MCQ
2561. একটি এ সিলিন্ডার গাড়ির ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারের বোর 15cm, স্ট্রোক 30cm হলে গাড়ির সিসি (CC) কত?
21205.75 CC
500 CC
625 CC
21395.75 CC
2562. কোনো পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 1.56 হলে তার দক্ষতা কত?
40%
52.3%
48%
16.29%
2563. 'আদর্শ গ্যাসের অন্তর্নিহিত শক্তির পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক'- এটি কোন সূত্র?
অ্যাভোগ্রাডোর
বয়েল'স
জুল
চার্লস
2564. পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম কী?
অটো সাইকেল
জুল সাইকেল
র্যাকিন সাইকেল
স্টারলিং সাইকেল
2565. অটো সাইকেল কীসের উপর নির্ভর করে কাজ করে?
আয়তনের
চাপের
তাপমাত্রার
তাপের
2566. ডিজেল ইঞ্জিনের অপর নাম কী?
Sl engine
Cl engine
Steam engine
None of these
2567. ডিজেল সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির চাপ এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
একটি স্থির চাপ, একটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
2568. ডিজেল ইঞ্জিনের স্পেসিফিক ফুয়েল (Specific fuel consumption) প্রতি kWh-এ কত?
প্রায় ১০০ গ্রাম
প্রায় ২০০ গ্রাম
প্রায় ৩০০ গ্রাম
প্রায় ৫০ গ্রাম
2569. একই ক্ষেত্রে সর্বোচ্চ চাপ এবং তাপমাত্রায়-
ডিজেল সাইকেলের চাইতে অটো সাইকেল বেশি দক্ষ
অটো সাইকেলের চাইতে ডিজেল সাইকেল বেশি দক্ষ
অটো ও ডিজেলের চাইতে ডুয়েল সাইকেল বেশি দক্ষ
অটো ও ডিজেলের চাইতে ডুয়েল সাইকেল কম দক্ষ
2570. কৃতকাজ ও স্ট্রোক ভলিউমের অনুপাতকে কী বলে?
মিন ইফেক্টিক প্রেসার
সাইকেলের দক্ষতা
যান্ত্রিক দক্ষতা
কম্প্রেশন রেশিও
2571. অটো সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং একটি আইসোথার্মাল প্রসেসে
কোনোটিই নয়
2572. "তাপ এবং যান্ত্রিক দক্ষতা পরস্পর পরিবর্তনশীল।"- এ অনুজ্ঞাটি প্রতিপাদন করেন কে?
বয়েল
চার্লস
জুল
গে-লুসাক
2573. অটো সাইকেলের তুলনায় ডিজেল সাইকেলের দক্ষতা কী হয়?
সমান
বেশি
কম
কোনোটিই নয়
2574. জুল সাইকেলের দক্ষতা কেমন?
কার্নোট সাইকেলের চেয়ে বেশি
কার্নোট সাইকেলের চেয়ে কম
কার্নোট সাইকেলের সমান
কোনোটিই নয়
2575. ডিজেল সাইকেলের ইফিসিয়েন্সি বৃদ্ধি পায় ১২৪ কীভাবে?
কাট-অফ (p) কমালে
কাট-অফ (p) বাড়ালে
কাট-অফ (p) ধ্রুবক থাকলে
কম্প্রেশন (1) অনুপাত কমালে
2576. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PV^Y= constant
PV^0 = constant
PV= constant
2577. কোনটি স্থির চাপ সাইকেল?
অটো সাইকেল
ডিজেল সাইকেল
কারনট সাইকেল
জুল সাইকেল
2578. ডিজেল ইঞ্জিনে Suction stroke-এ প্রবেশ করে-
Air & Fuel
Only air
Only fuel
None of these
2579. এয়ার লক কোন ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে ঘটে?
পেট্রোল ইঞ্জিনের
ডিজেল ইঞ্জিনের
গ্যাস ইঞ্জিনের
EFI ইঞ্জিনের
2580. কম্প্রেশন রেশিও (CR) ও এক্সপানশন রেশিও (ER)- এর অনুপাতকে কী বলে?
প্রেসার রেশিও
কাট-অফ রেশিও
দক্ষতা
কোনোটিই নয়