EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

English MCQ
3681. The antonym of the word Validate-
Corroborate
Certify
Ratify
None
ব্যাখ্যা: Hints: Option-গুলোর সব শব্দই সমার্থক হওয়ায় আলাদা বা ভিন্ন শব্দ নেই। Option-এর validate, ratify, certify এবং corroborate শব্দগুলোর অর্থ সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করা; বৈধ বলে ঘোষণা করা। সুতরাং সঠিক উত্তর none।
3682. The synonym of 'genesis' is-
beginning
introduction
preface
foreword
ব্যাখ্যা: Hints: Genesis সূচনা, প্রারজিক বিন্দু। কাজেই এর Synonym হবে begiming।
3683. 'Bootleg' means to-
distribute
export
import
smuggle
ব্যাখ্যা: Hints: Bootleg চোরা কারবার করা। distribute- বিতরণ করা; export- আমদানি করা; import রপ্তানি করা; smuggle চোরা কারবার করা।
3684. What is the meaning of the word 'scuttle'?
to tease
gossip
abandon
Pile up
ব্যাখ্যা: Hints: Scuttle শব্দটির অর্থ তড়িঘড়ি পালানো, দ্রুত পরিত্যাগ করা। (p) Verb হিসেবে- কপাটিকা খুলে দেয়া। (ul) Verb হিসেবে ফুটো করা, ফুটো করে জাহাজ ডুবিয়ে দেয়া। To teuse- উত্যক্ত করা, বিরক্ত করা। Abandon- পরিত্যাগ করা।
3685. What kind of man is quite the opposite type of supercilious'?
Haughty
Disdainful
Wicked
Affable
ব্যাখ্যা: Hints: Supercilious- অহংকারী আচরণ, Affalle-বন্ধুত্বপূর্ণ আচরণ।
3686. What is the synonym of 'incredible?
Unbelievable
Unthinkable
Unlikely
Unthinking
ব্যাখ্যা: Hints: Incredible অবিশ্বাস্য, বিশ্বয়কর। Unbelievable. Unthinkable - অচিন্ত্যনীয়। Unlikely - অসম্ভব। Unthinking - অচিন্ত্যপূর্ব।
3687. The plural form 'ox':
oxes
oxen
oxis
bullock
ব্যাখ্যা: Ox (ষাঁড়) শব্দটির শেষে en যোগ করে plural করতে হয়। সুতরাং ox-এর plural form oxen
3688. Select the plural number-
index
goose
issue
quarters
ব্যাখ্যা: একমাত্র plural number হলো quarters যার singular number হলো quarter (এক-চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ)। তাছাড়া index, goose এবং issue-এর plural form যথাক্রমে indices, geese এবং issues।
3689. What is the antonym of 'famous?
Opaque
Illiterate
Obscure
Immature
ব্যাখ্যা: Hints: Famous বিখ্যাত, সুবিদিত, সুপরিচিত। এর antonyms হচ্ছে Obscur- অস্পষ্ট, গুপ্ত, Opaque আলো নিরোধক, অস্বচ্ছ, Illiterate- নিরক্ষর, অশিক্ষিত, Immature- অপ্রাপ্তবয়স্ক।
3690. What is the plural form of 'Mr.'?
Mrs.
Misters
Ms.
Messrs
ব্যাখ্যা: Hints: Mr. (পুরুষের নামের আগে যুক্ত খেতাব; জনাব)-এর plural form হলো Messrs (সর্বজনাব)। অন্যদিকে Mrs হলো বিবাহিত স্ত্রীলোকের পারিবারিক নামের আগে যুক্ত খেতাব, বেগম। Mister (জনাব)-এর plural form Misters আর Ms. হলো বিবাহিতা বা অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে যুক্ত খেতাব।
3691. The antonym of 'indifference' is--
ardour
compassion
anxiety
concern
ব্যাখ্যা: Hints: Indifference- অনীহা, নিস্পৃহা, উদাসীনতা। Andour- উৎসাহ, ব্যাকুলতা; companion- করুণা, সমবেদনা; anxaty- উদ্বেগ, উৎকণ্ঠা এবং concon-উদ্বেগ, সম্পৃক্ততা।
3692. Wisdom শব্দের বাংলা অর্থ-
জ্ঞান
বুদ্ধি
প্রজ্ঞা
মেধা
3693. What is the meaning of the word 'belated"?
complaining
off hand
weak
tardy
ব্যাখ্যা: Hints: Belated- অতিশয় ধীরে চলা, খুব দেরিতে আসা, অতিশয় ধীর মন্থর। Complaining - অভিযোগ করার মতো। Off hand-ভাৎক্ষণিক, উপস্থিত, পূর্বচিন্তা ছাড়া। Weak- দুর্বল, বলহীন (Tardy- ধীর, অতিশয় মন্থর।
3694. What is the meaning of the word 'intrepid?
arrogant
belligerent
questioning
fearless
ব্যাখ্যা: Hints: Intrepid- সাহসী, নির্ভীক। arrogant- উদ্ধত, বেয়াদব। belligerent যুদ্ধরত, যুদ্ধমান। questioning-জিজ্ঞাসু। fearless ভয়হীন, নির্ভীক।
3695. Which of the following is in plural form?
datum
media
analysis
radius
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে একমাত্র plural noun হলো media যার singular form হলো medium। Option বাকি তিনটি singular noun-এর plural form যথাক্রমে data, analyses এবং radii
3696. What is the plural of 'Criterion'?
Criterions
Criteria
Criteriones
Criterias
ব্যাখ্যা: Criterion (বিচারের মাপকাঠি; মানদণ্ড) শব্দটির plural form হলো criteria।
3697. Select the singular number.
pianos
premises
politics
index
ব্যাখ্যা: Hints: সঠিক singular number হলো index যার plural form হলো indexes অথবা indices. তাছাড়া option এর বাকি তিনটি শব্দ plural। তবে politics শব্দটি বাক্যের অর্থভেদে singular ও plural উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
3698. What is the meaning of the word 'stanch'?
to reinforce
be weak
smooth out
put an end to
ব্যাখ্যা: Hints: Stanch - বন্ধ করা, শেষ করা। Ta reinfory-শক্তিশালী করা, ক্ষমতা বৃদ্ধি করা। Be uxak- দুর্বল হওয়া। Smooth out- মসৃণ করা, সমান করা। Put an end to- সাঙ্গ করা, শেষ করা, যবনিকাপাত করা।
3699. Which one of the following is a plural noun?
news
mathematics
crises
economics
ব্যাখ্যা: Hints: Crises হলো option-গুলোর মধ্যে plural noun যার singular form হলো crisis। Option এর অন্য word-গুলো singular noun
3700. What is the synonym of 'Competent?
Circumspect
Discrete
Capable
Prudent
ব্যাখ্যা: Hints: Competent- উপযুক্ত, সক্ষম, দক্ষ। Circumspect-সতর্ক। Discrete - পৃথক,আলাদা। Capable - সক্ষম, সমর্থ। Prudent - সতর্ক, দুরদর্শী, বিচক্ষণ।