English MCQ
3721. The synonym of 'Franchise'-
Privilege
Utility
French
Dull
ব্যাখ্যা: Hints: Franchise বা privilege অর্থ বিশেষসুবিধা।
3722. The antonym for 'Recalcitrant-
Indifferent
Compliant
Careful
Passive
ব্যাখ্যা: Hints: Compliant-শিষ্ট, ভদ্র। Passive-নিষ্ক্রিয় (Indifferent- উদাসীন। Careful- সতর্ক। Recalcitrant অর্থ হলো অবাধ্য।
3723. Choose the meaning of the given words: 'One day women will have what has so long been denied them leisure, money and mom to themselves'.
Space
Liberty
Office
Capacity Room
ব্যাখ্যা: Hints:প্রশ্নটি Virginia Woolf-এর একটি উক্তি। এখানে Space অর্থে ব্যবহৃত হয়েছে।
3724. Find out the same meaning: ILLUSIVE
Not deceptive
Not certain
Not obvious
Not coherent
ব্যাখ্যা: Hints: Illusive - অলীক, ইন্দ্রজালিক। Not deceptive- ভ্রান্তিকর নয়, প্রতারণামূলক নয়, Not certain- অনিশ্চিত, সন্দেহপূর্ণ, অবিশ্বাসযোগ্য, Not obvious- স্পষ্ট নয় এমন, অস্পষ্ট,অপরিষ্কার এবং Not coherent- অসঙ্গতিপূর্ণ, প্রাঞ্জল নয়।
3725. Crafty men condemn studies, simple men admire them and wise men use them.
Denounce
Laud
Compliment
Acclaim
ব্যাখ্যা: Hints: Condemn অর্থ নিন্দা করা; Denounce অর্থ-নিন্দা করা; Laud অর্থ-প্রশংসা করা; Compliment অর্থ প্রশংসা করা; Acclaim অর্থ-স্বাগত জানানো।
3726. choose the word opposite in meaning to Equity-
Uprightness
Justice
Integrity
Bias
ব্যাখ্যা: Hints: Equity ন্যায়পরায়ণতা; Integrity অর্থ সাধুতা; Bus অর্থ পক্ষপাত। এখানে Bus হচ্ছে equity- এর opposite অর্থবোধক শব্দ। অর্থ-ন্যায়পরায়ণতা; uprightness অর্থ- অকপটতা;
3727. The antonym for 'inimical'-
Hostile
Friendly
Indifferent
Agnry
ব্যাখ্যা: Hints: Inimical- বৈরী, প্রতিকূল। Hostile- শত্রুভাবাপন্ন, Friendly- বন্ধুভাবাপন্ন, অনুকূল (বিপরীতার্থক)। Indifferent- অনীহ, নিরুৎসক। Angry - রাগান্বিত।
3728. Find out the same meaning: Omnipotent-
Supreme
Impotent
Feeble
Vulnerable
ব্যাখ্যা: Hints: Omnipotent অর্থ সর্বশক্তিমান; feeble অর্থ দুর্বল; supreme অর্থ সর্বোচ্চ; impotent অর্থ-অক্ষম; অসমর্থ, vulnerable অর্থ অরক্ষিত।
3729. The synonym for 'efface'-
Exhaust
Improve
Rub out
Cut out
ব্যাখ্যা: Hints: Efface- মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। Improve- উন্নতিসাধন করা। Exiutust-নিঃশেষ করা। Rub out- মুছে ফেলা। Cut out-থেমে যাওয়া, কেটে নেয়া।
3730. Intellectual শব্দের বাংলা অর্থ-
বুদ্ধিমান
মননশীল
বুদ্ধিজীবী
মেধাবী
ব্যাখ্যা: Hints: Intellectual শব্দের অর্থ বুদ্ধিজীবী, মনীষী। বুদ্ধিমান' ও 'মেধাবী'-এর ইংরেজি intelligent, wise।
3731. the correct antonym for 'Cynical'.
Pessimistic
Gullible
Liberal
Equivocal
ব্যাখ্যা: Hints: Cynical অর্থ নৈরাশ্যবাদী; অবিশ্বাসী। Pessimistic অর্থ- হতাশাপ্রবণ; Gullible অর্থ- অতিবিশ্বাসপ্রবণ; Equivocal অর্থ- দ্বার্থবোধক এবং Liberal অর্থ- বদান্য; উদার।
3732. Find out the same meaning: Sporadic-
Consistent
Uniform
Frequent
Scattered
ব্যাখ্যা: Hints: Sporadic অর্থ বিক্ষিপ্ত; Consistent অর্থ সঙ্গতিপূর্ণ; Uniform অর্থ-একরূপ; সমরূপ; Frequent অর্থ- পৌনঃপুনিক; Scattered অর্থ বিক্ষিপ্ত।
3733. Find out the same meaning: EQUIVOCAL
Universal
Mistaken
Quaint
Clear
ব্যাখ্যা: Hints: Equivocal দ্বার্থবোধক, অস্পষ্ট। Universal সর্বজনীন, Mistaken ভ্রান্ত, ভ্রমাত্মাক, Quaint খেয়ালী এবং Clear- স্পষ্ট, স্বচ্ছ।
3734. Find out the same meaning: BROCHURE
Opening
Pamphlet
Bureau
Censor
ব্যাখ্যা: Hints: Brochure- সংক্ষিপ্ত বিবরণ সমৃদ্ধ পুস্তিকা। Opening- উদ্বোধন, সূচনা, Pamphlet - পুস্তিকা, Bureau - দফতর, Censor- কেটে বাদ দেয়া, পরীক্ষা করা।
3735. Because she had reputation for-we were surprised and pleased when she greeted us so-
insolence-irately
arrogance-disdainfully
insouciance-cordially
querulousness-affably
ব্যাখ্যা: Hints: Because দ্বারা দুটি clause যুক্ত হওয়ায় Synonym প্রয়োজন ছিল। তবে Surprised শব্দটি থাকায় Antonym ব্যবহার করতে হবে।
3736. The opposite word of 'sluggish'-
Animated
Dull
Heavy
Slow
ব্যাখ্যা: Hints: Sluggish অর্থ মন্থর, ধীর। অন্যদিকে Animated অর্থ প্রাণচঞ্চল বা প্রাণবন্ত।
3737. the correct antonym for 'Oblige'.
Bind
Require
Bother
Censure
ব্যাখ্যা: Hints: Oblige অর্থ- বাধ্য করা; অনুগ্রহ করা। Bind অর্থ- বাঁধা; Require অর্থ- প্রয়োজন হওয়া; Bother অর্থ- বিরক্ত বা জ্বালাতন করা; Censure অর্থ- সমালোচনা করা।
3738. Identify the correct synonym for the word 'Magnanimous.'
generous
unkind
revengeful
ব্যাখ্যা: Hints: Magnanimous- মহানুভব। Generous উদার, সহৃদয়, unkind- নির্ময়, নিচুরি, অফরুল,কঠোর, nangrful- প্রতিশোধ হিংসাপরায়ণ এবং fracailly- বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপন্ন, বন্ধুসুলভ।
3739. choose the word opposite in meaning to Repeal-
Abolish
Enact
Annul
Nullify
ব্যাখ্যা: Hints: Repeal অর্থ বাতিল করা; Abolish অর্থ লোপ করা; Enact অর্থ আইনে পরিণত করা; Annul অর্থ বাতিল করা; Nullify অর্থ বাতিল করা।
3740. What may be considered courteous in one culture may be arrogant in another.
coarse
gracious
friendly
flimsy
ব্যাখ্যা: Hints: Courteous অর্থ ভদ্রঃ নম্র। Flimsy অর্থ- হালকা ও পাতলা, ফিনফিনে, Coarse অর্থ- মোটা; অমার্জিত; Gracious অর্থ ভদ্র, সৌজন্যময়; Friendly অর্থ বন্ধুসুলভ।