Image
MCQ
281. একই kVA রেটিং-এ ইন্ডাকশন মোটরে লিকেজ ফ্লাক্স ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্সের-
মতো একই হয়
চেয়ে বেশি হয়
সমান হয়
চেয়ে কম হয়
282. একটি 4-পোল ইন্ডাকশন মোটর MHz উৎস হতে সরবরাহ করা হয় এবং 4% ১০০৭ চলে। মোটরটিয় স্পিড হবে-
1400 rpm
1440 rpm
1500 rpm
1560 rpm
283. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট করতে নিম্নের কোন পদ্ধতিতে ছয়টি স্টেটর টার্মিনালের প্রয়োজন হয়?
ডাইরেক্ট অনলাইন
রোটর রিওস্টেট
অটো-ট্রান্সফর্মার
স্টার-ডেল্টা
284. একটি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটর যদি ওপেন সার্কিট হয়ে যায়, তবে-
মোটর শব্দ করে চলবে
রোটর অত্যন্ত গরম হয়ে যাবে
মোটর চলবে না
লাইন ফিউজ পুড়ে যাবে
285. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরকে এমনভাবে ডিজাইন করা হয়, যাতে রোটরের-
হাই-রেজিস্ট্যান্স থাকে
হাই-রিয়্যাক্ট্যান্স থাকে
বেশি স্লিপ থাকে
লো-রেজিস্ট্যান্স থাকে
286. নো-লোডে একটি ইন্ডাকশন মোটরের অবস্থা, একটি ট্রান্সফর্মারের অনুরূপ হয়, যার সেকেন্ডারি-
শর্টসার্কিটেড
ওপেন সার্কিটেড
ক্লোজড সার্কিটেড
একটি পরিবর্তনশীল রেজিস্টিভ লোডে সাপ্লাই দিচ্ছে
287. একটি থ্রি-ফেলা ২ন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে উৎপন্ন স্টেটর পোল সংখ্যা কত হবে, যদি প্রতি ফেজে প্রতি পোলে স্লট সংখ্যা 3 হয় এবং মোট প্লট সংখ্যা 54 হয়?
2
6
3
12
288. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয়-
নো-লোডে সর্বোচ্চ
ফুল-লোডে সর্বোচ্চ
নো-লোডে সর্বনিম্ন
সকল লোডে একই
289. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সাপ্লাই ভোল্টেজের-
উপর নির্ভর করে না
সরাসরি সমানুপাতিক
বর্গের সরাসরি সমানুপাতিক
ব্যস্তানুপাতিক
290. একটি ইন্ডাকশন মোটরের ফ্র্যাকশনাল স্লিপ হলো-
রোটর কপার লস ও রোটর ইনপুটের অনুপাত
স্টেটর কপার লস ও স্টেটর ইনপুটের অনুপাত
রোটর কপার লস ও রোটর আউটপুটের অনুপাত
রোটর কপার লস ও স্টেটর কপার লসের অনুপাত
291. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর রিয়্যাক্ট্যান্স স্টার্টিং-এ রোটর রেজিস্ট্যান্সের তুলনায়-
খুবই কম
সমান
খুবই বেশি
কোনোটিই নয়
292. ওপেন সার্কিট রোটর বিশিষ্ট একটি 3-ফেজ, 4-পোল ইন্ডাকশন মোটরকে 3-ফেজ, 400V, 50Hz সরবরাহের সাথে সংযোগ দেয়া হলো। মোটরটি কত rpm-এ চলবে?
1500
1480
1450
120
293. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরের মোট স্লট সংখ্যা কত হবে, যদি প্রতি ফেজে প্রতি পোলে স্লট সংখ্যা 3 হয়?
9
27
18
54
294. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি অর্ধেক করা হয়, তবে-
সর্বোচ্চ টর্ক একই থাকবে
সর্বোচ্চ টর্ক দ্বিগুণ হবে
সর্বোচ্চ টর্ক অর্ধেক হবে
এয়ার-গ্যাপ ফ্লাক্স অর্ধেক হবে
295. সিঙ্গেল ফেজ মোটরে কোন ধরনের রোটর ব্যবহৃত হয়?
স্কুইরেল কেজ
উন্ড রোটর
স্কুইরেল কেজ অথবা উন্ড রোটর
কোনোটিই নয়
296. একটি 3-ফেজ, 400kW, 440V, 50Hz ইন্ডাকশন মোটরের ফুল লোড স্পিড 950 rpm. মেশিনটির পোল সংখ্যা 6 হলে এর স্লিপ হবে-
4%
6%
5%
1%
297. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর 2% স্লিপে চলছে। যদি রোটরের ইনপুট 1000W হয়, তবে মোটর কর্তৃক সৃষ্ট মেকানিক্যাল পাওয়ার হবে-
20W
200W
980W
500W
298. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ বৃদ্ধি পায়, তবে রোটর সার্কিটের পাওয়ার ফ্যাক্টরও-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
299. ইন্ডাকশন মোটরের অপারেশন নির্ভর করে-
সেলফ্-ইন্ডাকশনের উপর
মিউচুয়াল ইন্ডাকশনের উপর
এডি কারেন্টের উপর
হিস্টেরেসিসের উপর
300. একটি ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সর্বোচ্চ হয় তখন, যখন প্রতি ফেজ রোটর রেজিস্ট্যান্স হয় প্রতি ফেজ রোটর রিয়্যাক্ট্যান্সের-
সমান
দ্বিগুণ
তিনগুণ
চারগুণ