Image
MCQ
321. একটি সিনক্রোনাস মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে হলে নিম্নের যে-কোনো একটি করতে হবে-
ডি.সি. ফিল্ড এক্সাইটেশন শূন্যতে কমিয়ে আনতে হবে
সাপ্লাই ফ্রিকুয়েন্সি পরিবর্তন করতে হবে
সাপ্লাই ভোল্টেজ পরিবর্তন করতে হবে।
স্টেটর লাইনের যে-কোনো দুটি আন্তঃপরিবর্তন করতে হবে
322. 12-পোল বিশিষ্ট একটি 3-ফেজ সিনক্রোনাস মোটর 440V, 50Hz সরবরাহে চলে। মোটরের স্পিড কত?
750 гpm
1500 rpm
500 rpm
1000 rpm
323. একটি Closed circuit TV system-এ-
কোনো অ্যান্টেনার প্রয়োজন হয় না
কোনো receiving অ্যান্টেনার প্রয়োজন হয় না
কোনো transmitting অ্যান্টেনার প্রয়োজন হয় না
উপরের কোনোটিই নয়
324. একটি সিনক্রোনাস মোটরের সাইজ নির্ণীত হয় এর-
kW রেটিং দ্বারা
MW রেটিং দ্বারা
kVAR রেটিং দ্বারা
KVA রেটিং দ্বারা
325. একটি Satellite TV মানে হচ্ছে একটি TV receiver, যা-
Close circuit TV system-এ ব্যবহৃত হয়
TV broadcast station থেকে প্রেরিত signal গ্রহণ করে
একটি ডিশ অ্যান্টেনাবিশিষ্ট এবং একটা satellite থেকে সরাসরি signal গ্রহণ করতে পারে
উপরের কোনোটিই নয়
326. একটি সিনক্রোনাস মোটরে বর্ধিত লোড চাহিদা পূরণ করা যায়-
স্পিডহ্রাস করে
স্পিড বৃদ্ধি করে
স্টেটর কারেন্ট হ্রাস করে
স্টেটর পোল এবং রোটর পোল স্থানান্তর সাপেক্ষে
327. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার কোনটির উপর নির্ভরশীল নয়?
প্রয়োগকৃত স্টেটর ভোল্টেজ
টর্ক অ্যাঙ্গেল
স্পিড
ফিল্ড এক্সাইটেশন
328. একটি সিনক্রোনাস মোটরের স্পিড পরিবর্তন করা যেতে। পারে, নিম্নের কোনটি পরিবর্তন করে?
মেকানিক্যাল লোড
সাপ্লাই ফ্রিকুয়েন্সি
সাপ্লাই ভোল্টেজ
ফিল্ড এক্সাইটেশন
329. একটি সিনক্রোনাস মোটর যখন সিনক্রোনিজমের বাইরে আনা হয়, তখন স্টেটর কারেন্ট-
শূন্য হয়
অপরিবর্তিত থাকে
অত্যধিক হ্রাস পায়
অত্যধিক বৃদ্ধি পায়
330. একটি সিনক্রোনাস মোটর শুধুমাত্র একটি স্পিডেই চলে, কারণ-
এটি ডাবলি ফেড মেশিন
এটি সিঙ্গলি ফেড মেশিন
এতে কোনো লস নেই
এতে ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে
331. Cable TV-গুলো-
একটা common channel আছে
একটা common receiving antenna আছে
একটা common transmitting antenna আছে
antenna এবং receiver-এর মাঝে একটা সোমাগার cable আছে
332. একটি সিনক্রোনাস মোটর চালু করতে নিম্নের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?
আর্মেচার সার্কিটে রেজিস্ট্যান্স স্টার্টার
DC motor
ড্যাম্পার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
333. প্রতিটি TV station-কে যে channel- assign কর হয়, তার width হচ্ছে-
৪ মেগাহার্টজ
৩.৫৮ মেগাহার্টজ
৪.৫ মেগাহার্টজ
৬ থেকে ৮ মেগাহার্টজ
335. ভূপৃষ্ঠে Transmitter ও receiver station নিয়োগ কোন frequency band- satellite-এর সায়ে communicate করে?
HF band
Microwave frequency band
VHF band
UHF band
336. যখন একটি সিনক্রোনাস মোটর নো-লোড অবস্থায় চলে, তখন টর্ক অ্যাঙ্গেল হয় প্রায়-
90° ইলেকট্রিক্যাল
45° ইলেকট্রিক্যাল
30° ইলেকট্রিক্যাল
0° ইলেকট্রিক্যাল
337. নিম্নোক্ত কারণে একটি TV transmitting antenna সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠাতে পারে-
Electromagnetic interference
আয়োনোস্ফেয়ার থেকে reflection
ব্যবহৃত carrier wave-এর line of sik propagation বৈশিষ্ট্য
earth curvature-এর বরাবরে propagation
338. চলন্ত অবস্থায় একটি সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিডে চলতে বাধ্য হয়, কারণ-
স্টেটর এবং রোটর পোলসমূহের মধ্যে ম্যাগনেটিক লকিং
এর পোল ফেসে ড্যাম্পার ওয়াইন্ডিং
স্টেটর ফ্লাক্স কর্তৃক রোটর ফিল্ডে আবিষ্ট
ই.এম.এফ, লেঞ্জেস ল'র কারণে বাধ্যবাধকতা
339. Color picture tube এর-
তিনটি electron gun আছে
একটি electron gun আছে
তিনটি phosphor dot screen: লাল, সবুজ, নীস
ক এবং খ উভয়টিই
340. প্রদত্ত একটি লোডের জন্য একটি সিনক্রোনাস মোটরের স্বাভাবিক ফিল্ড এক্সাইটেশন এমন হয় যে, যাতে পাওয়ার ফ্যাক্টর হয়-
ইউনিটি
0.8 লিডিং
0.8 ল্যাগিং
0.9 লিডিং