MCQ
2681. ৩-ইনপুট বিশিষ্ট একটি যৌক্তিক NAND গেট-এর একটি ইনপুট ০ হলে আউটপুট হবে-
1
3
কোনোটিই নয়
2682. অধিক তাপমাত্রায় কাজের উপযোগী সেমিকন্ডাক্টর হলো-
সিলিকন
আর্সেনিক
ফসফাইড কার্বন
জার্মেনিয়াম
2683. তাপমাত্রা বাড়লে জাংশন রেজিস্ট্যান্স-
বৃদ্ধি পায়
সমান থাকে
হ্রাস পায়
শূন্য হয়
2684. নিচের কোন গেইটটি ইউনিভার্সাল গেইট হিসাবে পরিচিত?
OR
AND
NOT
NAND
2685. হাফ-ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে Transformer Utilization Factor (TUF) হলো-
0.287
0.121
0.693
0.842
2686. অপারেটিং পয়েন্টQ নির্দেশিত হয়-
ডিসি লোড লাইনের উপর
এসি লোড লাইনের উপর
ডিসি এবং এসি উভয় লোড লাইনের উপর একটি সাধারণ বিন্দু
অন্য কোনো বিন্দু
2687. সাধারণত যে-সকল পদার্থে 'হোল' পাওয়া যায়-
ধাতব পদার্থে
সেমিকন্ডাক্টরে
ইনসুলেটরে
কোনোটিই নয়
2688. পালসেটিং ডিসি হলো-
পিউর ডিসি
সর্বোচ্চ দক্ষতায় ডিসি
এসি মিশ্রিত ডিসি
নিম্ন মানের ডিসি
2689. হাফ-ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর-
1.21
40.6
0.48
81.2
2690. একটি বাইপোলার ট্রানজিস্টর মূলত দুটি PN জাংশন ডায়োডের-
সিরিজ সংযোগ
প্যারালাল সংযোগ
ব্যাক-টু-ব্যাক সংযোগ
অন্য একপ্রকার সংযোগ
2691. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়
2692. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
Outgoing
Freelancher
Freelancing
Offshoring
2693. LSI এর জন্য নিচের কোন লজিক বেশি ব্যবহার করা হয়?
TTL
HTL
RTL
N MOS
2694. একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর জাংশন সর্বদা-
ফরওয়ার্ড বায়াস পায়
আংশিক বায়াস পায়
রিভার্স বায়াস পায়
কোনো বায়াস প্রয়োজন হয় না
2695. কোন ডায়োডে সর্বাপেক্ষা বেশি পরিমাণ ভেজাল মিশ্রিত করা হয়?
জেনার ডায়োড
লাইট ইমিটিং ডায়োড
টানেল ডায়োড
ফটোডায়োড
2696. সেন্টার টেপড ফুল-ওয়েভের ক্ষেত্রে গড় TUF হলো-
0.121
0.812
0.48
0.672
2697. Decimal 14-এর বাইনারি কত?
1110
1010
1000
1111
2698. বাইনারি ০, ১ কে কী বলে?
বাইট
কিলোবাইট
ডিজিট
বিট
2699. যখন একটি ইনপুট সিগন্যাল A = 10100 একটি NOT গেটে প্রয়োগ করা হয়, তখন এর আউটপুট সিগন্যাল কত হবে?
01011
01001
10101
00101
2700. বাইনারি ৮-বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে লিখিত সর্বোচ্চ সংখ্যাটি হলো-
১৬
৩১
৩২
৬৩