Image
MCQ
921. Synchronous condenser বলতে কী ধরনের Machine-কে বুঝায়?
Alternator
Synchronous motor (leading p.f)
Synchronous motor (lagging p.f)
Induction motor
922. একটি 3-phase induction মোটরের ঘূর্ণন (rotation)- এর দিক (direction) কীভাবে পরিবর্তন করা যায়?
Voltage-এর মান বাড়িয়ে
Voltage-এর মান কমিয়ে
AC supply এর phase sequence পরিবর্তন করে
Rotor-এ pole এর সংখ্যা বাড়িয়ে
923. Transformer-এর অল ডে Efficiency-কে বলা হয়-
Power Efficiency
Energy Efficiency
Current Efficiency
কোনোটাই নয়
924. নিচের কোন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টটি এসিকে ডিসিতে রূপান্তরিত করতে পারে না?
মার্কারি আর্ক রেক্টিফায়ার
ট্রান্সফরমার
ডায়োড
কনভার্টার
925. স্টার ডেল্টা স্টার্টার কোথায় ব্যবহার হয়?
সিনক্রোনাস মোটরে
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরে
ডিসি মোটরে
926. একটি ট্রান্সফর্মারের নো-লোড ভোল্টেজের চেয়ে ফুল লোড ভোল্টেজ কখন বেশি হবে?
ক্যাপাসিটিভ লোড হলে
কোর লস বেশি হলে।
ইন্ডাকটিভ লোড হলে
কপার লস বেশি হলে
927. Transformer-এ ট্যাপিং কেন করা হয়?
Leakage current কমানোর জন্য
Different আউটপুট ভোল্টেজের জন্য
বিভিন্ন Input ভোল্টেজের জন্য
আউটপুট Voltage বৃদ্ধির জন্য
928. Transformer-এর short circuit test-এ wattmeter reading কী নির্দেশ করে?
core loss
copper loss
eddy current loss
কোনোটিই নয়
929. একটি ৩ ফেজ এর মোটর লাইন ভোল্টেজ ৪০০ ভোল্ট, লাইন কারেন্ট ৫ অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর ০.৯ মোটরটি কত ওয়াট পাওয়ার-এ চলছে?
৬০০০ ওয়াট
৫৪০০ ওয়াট
৩১১৮ ওয়াট
২৫৪৫ ওয়াট
930. একটি ট্রান্সমিশন সিস্টেমে গ্রাহক প্রান্তে ৩-ফেজ ট্রান্সফর্মারের কোন সংযোগটি ব্যবহৃত হয়?
ডেল্টা-ওয়াই
ওয়াই-ডেল্টা
ডেল্টা-ডেল্টা
ওয়াই-ওয়াই
932. ওভারহিটিং এর কারণে ট্রান্সফরমারের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয়?
ওয়াইন্ডিং ইনসুলেশন
আয়রন
কোর কপার ওয়াইন্ডিং
ফ্রেম
933. একটি 3-phase induction মোটরের বেলায় কোনটি ভুল?
Self-starting
Speed সাধারণত synchronous speed এর কম
Stator- power supply থাকে
Rotor- power supply থাকে
934. যদি ট্রান্সফরমারের Full load 0.95 পাওয়ার Factor- 95kW হয়, তবে এর KVA রেটিং হবে-
100
90
90.25
614
935. ৬০ হার্টজ-এ ডিজাইন করা একটি ট্রান্সফর্মারকে ৫০ হার্টজ-এ চালালে---
ফ্লাক্স ঘনত্ব বেড়ে যাবে
কোর লস বেড়ে যাবে
এক্সাইটিং কারেন্ট বেড়ে যাবে
সবগুলোই সঠিক
936. কোনটি নিজে নিজে স্টার্ট নিতে পারে?
সিনক্রোনাস মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সবগুলো
937. ৪-পোল এবং 50Hz এর একটি ৩-ফেজ Induction মোটরের Synchronous speed হবে-
১০০০ rpm
১৫০০ rpm
৮০০ rpm
১০০ rpm
938. ইলেকট্রিক্যাল মেশিনে ল্যামিনেটেড কোর ব্যবহৃত হয়- হ্রাসের উদ্দেশ্যে।
কপার লস
হিসটেরেসিস লস
আয়রন লস
এডি কারেন্ট লস
939. ৩ ফেজ ৪-ওয়্যার সার্ভিসের জন্য ট্রান্সফরমারের কোন সংযোগটি সবচেয়ে উপযুক্ত হবে?
Δ-Υ
Δ- Δ
Y-Y
Υ-Δ
940. Transformer-এর শর্টসার্কিট টেস্ট-এ নিচের কোনটি পাওয়া যায়?
আয়রন লস
নো-লোড কারেন্ট
সিস্টেম লস
কপার লস