English MCQ
3681. The antonym of the word Validate-
Corroborate
Certify
Ratify
None
ব্যাখ্যা: Hints: Option-গুলোর সব শব্দই সমার্থক হওয়ায় আলাদা বা ভিন্ন শব্দ নেই। Option-এর validate, ratify, certify এবং corroborate শব্দগুলোর অর্থ সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করা; বৈধ বলে ঘোষণা করা। সুতরাং সঠিক উত্তর none।
3682. The synonym of 'genesis' is-
beginning
introduction
preface
foreword
ব্যাখ্যা: Hints: Genesis সূচনা, প্রারজিক বিন্দু। কাজেই এর Synonym হবে begiming।
3683. 'Bootleg' means to-
distribute
export
import
smuggle
ব্যাখ্যা: Hints: Bootleg চোরা কারবার করা। distribute- বিতরণ করা; export- আমদানি করা; import রপ্তানি করা; smuggle চোরা কারবার করা।
3684. What is the meaning of the word 'scuttle'?
to tease
gossip
abandon
Pile up
ব্যাখ্যা: Hints: Scuttle শব্দটির অর্থ তড়িঘড়ি পালানো, দ্রুত পরিত্যাগ করা। (p) Verb হিসেবে- কপাটিকা খুলে দেয়া। (ul) Verb হিসেবে ফুটো করা, ফুটো করে জাহাজ ডুবিয়ে দেয়া। To teuse- উত্যক্ত করা, বিরক্ত করা। Abandon- পরিত্যাগ করা।
3685. What kind of man is quite the opposite type of supercilious'?
Haughty
Disdainful
Wicked
Affable
ব্যাখ্যা: Hints: Supercilious- অহংকারী আচরণ, Affalle-বন্ধুত্বপূর্ণ আচরণ।
3686. What is the synonym of 'incredible?
Unbelievable
Unthinkable
Unlikely
Unthinking
ব্যাখ্যা: Hints: Incredible অবিশ্বাস্য, বিশ্বয়কর। Unbelievable. Unthinkable - অচিন্ত্যনীয়। Unlikely - অসম্ভব। Unthinking - অচিন্ত্যপূর্ব।
3687. The plural form 'ox':
oxes
oxen
oxis
bullock
ব্যাখ্যা: Ox (ষাঁড়) শব্দটির শেষে en যোগ করে plural করতে হয়। সুতরাং ox-এর plural form oxen
3688. Select the plural number-
index
goose
issue
quarters
ব্যাখ্যা: একমাত্র plural number হলো quarters যার singular number হলো quarter (এক-চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ)। তাছাড়া index, goose এবং issue-এর plural form যথাক্রমে indices, geese এবং issues।
3689. What is the antonym of 'famous?
Opaque
Illiterate
Obscure
Immature
ব্যাখ্যা: Hints: Famous বিখ্যাত, সুবিদিত, সুপরিচিত। এর antonyms হচ্ছে Obscur- অস্পষ্ট, গুপ্ত, Opaque আলো নিরোধক, অস্বচ্ছ, Illiterate- নিরক্ষর, অশিক্ষিত, Immature- অপ্রাপ্তবয়স্ক।
3690. What is the plural form of 'Mr.'?
Mrs.
Misters
Ms.
Messrs
ব্যাখ্যা: Hints: Mr. (পুরুষের নামের আগে যুক্ত খেতাব; জনাব)-এর plural form হলো Messrs (সর্বজনাব)। অন্যদিকে Mrs হলো বিবাহিত স্ত্রীলোকের পারিবারিক নামের আগে যুক্ত খেতাব, বেগম। Mister (জনাব)-এর plural form Misters আর Ms. হলো বিবাহিতা বা অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে যুক্ত খেতাব।
3691. The antonym of 'indifference' is--
ardour
compassion
anxiety
concern
ব্যাখ্যা: Hints: Indifference- অনীহা, নিস্পৃহা, উদাসীনতা। Andour- উৎসাহ, ব্যাকুলতা; companion- করুণা, সমবেদনা; anxaty- উদ্বেগ, উৎকণ্ঠা এবং concon-উদ্বেগ, সম্পৃক্ততা।
3692. Wisdom শব্দের বাংলা অর্থ-
জ্ঞান
বুদ্ধি
প্রজ্ঞা
মেধা
3693. What is the meaning of the word 'belated"?
complaining
off hand
weak
tardy
ব্যাখ্যা: Hints: Belated- অতিশয় ধীরে চলা, খুব দেরিতে আসা, অতিশয় ধীর মন্থর। Complaining - অভিযোগ করার মতো। Off hand-ভাৎক্ষণিক, উপস্থিত, পূর্বচিন্তা ছাড়া। Weak- দুর্বল, বলহীন (Tardy- ধীর, অতিশয় মন্থর।
3694. What is the meaning of the word 'intrepid?
arrogant
belligerent
questioning
fearless
ব্যাখ্যা: Hints: Intrepid- সাহসী, নির্ভীক। arrogant- উদ্ধত, বেয়াদব। belligerent যুদ্ধরত, যুদ্ধমান। questioning-জিজ্ঞাসু। fearless ভয়হীন, নির্ভীক।
3695. Which of the following is in plural form?
datum
media
analysis
radius
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে একমাত্র plural noun হলো media যার singular form হলো medium। Option বাকি তিনটি singular noun-এর plural form যথাক্রমে data, analyses এবং radii
3696. What is the plural of 'Criterion'?
Criterions
Criteria
Criteriones
Criterias
ব্যাখ্যা: Criterion (বিচারের মাপকাঠি; মানদণ্ড) শব্দটির plural form হলো criteria।
3697. Select the singular number.
pianos
premises
politics
index
ব্যাখ্যা: Hints: সঠিক singular number হলো index যার plural form হলো indexes অথবা indices. তাছাড়া option এর বাকি তিনটি শব্দ plural। তবে politics শব্দটি বাক্যের অর্থভেদে singular ও plural উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
3698. What is the meaning of the word 'stanch'?
to reinforce
be weak
smooth out
put an end to
ব্যাখ্যা: Hints: Stanch - বন্ধ করা, শেষ করা। Ta reinfory-শক্তিশালী করা, ক্ষমতা বৃদ্ধি করা। Be uxak- দুর্বল হওয়া। Smooth out- মসৃণ করা, সমান করা। Put an end to- সাঙ্গ করা, শেষ করা, যবনিকাপাত করা।
3699. Which one of the following is a plural noun?
news
mathematics
crises
economics
ব্যাখ্যা: Hints: Crises হলো option-গুলোর মধ্যে plural noun যার singular form হলো crisis। Option এর অন্য word-গুলো singular noun
3700. What is the synonym of 'Competent?
Circumspect
Discrete
Capable
Prudent
ব্যাখ্যা: Hints: Competent- উপযুক্ত, সক্ষম, দক্ষ। Circumspect-সতর্ক। Discrete - পৃথক,আলাদা। Capable - সক্ষম, সমর্থ। Prudent - সতর্ক, দুরদর্শী, বিচক্ষণ।