MCQ
2501. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
2502. ১ বাইটে বিটের সংখ্যা কত?
৮
১৬
১
৩২
2503. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
2504. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC
2505. ক্লাস 'ডি' অ্যামপ্লিফায়ারের কর্মদক্ষতা-
25%
50%
90%
60%
2506. IC উদ্ভাবন করেন-
জে এস কিলবি
রবার্ট হুক
আবাকাস
জন ওয়াটসন
2507. একটি ১০০ nF Capacitor-এর সাথে ১০ nF-এর একটি Capacitor parallel সংযোগ করলে Equivalent capacitance হবে-
৯.০৯ nF
১০০ nF
১১০ nF
কোনোটিই নয়
2508. ইলেকট্রনিক্স কাজের জন্য আদর্শ সোল্ডারিং হলো-
25 watt
40 watt
30 watt
60 watt
2509. OSI মডেলে স্তর কয়টি?
৪টি
৫টি
৬টি
৭টি
2510. Magnetomotive Force (MMF)-এর একক কোনটি?
Tesla
Weber
Ampere-turn
Electron-volt
2511. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
2512. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
2513. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
2514. ২২০০, ১০০W একটি বাতির রোধ কত হবে?
৪.৮৪Ω
৪৮.৪Ω
৪৮৪Ω
৪৮৪০Ω
2515. স্ট্যাবিলিটি ফ্যাক্টরের আদর্শ মান--
200
1
100
500
2516. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
2517. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
2518. একটি Ideal Voltage Source-এ নিচের কোনটি থাকে?
Large value of emf
Small value of emf
Zero source resistance
Infinite source rsistance
2519. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
2520. কম্পিউটার ভাইরাস হলো-
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনোও যন্ত্রাংশ সার্কিট ঢিলা হওয়া