Image
MCQ
2621. লিকেজ কারেন্ট নির্ভর করে-
তাপমাত্রা
রিভার্স ভোল্টেজ
ডোপিং-এর পরিমাণ
সবগুলো
2622. IPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Instant Power Supply
Integrated Power Supply
Improved Power Supply
Isolated Power Supply
2624. নিচের কোনটি বহুল ব্যবহৃত ফটোকন্ডাকটিভ সেমিকন্ডাক্টর?
সোডিয়াম সালফাইড
ক্যাডমিয়াম সালফাইড
অ্যালুমিনিয়াম সালফাইড
সোডিয়াম সেলিনাইড
2626. একটি Common emitter amplifier-এর current gain-
1 এর চেয়ে কম
যথেষ্ট বেশি
5 এর চেয়ে কম
কোনোটাই সত্য নয়
2627. সাধারণ ডায়োডের তুলনায় টানেল ডায়োডে ডোপিং করা হয়-
১০ গুণ
১০০ গুণ
১০০০ গুণ
১০০০০ গুণ
2628. রিকম্বিনেশন প্রক্রিয়ায় চার্জ ক্যারিয়ার-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
কোনো প্রতিক্রিয়া হয় না
অনাবিকৃত
2630. রেজিস্টরের চতুর্থ ব্যান্ডে কোনো কালার না থাকলে বুঝায়-
±10% টলারেন্স
±20% টলারেন্স
শূন্য টলারেন্স
অসীম টলারেন্স
2631. উচ্চগতির সুইচিং সার্কিট হিসাবে ব্যবহার করা হয়-
জেনার ডায়োড
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
2635. অসিলোস্কোপের বিম-এর তীব্রতা পরিবর্তন করা যায়-
ইনটেনসিটি নব ঘুরিয়ে
ট্রিগার নব ঘুরিয়ে
ফোকাস নব ঘুরিয়ে
ভোল্ট/ডিভিশন নব ঘুরিয়ে
2636. UPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Universal power supply
Uninterruptible power supply
Unipolar power supply
None of them
2637. ডায়োডের পি-এন জাংশনে রিভার্স বায়াস প্রয়োগে-
পটেনশিয়াল ব্যারিয়ার বৃদ্ধি পায়
জাংশন রেজিস্ট্যান্স উচ্চ হয়
লিকেজ কারেন্ট প্রবাহিত হয়
সবগুলো
2638. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CB
CC
Push pull
2640. একটি Common emitter বর্তনীতে লোড লাগানো হয়-
collector সার্কিটে
Base সার্কিটে
Emitter সার্কিটে
কোনোটিই নয়