টিম
সম্পৃক্ত স্টিম
1242. কুষ্টিয়া জেলার ভেড়ামারায় যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে তার নাম-
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
1243. ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত-
আশুগঞ্জ বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র
1244. জেনারেটরের সিরিজ ফিল্ডের আড়াআড়িতে সংযুক্ত রেজিস্ট্যান্সের শান্টকে বলা হয়-
শান্ট রেজিস্ট্যান্স
সিরিজ রেজিস্ট্যান্স
ডিভাইডার
ডাইভারটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ফুল লোড ভোল্টেজ ক্যারেক্টারিসটিক বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণের জন্য ডাইভারটার ব্যবহার করা হয়। ডাইভারটার মূলত একটি রেজিস্ট্যান্স, যেটিকে জেনারেটরের সিরিজ ফিল্ডের আড়াআড়িতে সংযুক্ত করা হয়।
1245. বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
বগুড়াতে
রংপুরে
কুষ্টিয়াতে
পাবনাতে
1246. সাধারণ ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসেবে থাকে-
তামার দণ্ড ও দস্তার দণ্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দণ্ড ও দস্তার কৌটা
তামার দণ্ড ও দস্তার কৌটা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসেবে কার্বন দণ্ড ও দস্তা কৌটা ব্যবহৃত হয়। কারণ, কার্বন-দস্তা শুকনো কোষগুলো এর ব্যবহৃত প্রাথমিক কোষ।
1247. একটি DC Motor-এর Back EMF 100V এবং আর্মেচার রোধ 0.5 ohms. মোটরটি 120V উৎস হতে কী পরিমাণ কারেন্ট গ্রহণ করে?
10A
15A
20A
কোনোটিই নয়
1248. সিলেট জেলার হরিপুরে অবস্থিত-
গ্যাস টারবাইন
স্টিম টারবাইন
ওয়াটার টারবাইন
নিউক্লিয়ার রিয়্যাক্টর
1249. বরিশাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান বরিশাল জেলার-
সদরে
নদীর ধারে
রেলস্টেশনের কাছে
বিমানঘাঁটির কাছে
1250. ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্ত কী?
রেসিডুয়াল ফ্লাক্স = 0
ফিল্ড রেজিস্ট্যান্স > ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স
শ্যাফট স্পিড > ক্রিটিক্যাল স্পিড
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্তগুলো নিম্নরূপ-
পোলে রেসিডুয়াল ফ্লাক্স থাকতে হবে।
ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং-এর সংযোগ সঠিক হতে হবে।
ফিল্ড রেজিস্ট্যান্সের মান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তুলনায় কম হতে হবে।
জেনারেটর স্পিড বা শ্যাফট স্পিড ক্রিটিক্যাল স্পিড হতে বেশি হতে হবে।
ব্রাশগুলোর সংযোগ যথাযথ হতে হবে।
1251. সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
নীলফামারী
বাঘাবাড়ী
পলাশবাড়ী
রংপুর
1252. ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয়-
রোলিং মিলে
বৈদ্যুতিক ট্রেনে
প্লানারে
মিলিং মেশিনে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটরের সাধারণ ব্যবহারের ক্ষেত্রগুলো হলো- এলিভেটর, এক্সেলেটর, রোলিং মিল, মিক্সার, বিভিন্ন প্রেস ইত্যাদি।
1253. নিচের কোনটি সিরিজ মোটরের বৈশিষ্ট্য নয়?
Na/Ia
N/Ia
N/Ta
Ta/Z
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: সিজির মোটরের তিনটি বৈশিষ্ট্যে রেখা রয়েছে-
(i) টর্ক-আর্মেচার কারেন্ট (Ta-Ia): সিরিজ মোটরের টর্ক আর্মেচার কারেন্টের সমানুপাতিক।
(ii) স্পিড-আর্মেচার কারেন্ট (N-Ia): সিরিজ মোটরের স্পিড আর্মেচার কারেন্টের ব্যস্তানুপাতিক।
(iii) স্পিড-টর্ক (N-Ta): সিরিজ মোটরের স্পিড টর্কের ব্যস্তানুপাতিক
1254. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
ব্রাহ্মণবাড়িয়ায়
সিলেটে
কুমিল্লায়
নরসিংদীতে
1255. যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তা-
জেনারেটর
অল্টারনেটর
মোটর
ট্রান্সফর্মার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মোটর। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে জেনারেটর। অল্টারলেটর এমন একটি জেনারেটর, যা পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন করে।
1256. স্টিম প্রাইম মুভার পরিচালিত হয়-
তাপ দ্বারা
স্টিম দ্বারা
গ্যাস দ্বারা
বিদ্যুৎ দ্বারা
1257. নিচের কোনটি স্টিম জেনারেটর?
বয়লার
স্টিম রিজারভার
ফার্নেস
স্টিম চেম্বার
1258. চট্টগ্রাম জেলার রাউজানে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি হলো-
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
1259. একটি 4-পোল, 300 কন্ডাক্টর, ল্যাপ উন্ড ডিসি জেনারেটর 1000rpm গতিবেগে ঘুরছে। যদি প্রতিটি পোলের ফ্লাক্স 0.05 ওয়েবার হয়, তবে জেনারেটরটিতে উৎপন্ন ভোল্টেজ কত হবে?
200V
230V
250V
260V
1260. খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান খুলনা জেলার-
ফুলতলায়
দৌলতপুরে
ফুলবাড়ীতে
খালিশপুরে