Image
MCQ
2621. ডায়োডের পি-এন জাংশনে রিভার্স বায়াস প্রয়োগে-
পটেনশিয়াল ব্যারিয়ার বৃদ্ধি পায়
জাংশন রেজিস্ট্যান্স উচ্চ হয়
লিকেজ কারেন্ট প্রবাহিত হয়
সবগুলো
2622. উচ্চগতির সুইচিং সার্কিট হিসাবে ব্যবহার করা হয়-
জেনার ডায়োড
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
2624. নিচের কোনটি বহুল ব্যবহৃত ফটোকন্ডাকটিভ সেমিকন্ডাক্টর?
সোডিয়াম সালফাইড
ক্যাডমিয়াম সালফাইড
অ্যালুমিনিয়াম সালফাইড
সোডিয়াম সেলিনাইড
2625. লিকেজ কারেন্ট নির্ভর করে-
তাপমাত্রা
রিভার্স ভোল্টেজ
ডোপিং-এর পরিমাণ
সবগুলো
2627. অসিলোস্কোপের বিম-এর তীব্রতা পরিবর্তন করা যায়-
ইনটেনসিটি নব ঘুরিয়ে
ট্রিগার নব ঘুরিয়ে
ফোকাস নব ঘুরিয়ে
ভোল্ট/ডিভিশন নব ঘুরিয়ে
2628. রিকম্বিনেশন প্রক্রিয়ায় চার্জ ক্যারিয়ার-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
কোনো প্রতিক্রিয়া হয় না
অনাবিকৃত
2630. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CB
CC
Push pull
2631. IPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Instant Power Supply
Integrated Power Supply
Improved Power Supply
Isolated Power Supply
2632. একটি Common emitter amplifier-এর current gain-
1 এর চেয়ে কম
যথেষ্ট বেশি
5 এর চেয়ে কম
কোনোটাই সত্য নয়
2633. UPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Universal power supply
Uninterruptible power supply
Unipolar power supply
None of them
2634. একটি Common emitter বর্তনীতে লোড লাগানো হয়-
collector সার্কিটে
Base সার্কিটে
Emitter সার্কিটে
কোনোটিই নয়
2635. সাধারণ ডায়োডের তুলনায় টানেল ডায়োডে ডোপিং করা হয়-
১০ গুণ
১০০ গুণ
১০০০ গুণ
১০০০০ গুণ
2640. রেজিস্টরের চতুর্থ ব্যান্ডে কোনো কালার না থাকলে বুঝায়-
±10% টলারেন্স
±20% টলারেন্স
শূন্য টলারেন্স
অসীম টলারেন্স