English MCQ
3701. What is the synonym of 'Jovial?
Jolly
Happy
Gay
Jealous
ব্যাখ্যা: Hints: Jovial - হাসিখুশি, আমুদে। Jolly প্রফুল্ল, সুন্দর। Gay Jealous - ঈর্ষাকাতর, হিংসুক, পরশ্রীকাতর। Happy- সুখি, সন্তুষ্ট।
3702. What is the antonym of 'Honorary'?
Offical
Honorable
Salaried
Literary
3703. Which one of the following is the opposite word of gentle?
Rude
Decent
Modest
Bad
ব্যাখ্যা: Hints: Gentle (নম)-এর বিপরীত শব্দ rude (রূঢ়)।
3704. What is the synonym of 'Incite?
Permit
Urge
Deceive
Instigate
3705. The word soothing means.
annoying
embarrassing
irritating
comfortable
ব্যাখ্যা: Hints: Soothing (যন্ত্রণা উপশম করে এমন) এর অর্থ comfortable (আরামদায়ক)। তাছাড়া annoying অর্থ বিরক্তিকর, embarrassing অর্থ অস্বস্তিকর, irritaing অর্থ জ্বালাময়। প্রকৌশলী (যান্ত্রিক)
3706. Bees are always busy--- (Choose the right word to fill the gaps)
Flowers
Birds
Insects
Animals
3707. What is the meaning of the word 'sequences"?
to follow
round up
question closely
withdraw
ব্যাখ্যা: Hints: Sequences ক্রমসমূহ। To follow অনুসরণ করা, ক্রমঅনুসরণ করা। Round up - একক করা, পূর্ণসংখ্যায় নিয়ে আসা। Witiulruu- উত্তোলন করা, তুলে লেয়া। Question closely-ঘনিষ্ঠভাবে/ দৃঢ়ভাবে প্রশ্ন করা।
3708. The synonym of the word 'alter' is-
decrease
increase
send
change
ব্যাখ্যা: Hints: Alter এবং change অর্থ পরিবর্তন করা। Increase অর্থ বৃদ্ধি করা, decrease অর্থ হ্রাস করা আর senud অর্থ পাঠানো।
3709. What is the synonym of- 'Delude?
Permit
Aggravale
Deceive
Demand
ব্যাখ্যা: Hints: Delude প্রতারিত করা, বিভ্রান্ত করা। Demand দাবি করা। Perinit অনুমোদন করা। Aggravate-হীনতর করা, অবনতি ঘটানো এবং Deceive - প্রতারণা করা, বিভ্রান্ত করা।
3710. Anything Pernicious' tends to injure or destmy. Something which has no such harmful effect is ---
innocuous
innocent
immaculate
salutary
ব্যাখ্যা: Hints: Pernicious অর্থ যা ক্ষতি করে বা ধ্বংস করে'। Innocucus অর্থ ক্ষতি করে না এমন।
3711. The synonym of the word 'mix' is-
blend
mess
solve
change
ব্যাখ্যা: Hints: Mix অর্থ মিশানো যার সমার্থক শব্দ blend (মিশানো, মিশ্রণ করা)।
3712. Find out the odd word from the options ----
Perceptive
Insightful
Discerning
Cunning
None
ব্যাখ্যা: Hints: Perceptive, insightful এবং discerning। শব্দগুলো সমার্থক যেগুলোর অর্থ উপলব্ধিজাত; উপলব্ধির ক্ষমতাসম্পন্ন। অন্যদিকে cunning অর্থ মূর্ত। সুতরাং সঠিক আলাদা শব্দটি হলো cunning!
3713. Find out the odd word from the options --
Willful
Intentional
Obvious
Calculated
None
ব্যাখ্যা: Hints: Odd শব্দটি হলো obvious, যার অর্থ স্পষ্টত প্রতীয়মান। অন্যদিকে willful. intentional, calculated শব্দগুলোর অর্থ সুচিন্তিত।
3714. What is ths antonym of 'gentle?
harsh
modest
clever
rude
ব্যাখ্যা: Hints: Gentle-জ, নম্র। Harsh - কর্কশ, অমসৃণ (বিশেষত বন্ধুর সাথে)। Molest– বিনয়ী, নম্র। Clever- চতুর, চালাক। Ruide- অভদ্র, অমার্জিত, রুড়।
3715. What is the opposite of 'odd number'?
Even number
Uneven number
Double number
Pair number
ব্যাখ্যা: Hints: Odd mumber (বিজোড় সংখ্যা)-এর বিপরীত শব্দ হলো roen number (জোড় সংখ্যা)।
3716. Find out the odd word from the options
Headstrong
Obstinate
Mutinous
Obdurate
None
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো mutinous (বিদ্রোহী)। অপর অপশনগুলোর শব্দগুলো পরস্পর সমার্থক যাদের অর্থ একগুঁয়ে; নাছোড়বান্দা।
3717. What is the meaning of the word 'euphemism'?
vague idea
in-offensive expression
verbal play
wise saying
ব্যাখ্যা: Hints: Euphemism - সুভাষণ, মধুর ভাষণ, congue ilm- অস্পষ্ট ধারণা। In offensive expression শালীন অভিব্যক্তি। Verbal play বিবৃতিমূলক/ বাচনিক নাটক। Wise saying - জ্ঞানগর্ত প্রবাদ।
3718. What is the antonym of 'Queer?
Integrated
Orderly
Abnormal
Odd
ব্যাখ্যা: Hints: Queer- অস্বাভাবিক, অদ্ভুত, বিচিত্র অসামঞ্জস্যপূর্ণ। Integrated অখণ্ড, একিভূত, অঙ্গীভূত। Oderly- নিয়মমাফিক, স্বাভাবিক, সামঞ্জস্যপূর্ণ। Almarmal অস্বাভাবিক, ব্যতিক্রমী। Odd- অদ্ভুত, অস্বাভাবিক, দৃষ্টিকটু। কাজেই Queer-এর বিপরীত শব্দ হচ্ছে Orleriy।
3719. Choose the opposite word of 'assets'
Debt
Property
Treasure
Liability
ব্যাখ্যা: Hints: Assets (সম্পদ)-এর বিপরীত শব্দ liability (দায়; বোঝা)।
3720. The word 'uproar' means-
hue and cry
calm and quiet
loud and bold
weak and meak
ব্যাখ্যা: Hints: "Uproar' (হৈ-হুল্লোড়; হট্টগোল) শব্দটির অর্থ প্রকাশ পায় hue and cry (হৈচৈ) দ্বারা।