English MCQ
3661. Which is in singular number?
Hypothesis
Media
Agenda
Syllabi
ব্যাখ্যা: Hypothesis' Singular number। এর অর্থ প্রস্তাব বা অনুমান। এর plural হলো hypothesises | Media-এর singular medium, Agenda ও Syllabi-এর singular যথাক্রমে agendum syllabus
3662. Identify singular number:
Fungi
Agenda
Formula
Data
ব্যাখ্যা: Option-গুলোর মধ্যে singular number হলো formula যার plural formulas বা formulae। তাছাড়া fungi, agenda, data শব্দগুলো plural যাদের singular form যথাক্রমে fungus, agendum এবং datum।
3663. Which of the following is not a singular number?
analysis
poetry
cattle
alms
ব্যাখ্যা: Analysis, poetry, alms শব্দগুলো singular কিন্তু cattle শব্দটি plural যার অর্থ গবাদিপশু।
3664. What is the plural of 'deer?
deers
deerese
deeres
deer
ব্যাখ্যা: Deer'-এর singular form deer আবার plural form deer।
3665. . What is the plural form of 'it'?
Its
There
They
Those
ব্যাখ্যা: অপ্রাণীবাচক অর্থে it-এর plural form হলো they।
3666. The examination - before I reached the hall.
has started
did start
had started
had been started
ব্যাখ্যা: Before conjunction দ্বারা দুটি clause যুক্ত হলে একটি past tense-এ আর অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং সঠিক expression টি হলো had started .
3667. The plural of 'Spectrum' is-
Spectra
Spikes
Spectrums
Species
ব্যাখ্যা: Singular noun 'Spectrum (বর্ণচ্ছটা বার্ণালি)-এর plural number হলো spectra
3668. Which of the following is a singular number?
cliffs
index
crises
mice
ব্যাখ্যা: Index (সূচক) শব্দটি singular number যার plural number হলো indexes বা indices | Cliffs, crises এবং mice শব্দগুলো plural এদের singular number যথাক্রমে cliff (উঁচু খাড়া পাহাড়), crisis (সংকটকাল) এবং mouse (ইঁদুর)।
3669. The plural of ' analysis' is-
analysies
analyses
analysess
analysis
ব্যাখ্যা: 'Analysis' অর্থ মন্তব্য সহকারে (বই, কোনো চরিত্র বা পরিস্থিতির) বিশ্লেষণ যার plural form হলো analyses
3670. Which one is the singular of leaves?
Leafe
Leaf
Leav
Leave
ব্যাখ্যা: Leaves শব্দটির singular noun হলো leaf যার অর্থ পাতা; পত্র।
3671. Thief-এর plural কোনটি?
Thiefes
Thieves
thiefs
thives
ব্যাখ্যা: শব্দের শেষে fe, ef, If ইত্যাদি থাকলে সাধারণত সেগুলোকে plural করার সময় বা ef- এর স্থলে বসে এবং এর পর es যোগ করে plural করতে হয়। সুতরাং সঠিক উত্তর খ।
3672. The plural form of 'Genus' is-
geniuses
genera
genesis
generous
ব্যাখ্যা: Genus অর্থ প্রাণী বা উদ্ভিদের 'গণ' যার plural হলো genera (Genus Species মিলিয়ে প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখা হয়।
3673. Choose the right words: I am-
1.5 metres high
1.5 metres tall
1.5 metre high
15 metre tall
ব্যাখ্যা: ব্যক্তির উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে tall এবং বস্তুর ক্ষেত্রে high হয়। উচ্চতা নির্ণয়ের একক (1.5) plural হওয়ায় tall-এর পূর্বে metres হবে। অতএব, সঠিক উত্তর (খ)।
3674. Which one is the plural number?
School
Oxen
Leaf
Mathematics
ব্যাখ্যা: School, leaf, mathematics শব্দ তিনটি singular Oxen শব্দটি Ox এর plural form!
3675. What is the plural of 'Magus'?
Magus
Maguses
Magux
Magi
ব্যাখ্যা: Magus (n)- পুরোহিত এবং Plural number বা বহুবচন হচ্ছে Magi যার অর্থ পুরোহিতমণ্ডলী।
3676. What time-?
does the train leave
the train is leaving
the train leaves
leaves the train
ব্যাখ্যা: Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb টি sub-এর পূর্বে বসে আর present indefinite tense-এর ক্ষেত্রে do বা does এবং verb-এর base form বসে। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো does the train leave .
3677. Choose the word which do not have a plural-
mouse
intension
woman
information
ব্যাখ্যা: Information শব্দটি হলো uncountable অর্থাৎ যার কোনো plural form নেই। অন্যদিকে option-এর বাকি তিনটি শব্দের plural হলো যথাক্রমে mice, intensions এবং women
3678. Which one is plural?
Actress
News
Princes
Princess
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural শব্দটি হলো princes, যার singular হলো prince (রাজকুমার)। অন্য শব্দগুলো singular number
3679. Choose the correct plural form:
wifes
roofs
wolfs
shelfs
ব্যাখ্যা: Roof (ছাদ বা চাল)-এর plural form হলো roofs। আর wife, wolf ও shelf-এর plural form হলো wives, wolves shelves
3680. Correct Plural form of Half is:
Halfs
Halffs
Halve
Halves
ব্যাখ্যা: Half-এর শেষে থাকায় plural করার সময় -এর স্থলে বসে এবং তারপর ও যোগ করতে হয়। সুতরাং half এর plural form halves!