Image
MCQ
2701. কক্ষ তাপমাত্রায় পি-টাইপ পদার্থে থাকে-
অধিকসংখ্যক ইলেকট্রন
অধিকসংখ্যক হোল
সমান সংখ্যক ইলেকট্রন ও হোল
কোনটিই নয়
2702. কক্ষ তাপমাত্রায় এন-টাইপ পদার্থে থাকে-
অধিকসংখ্যক ইলেকট্রন
সমান সংখ্যক ইলেকট্রন ও হোল
কোনোটিই নয়
অধিকসংখ্যক হোল
2703. ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন এনার্জি গ্যাপ বেশি হয়-
সেমিকন্ডাক্টর-এর ক্ষেত্রে
সকল ধাতুর ক্ষেত্রে
কারেন্ট পরিবহনের ভালো কন্ডাক্টর-এর ক্ষেত্রে
ইনসুলেটর-এর ক্ষেত্রে
2705. ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন এনার্জি গ্যাপ খুব কম হয়-
ধাতুর ক্ষেত্রে
সেমিকন্ডাক্টর-এর ক্ষেত্রে
ইনসুলেটর-এর ক্ষেত্রে
উপরের সবগুলো
2706. সিলিকনের ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপের মান হয়-
0.7 eV
0.9 eV
1.1 eV
1.5 eV
2709. জার্মেনিয়ামের ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপের মান হয়-
0.7 eV
0.9 eV
1.1 eV
1.5 eV
2710. মুক্ত ইলেকট্রন থাকে-
প্রথম ব্যান্ডে
দ্বিতীয় ব্যান্ডে
তৃতীয় ব্যান্ডে
কন্ডাকশন ব্যান্ডে
2711. একটি সেমিকন্ডাক্টরের টেম্পারেচার কো-ইফিসিয়েন্ট অব রেজিস্ট্যান্স-ায়ায় মে---
শূন্য হতে পারে
নেগেটিভ হতে পারে
পজিটিভ হতে পারে
উপরের কোনোটিই নয়
2712. কক্ষ তাপমাত্রায় ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর কন্ডাকশন হয়-
ইলেকট্রন দ্বারা
হোল দ্বারা
ইলেকট্রন এবং হোল উভয়ই
কোনো কন্ডাকশন হয় না
2713. একটি জার্মেনিয়াম অ্যাটমের-
চারটি ভ্যালেন্স ইলেকট্রন আছে
চারটি প্রোটন আছে
তিনটি ভ্যালেন্স ইলেকট্রন আছে
দুটি ইলেকট্রন অরবিট আছে
2714. যখন একটি ইলেকট্রন কো-ভ্যালেন্ট বন্ড ভেঙে দূরে চলে যায়, তখন-
একটি 'হোল'-এর সৃষ্টি হয়
একটি প্রোটন নষ্ট হয়
অ্যাটম আয়নে পরিণত হয়
বাকি ইলেকট্রনগুলো দ্রুত ঘুরতে থাকে
2715. ০°K তাপমাত্রায় একটি সেমিকন্ডাক্টর যে রকম আচরণ করে-
ইনসুলেটর
ভালো কন্ডাক্টর
সুপার-কন্ডাক্টর
পরিবর্তনশীল রেজিস্টর
2716. কোনো সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি-
তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়
তাপমাত্রা কমবেশি করলে একই থাকে
উপরের কোনোটিই নয়
2717. যখন একটি সার্কিটে ব্যবহৃত হয়, তখন একটি জিনার ডায়োড সর্বদাই-
ফরওয়ার্ড বায়াসড হয়
সিরিজে সংযুক্ত হয়
ওভারহিটিং-এ অসুবিধা করে
রিভার্স বায়াসড হয়
2719. কোনো সেমিকন্ডাক্টর যখন খাঁটি (Pure) অবস্থায় থাকে, তখন তাকে বলে-
ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর
এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর
পি-টাইপ সেমিকন্ডাক্টর
এন-টাইপ সেমিকন্ডাক্টর
2720. ভ্যালেন্স ইলেকট্রন হলো-
অবিন্যস্তভাবে সজ্জিত ইলেকট্রন
চলমান ইলেকট্রন
বাইরের অরবিটে অবস্থিত ইলেকট্রন
চার্জহীন ইলেকট্রন