Image
MCQ
8701. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
দুই প্রকার
ছয় প্রকার
পাঁচ প্রকার
তিন প্রকার
8702. 'আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো' বাক্যটিতে কোন দোষ আছে?
বাগধারার দোষ
গুরুচণ্ডালী দোষ
উপমার ভুল প্রয়োগ
বাহুল্য দোষ
8703. বাক্যের তিনটি গুণ কী কী?
আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
8704. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়/ কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
যোগ্যতা
আকাঙ্ক্ষা
আসক্তি
আসত্তি
8705. 'জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র' এটি কোন ধরনের বাক্য?
জটিল বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
8706. ভাষার মূল উপকরণ কী?
ধ্বনি
বাক্য
শব্দ
বর্ণ
8707. 'গুরুচণ্ডালী দোষ' বলতে বুঝায়-
সাধু ও চলিত ভাষার মিশ্রণ
সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
বিদেশি ও দেশি ভাষার মিশ্রণ
বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ
8708. 'সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে'। বাক্যটি-
মিশ্র
জটিল
যৌগিক
সরল
8709. 'মিথ্যাবাদীকে কেউ ভালবাসে না' কোন ধরনের বাক্য?
যৌগিক
সরল
জটিল
মিশ্র
8710. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
8
8711. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে?
২টি
৩টি
৪টি
৫টি
8712. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
আসত্তি
আকাঙ্ক্ষা
যোগ্যতা
আসক্তি
8713. 'সকল আলেমগণ আজ উপস্থিত।' এ বাক্যটি কোন দোষে দুষ্ট?
গুরুচণ্ডালী দোষে
বাহুল্য দোষে
দুর্বোধ্যতা দোষে
বিদেশি শব্দ দোষে
8714. 'তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।' এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
ব্যাস বাক্য
8715. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত?
তার বাহিরে যাবার সময় হয়েছে
সে স্কুলে যাবে
তার বিবাহ হয় নাই
তাহারা রওয়ানা হলো
8716. 'সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত' এটি কোন ধরনের বাক্য?
সরল
যৌগিক
জটিল
মিশ্র
8717. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
শবপোড়া
মড়াদেহ
শবদাহ
শবমড়া
8718. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ?
অর্থের
শব্দের
পদের
বাক্যের
8719. 'হযরত মোহাম্মদ (স.) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির-
মিশ্র
যৌগিক
জটিল
সরল
8720. 'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।' কোন ধরনের বাক্য?
সরল
মিশ্র
যৌগিক
বিবৃতিমূলক