EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2562. একটি এ সিলিন্ডার গাড়ির ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারের বোর 15cm, স্ট্রোক 30cm হলে গাড়ির সিসি (CC) কত?
21205.75 CC
500 CC
625 CC
21395.75 CC
2563. কোনটি স্থির চাপ সাইকেল?
অটো সাইকেল
ডিজেল সাইকেল
কারনট সাইকেল
জুল সাইকেল
2564. ডিজেল ইঞ্জিনের স্পেসিফিক ফুয়েল (Specific fuel consumption) প্রতি kWh-এ কত?
প্রায় ১০০ গ্রাম
প্রায় ২০০ গ্রাম
প্রায় ৩০০ গ্রাম
প্রায় ৫০ গ্রাম
ব্যাখ্যা: পেট্রোল ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন (Gasoline engine)→ BSFC → 250 gm/kWh ডিজেল ইঞ্জিন বা কম্প্রেশন ইগনিশন (Compression engine) → BSFC→200 g/kWh.
2565. ডিজেল সাইকেলের ইফিসিয়েন্সি বৃদ্ধি পায় ১২৪ কীভাবে?
কাট-অফ (p) কমালে
কাট-অফ (p) বাড়ালে
কাট-অফ (p) ধ্রুবক থাকলে
কম্প্রেশন (1) অনুপাত কমালে
ব্যাখ্যা: ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে Compression ratio Constant রেখে। Cut-off ratio বাড়ালে ডিজেল সাইকেলের ইফিসিয়েন্সি বা • দক্ষতা কমে যায়। আবার Compression ratio Constant রেখে Cat-off ratio কমালে সাইকেলের Efficiency বৃদ্ধি পায়।
2566. একই ক্ষেত্রে সর্বোচ্চ চাপ এবং তাপমাত্রায়-
ডিজেল সাইকেলের চাইতে অটো সাইকেল বেশি দক্ষ
অটো সাইকেলের চাইতে ডিজেল সাইকেল বেশি দক্ষ
অটো ও ডিজেলের চাইতে ডুয়েল সাইকেল বেশি দক্ষ
অটো ও ডিজেলের চাইতে ডুয়েল সাইকেল কম দক্ষ
2567. অটো সাইকেলের তুলনায় ডিজেল সাইকেলের দক্ষতা কী হয়?
সমান
বেশি
কম
কোনোটিই নয়
2568. কোনো পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 1.56 হলে তার দক্ষতা কত?
40%
52.3%
48%
16.29%
2569. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PV^Y= constant
PV^0 = constant
PV= constant
ব্যাখ্যা: রুদ্ধতাপীয় প্রক্রিয়া (রিভারসিবল এডিয়াবেটিক প্রসেস)-এর ক্ষেত্রে, PV^r = constant এই সূত্র ব্যবহৃত হয়। এক পরমাণু গ্যাসের γ-এর মান 1.66 দ্বি-পরমাণু গ্যাসের γ - এর মান 1.4 বহু পরমাণুবিশিষ্ট গ্যাসের γ- এর মান 1.33
2570. পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম কী?
অটো সাইকেল
জুল সাইকেল
র‌্যাকিন সাইকেল
স্টারলিং সাইকেল
ব্যাখ্যা: পেট্রোল ইঞ্জিন ⇒অটো সাইকেল, ডিজেল ইঞ্জিন ⇒ডিজেল সাইকেল, গ্যাস টারবাইন ⇒ জ্বল সাইকেল, হিট ইঞ্জিন ⇒র্যাংকিন সাইকেল, স্টারলিং ইঞ্জিন ⇒ স্টারলিং সাইকেল।
2571. সর্বপ্রথম অটো সাইকেলের উপর ভিত্তি করে ইঞ্জিন চালাতে সক্ষম হয় কোন বিজ্ঞানী?
ড. নিকোলাস
নেলসন অটো
ড. জর্জ অটো
ড. ভিয়া অটো
2572. ডিজেল সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির চাপ এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
একটি স্থির চাপ, একটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
2573. ডিজেল ইঞ্জিনের অপর নাম কী?
Sl engine
Cl engine
Steam engine
None of these
ব্যাখ্যা: ⇒ পেট্রোল ইঞ্জিনের অপর নাম হলো Spark Ignition বা SI engine. ⇒ ডিজেল ইঞ্জিনের অপর নাম হলো Compression Ignition engine বা Cl engine
2574. 'আদর্শ গ্যাসের অন্তর্নিহিত শক্তির পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক'- এটি কোন সূত্র?
অ্যাভোগ্রাডোর
বয়েল'স
জুল
চার্লস
2575. কম্প্রেশন রেশিও (CR) ও এক্সপানশন রেশিও (ER)- এর অনুপাতকে কী বলে?
প্রেসার রেশিও
কাট-অফ রেশিও
দক্ষতা
কোনোটিই নয়
ব্যাখ্যা: কাট-অফ রেশিও (cut-off ration) : কম্বাশনের শেষে আয়তন ও কম্বাশনের শুরুর আয়তনের অনুপাতকে কাট অফ রেশিও বলে। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে সংকোচন অনুপাত ধ্রুবক (compression ration constant) রেখে কাট অফ রেশিও বাড়লে ডিজেল সাইকেলের ইফিসিয়েন্সি বা দক্ষতা কমে যায়। আবার, সংকোচন অনুপাত ধ্রুবক (compression ration constant) রেখে কাট অফ রেশিও কমালে সাইকেলের দক্ষতা বৃদ্ধি পায়। (ক) কাট অফ রেশিও (cut-off ration) হাস পেলে সাইকেলের দক্ষতা বৃদ্ধি পায়। (খ) কাট অফ রেশিও (cut-oiff ration) বৃদ্ধি উত্তর পেলে সাইকেলের দক্ষতা হ্রাস পায়। কাট অব রেশিও (Cat off ratio),
2576. জুল সাইকেলের দক্ষতা কেমন?
কার্নোট সাইকেলের চেয়ে বেশি
কার্নোট সাইকেলের চেয়ে কম
কার্নোট সাইকেলের সমান
কোনোটিই নয়
2577. কৃতকাজ ও স্ট্রোক ভলিউমের অনুপাতকে কী বলে?
মিন ইফেক্টিক প্রেসার
সাইকেলের দক্ষতা
যান্ত্রিক দক্ষতা
কম্প্রেশন রেশিও
2578. অটো সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং একটি আইসোথার্মাল প্রসেসে
কোনোটিই নয়
ব্যাখ্যা: 1.2 রিভার্সিবল এডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস (Reversible Adiabbatic Compresion Process) 2-3 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস (Constant Volume Process) 3-4 রিভার্সিবল এডিয়াবেটিক এক্সপানশন প্রসেস (Reversible Adiabatic Expansion Process) 4-1 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস (Constant Volume Process)
2579. এয়ার লক কোন ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে ঘটে?
পেট্রোল ইঞ্জিনের
ডিজেল ইঞ্জিনের
গ্যাস ইঞ্জিনের
EFI ইঞ্জিনের
ব্যাখ্যা: এয়ার লক: ফুয়েল লাইনে বাতাস প্রবেশ করে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে এয়ার লক বলে। আর এই এয়ার লক ডিজেল ইঞ্জিনের মধ্যে সংঘটিত হয়। কারণ: ফুয়েল লাইনে লিক, জ্যাঙ্কের তেলে এয়ার বাবল থাকা, ট্যাঙ্কের তেলের লেভেল যদি বেশি নিচে নেমে যায় তাহলে ডিজেল ইঞ্জিনে এয়ার লক হয়। ভেপার লক: ফুয়েল লাইনে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্পের চাপের ফলে ফুয়েল সরবরাহ বন্ধ হওয়াকে ভেপার লক বলে। ব্রেক ব্লিডিং: এটি একটি সিস্টেম, যার মাধ্যমে ব্রেক-এর মধ্য থেকে বায়ুর বুদবুদগুলো পরিষ্কার করা হয়।
2580. অটো সাইকেল কীসের উপর নির্ভর করে কাজ করে?
আয়তনের
চাপের
তাপমাত্রার
তাপের